নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভিক্ষুক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০০



(ছবি ইন্টারনেট)

শহীদুল ইসলাম প্রামাণিক



ভিক্ষুক একটা ঢুকলো এসে

অফিস পাড়ার তিন তলায়

ভিক্ষা চওয়ার নানান কায়দা

করুণ সুর যে তার গলায়।



তিন তলাতে ছিলেন বসে

ফোন কোম্পানীর এমডি স্যার

সেই চেম্বারে ঢুকলো ফকির

ছিল নাতো পিয়ন তার।



ফকির ঢুকেই ভিক্ষা চায়রে

‘দুইটি টাকা নয়তো চাল

ছিঁড়া সার্ট আর ছিঁড়া লুঙ্গি

নয়তো রান্নার সব্জি ডাল।



এমডি সাহেব উঠলো ক্ষেপে

বলল, ‘এসব কিছুই নাই’

ফকির শুনে হেসেই মরে

ব্যঙ্গ করে বলল তাই,



‘আপনার যখন কিছুই নাই স্যার

বসছেন কেন চেয়ারে?

হাতে নেন ওই ভাঙা থালা

ভিক্ষা করবো শেয়ারে’।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

শায়মা বলেছেন: হায় হায় !!!


তারপর ফকিরটার কি হলো!!!! B:-/

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শায়মা। ফকির ধমক খেয়ে হাসতে হাসতে চলে গেল। এমডি সাহেব আহাম্মক হয়ে বসে রইল।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

চটপট ক বলেছেন: আপনার যখন কিছুই নাই স্যার
বসছেন কেন চেয়ারে?
হাতে নেন ওই ভাঙা থালা
ভিক্ষা করবো শেয়ারে’।

হাহাহাহহা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চটপট ক। শুভেচ্ছা রইল।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: =p~

রসিক ফকির!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুলিয়ান সিদ্দীকী ভাই। আপনি কেমন আছেন?

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

রফিক এরশাদ বলেছেন: ভাইজান, আঁইতো আন্নের ছড়া উগ্গান হরি এক্কেরে ফিদা অই গেছি গই..আঁরে আন্নের চেলা করি লন্না..তই আঁই অন কিত্তাম?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: আন্নে বইরইছেন কিল্লাই। বাঙা থাল লই জলদি চলি আন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী বাঙালি বলেছেন: হা হা হা =p~ =p~
ফকিরটা রসিক বটে। ভীষণ মজা পেয়েছি প্রামাণিক ভাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঘাসফুল ভাই। আপনি কেমন আছেন। শুভেচছা রইল।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

সুমন কর বলেছেন: মজাররররররররর

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

ক্ষতিগ্রস্থ বলেছেন: আপনার ছড়াগুলো দারুণ, আমি সবসময় এনজয় করি.

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ক্ষতিগ্রস্থ। খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: প্রামািনক ,





পুরোনো একটি রসিকতাকে সুন্দর ছন্দে বেঁধেছেন ।
ওঁয়াও ..........

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জি এস। শুভেচ্ছা রইল ।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

এ কে এম রেজাউল করিম বলেছেন:
সুভেচ্ছা প্রিয় কবি!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রেজাউ করিম। শুভেচ্ছা রইল।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার যখন কিছুই নাই স্যার
বসছেন কেন চেয়ারে?
হাতে নেন ওই ভাঙা থালা
ভিক্ষা করবো শেয়ারে "----------

দারুন ছড়া!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা। শুভ্চেছা রইল।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১২

সচেতনহ্যাপী বলেছেন: ফকিরের মজাতেও রয়েছে একরকম তীব্র উপেক্ষা সমাজ আর এর প্রতিদের।। করুন একটা বাস্তবতা ফুটে উঠেছে ছড়ার মাধ্যমে।। জানি না এটা আমার ভুল কি না??

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। আপনার মূল্যবান মন্তব্য ভাল লাগল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রামানিক ভাই, ছড়া এবং প্রথম মন্তব্যকারীর প্রশ্নোত্তরটি পড়লাম। যথারীতি অনেক মজার ছড়া।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। শুভেচ্ছা রইল।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ =p~

ব্যপক বিনুদন !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.