নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কুকুরের বড় খাওয়া

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩২



শহীদুল ইসলাম প্রামানিক



মোল্লা বাড়ি চলছে খাওয়া

পোলাও-কোরমা কত

সঙ্গে আরো রোষ্ট-রেজালা

খাচ্ছে ইচ্ছেমতো।



বিয়ের দাওয়াত খাচ্ছে সবাই

কেউ কিছু না খেলে

সেই খাবারটা নিচ্ছে না কেউ

দিচ্ছে তখন ফেলে।



সেই দাওয়াতে আসছে কুকুর

সঙ্গে কুকুর ছানা

হড্ডি-গুড্ডি ফেলনা খেতে

কেউ করে না মানা।



খেতে খেতে কুকুর ছানা

পারছে না তো আর

পেট ভরেছে আর খাব না

বলছে যে বার বার।



মা বলতেছে, ‘একটু দাঁড়া,

বড় খাবার আছে,

এই খাবারটা না খেলে পর

আফসোস করবি পাছে’।



এই না বলে শিশুর পাতে

মুখটা দিল যেই

কুকুর ভয়ে ছোট্ট শিশু

দৌড়ায় নিমিষেই।



মোল্লা মশায় কাছেই ছিল

দিল লাঠির বাড়ি

আঘাত পেয়ে বলছে কুকুর,

‘আয়না তাড়াতাড়ি’।



কুকুর ছানা বলছে মাকে,

‌‘বড় খাওয়া কই?

মোল্লা মশাই পেটন দিয়ে

করতেছে হইচই"।



মা বলেতেছে শোনরে বাছা,

‘আর যাবে না পাওয়া

সব শেষেতে লাঠির বাড়ি

এটাই বড় খাওয়া’।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫০

ক্ষতিগ্রস্থ বলেছেন: মজার, বরাবরের মত.

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ক্ষতিগ্রস্থ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১:২৫

শুভ্র বিকেল বলেছেন: চমৎকার! অনেক অনেক ধন্যবাদ!

১০ ই মার্চ, ২০১৫ রাত ২:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১০ ই মার্চ, ২০১৫ রাত ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


শেষ প্যারায় কি বুঝালেন?

১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩

প্রামানিক বলেছেন: ভাই চাঁদগাজী, যে যেভাবে চিন্তা করবেন সেইটাই অর্থ হবে।

৪| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:২৩

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: মোল্লারা তো খালি দাওয়াত খায়............এখন তো দেখি খাওয়াচ্ছেও :((

পশুর প্রতি মমত্বাবোধ চাই....................।

১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৪

প্রামানিক বলেছেন: এখন মোল্লারা আগের মত গরীব না এখন ধনীদের বংশ মর্যাদা মোল্লা।

৫| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: কুকুরকে খাওয়ার পর মাইর দিলে দূরে সড়ে যাবে কিন্তু আবার খাবার দিয়ে ডাক দিলেই চলে আসবে। এটাই কুকুরের স্বভাব। দারুণ মজার ছড়া প্রামাণিক ভাই।

১১ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঘাসফূল ভাই অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৫

অর্বাচীন পথিক বলেছেন: "মা বলেতেছে শোনরে বাছা,
‘আর যাবে না পাওয়া
সব শেষেতে লাঠির বাড়ি
এটাই বড় খাওয়া" :-B :-B :-B :-B খুব মজা পেলাম প্রামািনক ভাই

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.