নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বই মেলার শেষ দিনে

০১ লা মার্চ, ২০১৫ রাত ১:২৯


শহীদুল ইসলাম প্রামানিক

আজকে মেলার শেষ দিনেতে
লিটল চত্বর গিয়ে
হাসাহাসি করছে কয়জন
কি জানি কি নিয়ে।

এইখানেতে আছেন কবি
অনেক ব্লগার
সবার সাথে হচ্ছে দেখা
খুশি ধরে না আর।

আমায় দেখে হামিদ ভাইয়ের
মৃদু মুখের হাসি
না দেখাতে কোহিনুর ভাই
আস্তে দিল কাসি।

পিছন ফিরে তাকিয়ে দেখি
আরো অনেক আছে
চর্যাপদ, অয়ন, আরমান
যুথীও এলো পাছে।

চর্যাপদের সুখের খবর
পাইনি মিষ্টি খাবার
কখন যেন পালিয়ে গেছে
হয়নি দেখা আবার।

রবিনা আপা আগে থেকেই
টংয়ে ছিল বসা
বোরখা দিয়ে নাক মুখ ঢাকা
মোল্লানী ভাব দশা।

মাটির ময়নার গম্ভীর ভাব
অসুস্থ্য তার মন
এই সময়ে পরিচয় দিলেন
গাইবান্ধার কয় বোন।

আমার গাঁয়ের পাশেই দেখি
তাদের সবার বাড়ি
পরিচয় দিয়ে রব্বানী ভাই
করলেন যে পায়চারী।

হরহামেশা দেখার পরও
চিনিনিকো যাদের
এই সুযোগে রব্বানী ভাই
পরিচয় দিলেন তাদের।

অবশেষে ওই পাড়েতে
বই মেলাতে গেলাম
কুঁড়ে ঘরের সামনে গিয়ে
অনেকের দেখা পেলাম।

ছোট রব্বানী, জিঞ্জিরের সাথে
দেখা হওয়ার পর
সবার মাঝে হাসি ঠাট্টা
চলল নিরন্তর।

কালপুরুষ আর রুবেলের সাথে
বললাম কথা খুলে
আরেক ভাইয়ের দম্পতিকে
দিলাম ছবি তুলে।

আরো অনেক ছিল মেলায়
নাম মনে নাই ভাই
তাদের নামটি দেইনি বলে
গোস্বা করবেন না তাই।

নীল সাধুদার শরীর খারাপ
আসেনি তো মেলায়
গেটে আসতেই বেরিয়ে গেলাম
মানুষ জনের ঠেলায়।

হাজার টাকার বই কেনার পর
লাগতেছিল ভারি
সেই জন্য ভাই বাসার দিকে
ফিরলাম তাড়াতাড়ি।

যদি ভাইরে বেঁচে থাকি
ষোল সালে আবার
দেখা হবে কথা হবে
হবে খাবার দাবার।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ২:৩৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: লেখক, ব্লগার, প্রকাশক আর পাঠকদের মিলন মেলা সাঙ্গ হল এই বছরের জন্য। সবাই এখন মুখীয়ে থাকবে সামনের বছরের জন্য। গত কয়েক বছরের মতো এই বছরও মিস করলাম। আফসোসের শেষ নাই। পরিচিত এবং অপরিচিত মুখদের ছড়ায় তুলে এনে নিজের অনুভূতির কথা সুন্দর করে প্রকাশ করেছেন। সবার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ প্রামাণিক ভাই।

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঘাসফুল ভাই। এবছর আসতে পারেন নাই নিয়াত করেন যেন আগামী বছর মেলায় থাকতে পারেন। যদি আল্লায় বাঁচিয়ে রাখে আগমী বছর মেলায় এক সাথে ঘুরবো।

২| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঢাকার বাইরে থাকার কারণে এবার বই মেলায় যেতে পারি নাই--- কষ্টটা মনে রয়ে গেল -- আপনার লেখা পড়ে আরো কষ্টটা বেড়ে গেল--- তবে দারুনভাবে তুলে ধরেছেন

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লায়লা। মেলায় না আসার কষ্ট বুঝতে পারছি, দোয়া করি আগামী মেলায় যেন আপানাদের এই কষ্টের ধারাবাহিকতা না থাকে। শুভেচ্ছা রইল।

৩| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৯

শায়মা বলেছেন: হা হা মজার ছড়া।:)

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শায়মা। শুভেচ্ছা রইল।

৪| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । +
আমিও যাইনি মেলায় ।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

সুমন কর বলেছেন: মজা ভাল হয়েছে। +।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ৮:৪৪

জাফরুল মবীন বলেছেন: সুন্দর লিখেছেন +++

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জাফরুল মবীন। শুভেচ্ছা রইল।

৭| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৫১

এম এম করিম বলেছেন: ভালো লাগলো।
+++

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এমএম করিম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//যদি ভাইরে বেঁচে থাকি
ষোল সালে আবার
দেখা হবে কথা হবে
হবে খাবার দাবার।//



দেখা-অদেখায় বইমেলা শেষ হলো! শুভেচ্চা জানবেন প্রামানিক ভাই :)

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মঈনউদ্দিন মইনুল ভাই। ঠিকই বলেছেন। দেখা অদেখায় বইমেলা শেষ হলো।

৯| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর নেক্স ইয়ার দেখা হবে!

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অবশ্যই বেঁচে থাকলে নেক্স ইয়ার দেখা হবে।

১০| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

দৃষ্টিসীমানা বলেছেন: খুব সুন্দর বর্ণনাময় বই মেলার ছড়া খুব ভাল লাগল ।আগে সন্তানদের নিয়ে
যেতাম ,ওদের জন্য বই কিনতাম ,আমার জন্য ও কিনতাম । একবার আমাদের
খুব সুন্দর একটা মেলার ছবি খবরের কাগজে এসেছিল ।এখন আর যাওয়া হয় না । বই লাগলে রকমারি ডট কম এ ফোন করি ।
ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.