নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

স্বাদের মুলাজু

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪


শহীদুল ইসলাম প্রামািনক

দেওয়ান গঞ্জ যাওয়ার পথে
জামাল পুরে গিয়ে
গামলা ভরা হকার এক জন
এলো পিয়াজু নিয়ে।

জিজ্ঞেস করতেই বলল হেসে
দু'টাকা পার পিস
খাওয়ার জন্য লাগল যে লোভ
মনেতে উসপিস।

কয়েক টাকার পিয়াজু নিয়ে
মুখে দিলাম যেই
খেয়ে দেখি পানসা পানসা
স্বাদবাদ কিছু নেই।

বললাম তারে, "কি দিয়েছিস
আস্ত ডালের বড়া
পিয়াজের স্বাদ পাচ্ছি না তো
মুলা কুচিতে ভরা"।

ওয়াক করে গলা বাড়িয়ে
ফেললাম দুরে থুথু
পিয়াজুর নামে দিয়েছে মোরে
পাইনসা মুলাজু।

চোখ রাঙাতেই বলল হকার,
"সস্তায় যদি খাবেন
দু'টাকাতে মুলাজু ছাড়া
পিয়াজু কোথায় পাবেন"?

"সব জিনিষের মূল্য বৃদ্ধি
পিয়াজের দামও চড়া
তাই তো এখন পিয়াজুর নামে
খাবেন মুলাজু, বড়া"

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

আল কাফি বলেছেন: তাহলে মুলাজু বলেই বিক্রি করা উচিৎ। নচেৎ ব্যাপারটা প্রতারণা হয়ে যায়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আল কাফি। কিন্তু যারা বিক্রি করে তারা তো বেশি মুনাফার জন্য পিয়াজু হিসেবেই বিক্রি করে। শুভেচ্ছা রইল।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:



অর্থনৈতিক বিবর্তন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। শুভেচ্ছা রইল।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: এই মুলাজু গিন্নী যদি বানিয়ে দিতেন, তাহলে সেটা অমৃত হতো!!!
বিশ্বাস না হয়, ভাবিকে একদিন বানাতে বলেই দেখেন!!!!!

ছড়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই !!!!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। আপনি আচ্ছা কথা বললেন এটা তো আমার মাথায় ছিল না। শুভেচ্ছা রইল।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা পিয়াজু থেকে মুলাজু। নামটা মজার দিয়েছেন ভাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ তনিমা। এখন পিয়াজের দাম বেশি হওয়ায় মুলা দিয়ে পিয়াজু বানায় যে কারনে পিয়াজু এখন মুলাজু।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: মজার ছড়াটা আবারও পড়লাম। ভালো লাগলো প্রামাণিক ভাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঘাসফুল ভাই। আপনি আবার পড়েছেন যেনে খুশি হলাম।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

অন্ধবিন্দু বলেছেন:
প্রামানিক,
মুলাজু ছন্দটা স্বাদ লাগছে-গো !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অন্ধবিন্দু। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.