নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কালাশোনার চর

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৫


শহীদুল ইসলাম প্রামানিক

কালাশোনার চর কালো নয় তো
সবুজ ফসলে ভরা
প্রকৃতির দানে উঠেছে চর
পলিমাটি দিয়ে গড়া।

ধান, কাউনের অঢেল আবাদ
সারা চরটি জুড়ে
দুপুর বেলায় রাখালের বাঁশি
বাজে করুণ সুরে।

সকাল-বিকাল মাছ ধরে সব
নদীর ধারে বসে
বালির তৈরী পাড় হওয়াতে
সহসাই যায় খসে।

অনেক ভোরে উঠে সবাই
লাঙলে ক্ষেত চাষে।
মন ভরে যায় রবি শষ্যের
রঙিন ফুলের বাসে।


মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৬

অন্ধবিন্দু বলেছেন:
মন ভড়িয়ে দিলেন গো, প্রামানিক। বালির তৈরী পাড় হওয়াতে/ সহসাই যায় খসে...

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অন্ধবিন্দু। শুভেচ্ছা রইল।

২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০

আবদুর রব শরীফ বলেছেন: কালাশোনার চর কালো নয় তো
সবুজ ফসলে ভরা
প্রকৃতির দানে উঠেছে চর
পলিমাটি দিয়ে গড়া।


বাংলার স্বাদ পেলুম ৷ :)

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবদুর রব শরীফ। শুভেচ্ছা রইল।

৩| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


আমিও চরে চাষ করতে চাই।

কালো শোনার, নাকি কালো সোনার?

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৫

প্রামানিক বলেছেন: চরের নামটি ‌'কালাশোনা'। স্বর্ণের সাথে তুলনা করলে হয় 'কালো সোনা'। 'কালা' অর্থ ‌বোবা বা কানে শুনতে পায় না এমন আর 'শোনা' অর্থ শ্রবণ করা। বানান যে কোনটা ঠিক আমিও দ্বিধা দ্বন্দের মধ্যে আছি। চর এলাকায় কালোকে কালা আর স্বর্ণকে সোনা বলে থাকে, সেই হিসাবে কালাসোনাই হয়।

৪| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর ছড়া।

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

৫| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২২

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার ছড়া পড়লাম, সেই সাথে সবুজ ফসলের মাঠের ছবি দেখে চোখ জুরিয়ে গেল।

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১

অর্বাচীন পথিক বলেছেন: ভাল লাগলো প্রামািনক ভাই আপনার ছড়া

আর সাথে কুসুম ফুলের ছবি , মন যেন কেমন করে উঠলো আমার

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বাচীন পথিক। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.