নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পান্তা খেয়ে খাঁটি বাঙালী হই

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০


শহীদুল ইসলাম প্রামানিক

আমরা সবাই বাঙালী যে
বৈশাখ এলেই বুঝি
অন্য সময় এমন করে
পান্তা ভাত কি খুঁজি?

পান্তা দেখলে গামলা ধরে
ডাস্টবিনে দেই ফেলে
মধ্যবিত্তও খায় না এখন
কিংবা ধনীর ছেলে।

গরীবরা খায় ক্ষুধার জ্বালায়
খাবার পায়না বলে
তারাও কি আর খাবে এসব
ভাতের যোগার হলে?

বৈশাখ এলেই পান্তা খেয়ে
খাঁটি বাঙালী হই
পরের দিনই মাইন্ড চেইঞ্জ
ইংলিশ কথা কই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫০

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: পান্তা আর ইলিশ মাছ খেতেমজা

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ব্লগার আয়নাল ভাই ইতি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১৫ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালী ১ দিনের জন্য দরিদ্র হতে চায়।

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। ইচ্ছা করেই আমরা ঐদিন গরীবের খাদ্য খাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ বাংগালী বর্ণচোরা

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৯

হাসান মাহবুব বলেছেন: ছন্দে ছন্দে কিছু তিক্ত সত্য। ভালো লাগলো।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহমুদ। শুভ্চেছা রইল।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: বৈশাখ এলেই পান্তা খেয়ে
খাঁটি বাঙালী হই
পরের দিনই মাইন্ড চেইঞ্জ
ইংলিশ কথা কই।


১০০% খাটি কথা!
অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.