নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

শিয়ালের উর্দু ভাষা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪


শহীদুল ইসলাম প্রামানিক

শিয়াল নাকি উর্দু বলে
খগেন খুড়ো কয়
রহিম মিয়া ধমকে বলে,
“এইটা কি আর হয়”?

“বাংলায় রবে বাংলার খাবে
বাংলা বলবে না
শিয়াল দের এই হটকারীতা
হেথায় চলবে না”।

“বাংলার শিয়াল বাঙ্গালি নয়”,
খগেন খুড়ো বলে
“বিশ্বাস না হয় জিজ্ঞেস কর
শিয়ালদের ঐ দলে”।

“যতই তুমি আদর করে
বাংলা ভাষায় ডাকো
ঘাপটি মেরে থাকবে তারা
জবাব দেবে নাকো”।

“কিন্তু যখন জিগ্যেস করবে,
‘কেয়া হুয়া ভাই’?
অমনি তারা জবাব দেবে
‘হুয়াক্কা হুয়া’ তাই”।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~

চরম মজার কবিতা । +++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। শুভেচ্ছা রইল।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: =p~

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪

হেমলক, ধুতুরা ও অন্যান্য বলেছেন: কন কি ???? !!!!

শিয়াল মামু ও উর্দু ভাষা কতা কয় নি ?????

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

প্রামানিক বলেছেন: বিশ্বাস না হয় রাতের বেলা শিয়ালরে জিগায়া দেহেন। কেয়া হুয়া কইলেই কইবো হুয়াক্কা হুয়া। ধন্যবাদ

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





ছড়া দিয়ে আজ আমার দিলডারে কাইড়া নিলেন, প্রামাণিক ভাই.... B-)

ঘুড়িতে আরও বিস্তারিত মন্তব্য করে এসেছি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। ঘুড়ির মন্তব্য দেখেছি। খুশি হলাম।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৫

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: চরম মজার ছড়া =p~


ছড়ায় ভালো লাগা রইল প্রামাণিক ভাই

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রফেসর মরিয়ার্টি। শুভেচ্ছা রইল।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

ইমরান আশফাক বলেছেন: চমৎকার, বেশ বলেছেন। :D

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইমরান আশফাক। শুভেচ্ছা রইল।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

বিদগ্ধ বলেছেন: আপনার কবিতা পড়ার পর বিশ্বাস হলো যে, শেয়ালের ভাষা সত্যিই উর্দু.... হাহাহাহা! অনেক রসিক মানুষ আপনি!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদগ্ধ। আপনার মন্তব্যে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১

জেন রসি বলেছেন: “বাংলার শিয়াল বাঙ্গালি নয়”,
খগেন খুড়ো বলে
“বিশ্বাস না হয় জিজ্ঞেস কর
শিয়ালদের ঐ দলে”।

ভালো লাগল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: চমৎকার ছড়া প্রামাণিক ভাই। মইনুল ভাইয়ের কাছ থেকে খানাপিনা আদায় করে নেয়ার সময় আমার কথা কিন্তু ভুলবেন না। :P

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

প্রামানিক বলেছেন: ঘাসফুল ওরফে আতিক ভাই, মাটির ময়নার সাথে যদি আপনিও চলে আসতেন তাহলে সবাই মিলে খানাপিনা হইহুল্লোড় করা যেত। ঢাকায় আসলে অবশ্যই দেখা করবেন।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লাগল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। শুভ্চেছা রইল।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: এ বছর আর আসা হল না। ইনশাল্লাহ আগামী বছর চেষ্টা করবো। অবশ্যই অনেক অনেক আনন্দ করবো আপনাদের সাথে যদি আল্লাহ্‌ ততদিন বাঁচিয়ে রাখে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৫

প্রামানিক বলেছেন: আপনি যখনই দেশে আসেন আপনাকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা সবাই আনন্দ করবো যদি আমাদেরকেও আল্লাহ বাঁচিয়ে রাখে।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫২

শামস 8929 বলেছেন: খুব ভাল লাগল ***** রেটিং দিলাম

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামস। শুভ্চেছা রইল।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


পড়ে আনন্দ পেলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদ গাজী ভাই।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮

এনামুল রেজা বলেছেন: দুদ্দান্ত, দুদ্দান্ত। =p~

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এনামুল রেজা। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.