নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

এ কেমন হরতাল?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯


শহীদুল ইসলাম প্রামানিক

গাড়ি-ঘোড়া সবই চলে
নাই কোন গোলমাল
মিছিল মিটিং নাই পিকেটিং
এ কেমন হরতাল?

মোড়ে মোড়ে আছে পুলিশ
অলসভাবে খাড়া
ঘুমায় কেহ হাঁটুর পরে
নাই রে কোন তাড়া।

নেতারা সব ঘরে বসা
কিংবা পলাতক
ভাংচুর করার নাইরে মানুষ
নাইরে সমর্থক।

নামেই শুধু হরতাল হয়
রাস্তা-ঘাটে ভির
এমন হরতাল হলে কি আর
নড়বে কারো শির?

তারপরেতেও হচ্ছে হরতাল
দেশটা যাচ্ছে পিছে
আমজনতা ভাবছে বসে
রাজনীতিটাই মিছে।

গদীর স্বার্থে দেশ-জনতার
করছে শুধু ক্ষতি
জানিনা ভাই ভবিষ্যতে
কি হবে এর গতি?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগল ছন্দময় হরতাল বয়ান।
গাড়ি-ঘোড়া সবই চলে
নাই কোন গোলমাল
মিছিল মিটিং নাই পিকেটিং
এ কেমন হরতাল?
- হা হা এখন হরতাল এমনই হচ্ছে। কিন্তু দেশ পিছিয়ে যাচ্ছে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





/তারপরেতেও হচ্ছে হরতাল
দেশটা যাচ্ছে পিছে
আমজনতা ভাবছে বসে
রাজনীতিটাই মিছে।/


খাঁটি কথা, প্রামানিক ভাই :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


সঠিক অনুধাবন পদ্যে প্রকাশ, সুন্দর।

ভবিষ্যত নির্ভর করছে আমাদের উপর।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। শুভেচ্ছা রইল।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

দ্যা আহমেদ মামুন বলেছেন: আপনি বলতে চাইছেন হরতালে লাশ পড়তে?
লাশ পড়লে আপনি হবেন হুকুমের আসামী।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: না ভাই, খামাখা হরতাল দিয়ে পাঁচতালায় বসে দেশের ক্ষতি করছে সেইটা বলতে চাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.