নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গাইবান্ধা চর এলাকার ছবি (আমার শততম পোষ্ট)

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১:০২



১। চর এলাকার গাছ গাছালি বিহীন বাড়ি।



২।চর এলাকায় নতুন পিয়াজ ক্ষেত থেকে উঠানো হচ্ছে।



৩।নতুন চরে নতুন নতুন বাড়ি নির্মান করা হচ্ছে।



৪। চরের নতুন বড়িতে মরিচ শুকানো হচ্ছে।



৫। চর এলাকায় জমি মাপা হচ্ছে।



৬। নতুন চরে কোন আইল নাই, কার জমি কোনটা বোঝা মুশকিল। তাই দুর থেকে মাপ এনে জমির আইল চিহ্ণিত করার জন্য আমিন দিয়ে মাপজোক করা হচ্ছে।



৭। গরুর রাখালিনী।



৮। চরের চিত্র।



৯। চরে গরু পালন।



১০। চরে নতুন বাড়ি করার জন্য খোলা আকাশের নিচে জিনিষপত্র এনে রেখেছে।



১১। নদীতে হাতিয়ে মৎস শিকার।



১২। দলবদ্ধভাবে হাতিয়ে মৎস শিকার।



১৩। চরের চিত্র।



১৪। ছবি তুলতে গেলে নিষ্পাপ শিশুর তাকানোর দৃশ্য।



১৫। বাড়ির সামনে মরিচ শুকানোর দৃশ্য।



১৬। কথায় বলে ছাগলে কিনা খায়। নাগালে পেয়ে ছাগল গাছের মাথা ভেঙে খাচ্ছে।



১৭। ভুট্টা ক্ষেতের দৃশ্য।



১৮। চর এলাকায় এই ফুলকে কুসুম ফুল বলে, এই ফুলের চারদিকে কাঁটা। তবে ফুলগুলো দেখতে সুন্দর। কুসুম ফুলের ক্ষেতের সামনে দাঁড়ানো চরের দুটি শিশু।

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১:১১

এম এম করিম বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

ভালো লাগা জানবেন।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এমএম করিম। অনেক অনেক শুভেচছা রইল।

২| ০১ লা এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


কোন নদীর চর?

হাতি্যে কি কি মাছ পাওয়া যায়?

চরের বাচ্ছাদের জন্য স্কুল আছে?

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৮

প্রামানিক বলেছেন: হাতিয়ে বেলে মাছ, চিংড়ি মাছ, বালু খোকড়াসহ চেলা জাতিয় কিছু মাছ পাওয়া যায়। চরে স্কুল নাই। প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য এনজিওদের স্কুল আছে।

৩| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২২

সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি।

শততম পোস্টের শুভেচ্ছা রইলো। !:#P !:#P

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

৪| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৯

সুফিয়া বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুফিয়া বেগম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৬

মানস চোখ বলেছেন: সুন্দর পোষ্ট 'প্রামাণিক' ভাই!!!!! ভালো লাগলো!!!

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মানস চোখ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৫

engrumi বলেছেন: সুন্দর লিখা....

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

৭| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৯

মেকগাইভার বলেছেন: নেচার আন্ড লাইফ এর নাইস মিক্স

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মেকগাইভার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

♥কবি♥ বলেছেন: শতক হাকালেন প্রমাণিক ভাই শুভেচ্ছা নিন। ছবিব্লগে+++

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কবি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

দীপংকর চন্দ বলেছেন: শত শত শুভেচ্ছা শততম কাজের জন্য।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দীপংকর দা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো ছবিগুলো।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

১১| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নাগরিক বৃত্তবদ্ধ জীবনে কতত দিন খোলা মাঠ দেখিনা-- এইরকমখোলা প্রাকৃতিক জীবন দেখিনা!!!

আপনার ফুটু ব্লগে সে শূণ্যতা পূরন করায় শত শত ধন্যবাদ।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভুগু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৮

মনিরা সুলতানা বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা ভাইয়া ...
চমৎকার সব ছবি ...

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনিরা সুলতানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেঞ্চুরির জন্য শুভেচ্ছা জানবেন।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ২:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। শুভেচ্ছা রইল।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৬

মুদ্রা সংগ্রাহক বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা। আপনার ছবির কারণে আমাদের সবার ভার্চুয়াল চর ভ্রমণ হয়ে গেল তাই ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ২:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুদ্রা সংগ্রাহক। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা শততম পোষ্টের জন্য।
ছবিগুলো অস্বাধারণ তুলেছেন প্রামানিক ভাই!

[

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


কোন নদীর চর?

০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: যমুনা নদীর চর।

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২২

সোহেল মাহমুদ বলেছেন:
চমৎকা ফটো পোস্ট।

অভিনন্দন শততম পোস্টের। !:#P

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সোহেল মাহমুদ। শুভেচ্ছা রইল।

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:২২

তুষার কাব্য বলেছেন: গ্রাম বাংলার চমতকার সব ছবি।

সেঞ্চুরির শুভেচ্ছা।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তুষার কাব্য। শুভেচ্ছা রইল।

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ছবি ব্লগ । সেঞ্চুরী শুভেচ্ছা ।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৯

অর্বাচীন পথিক বলেছেন: "কুসুম ফুল"

সুন্দর নাম তো !!!

আমি কোন দিন চরে যায়নি। আমাদের এলাকায় তো নদীয় না :( :( :(

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বাচীন পথিক। ফুলটিও দেখতে সুন্দর নামটিও সুন্দর। শুভেচ্ছা রইল।

২১| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৭

ভ্রমরের ডানা বলেছেন: উত্তরের এই গ্রামের দৃশ্য গুলিতে মাটি ও মন মিশে একাকার হয়ে যায়। দারুন লাগলো।

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.