নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
যমুনা সেতু হয়নি তখন
আরিচায় আসা যাওয়া
লাগলে খিদে ফেরীর ভিতর
পেট চুক্তিতে খাওয়া।
মনে পড়েছে, যাচ্ছি বাড়ি
সালটা ছিল আশি
খাচ্ছি বসে দুই পিস মাংস
ভেড়া কিংবা খাসি।
ভাত দিয়েছে গামলা ভরে
ডাল ছিল যে ফ্রি
ডাল তো নয় ঘোলা পানি
দেখতে কি বিশ্রি!
আঠাশ টাকা দ্বিগূন মূল্য
উপায় তো আর নাই
নদীর মাঝে একটি হোটেল
বাধ্য হয়েই খাই।
খেতে বসেছি অনেক খেলাম
পুষিয়ে নিচ্ছি খেয়ে
আট প্লেট ভাত করলাম সাবাড়
ডাইলটা ফ্রি পেয়ে।
যতই খাবেন আঠাশ টাকা
তাই তো আমি খেলাম
অর্ধেক রাস্তা যাওয়ার পরেই
টের কিছুটা পেলাম।
গুড় গুড় গুড় ডাকলো পেটে
মোচড় দিল যেই
পেটের ব্যাথায় জান বাঁচে না
হুঁশ টুস্ আর নেই।
অনেক কষ্টে সন্ধ্যা রাতে
ফিরলাম যখন বাড়ি
ব্যাগটা ফেলে দৌড়ে গেলাম
টয়লেট তাড়াতাড়ি।
তিনদিন ভরা কাজকর্ম নাই
হলাম টয়লেট বাসি
টাকা পোষাতে ভাত খেয়েছি
শুনেই হাসাহাসি।
হাজার টাকা খরচ করেও
শরীর হলো দুর্বল
শপথ নিলাম আরিচা ঘাটে
ছুঁবো না আর জল।
এর পরেতেও আরিচা ঘাঠে
অনেক গিয়েছি ভাই
যতই সাধে পেট চুক্তি ভাত
আর কি আমি খাই?
২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
ঢাকাবাসী বলেছেন: ছবিতে খাওয়ার প্লেটগুলোতো দারুণ! মজা পেলুম।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
হাসান মাহবুব বলেছেন: হাহা! মজার হৈসে ছড়া।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।
৪| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
সুমন কর বলেছেন: দারুণ লিখেছেন এবং সত্য কথা।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছড়া ভালো লাগল।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। শুভেচ্ছা রইল।
৬| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬
মুদ্রা সংগ্রাহক বলেছেন: হা হা হা, অন্যদের কাছ থেকে শুনে সবসময় খাওয়ার আগ্রহ ছিল কিন্তু এখন তো মনে হচ্ছে না খেয়ে বেঁচে গেছি...
ছড়া দারূণ হয়েছে।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০২
প্রামানিক বলেছেন: ভাল কাজ করেছেন। আমি তো খেয়ে বিপদেই পড়েছিলাম। ধন্যবাদ
৭| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০
চাঁদগাজী বলেছেন:
"আট প্লেট ভাত করলাম সাবার
ডাইলটা ফ্রি পেয়ে। "
-বুঝলাম, দুভিক্ষ কেন বাংলায় !
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৪
প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। চুয়াত্তুরের দুর্ভিক্ষের পরেই এই ঘটনা। ধন্যবাদ ভাই চাঁদগাজী।
৮| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০
যুগল শব্দ বলেছেন:
হাজার টাকা খরচ করেও
শরীর হলো দুর্বল
শপথ নিলাম আরিচা ঘাটে
ছুঁবো না আর জল।
দারুণ মজার আর সুন্দর কবিতা/ছড়া ++
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই যুগল শব্দ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৫৬
রঙতুলি বলেছেন: হাহাহাহা
সস্তার তিন অবস্থা
২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রঙতুলি। সস্তা না ভাই সেই সময়ে আঠাশ টাকা অনেক দাম। শুভেচ্ছা রইল।
১০| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বঙ্গভূমির রঙ্গমেলায়। শুভেচ্ছা রইল।
১১| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৮
ক্থার্ক্থা বলেছেন:
২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকর্থা। শুভেচ্ছা রইল।
১২| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৬
ময়না বঙ্গাল বলেছেন: পরাশান্তি, পরমপ্রেম পরামুক্তি, পরমক্ষেম,
সেই অন্তরতম চিরসুন্দর প্রভু
চিত্ত সখা,
ধর্ম অর্থ কাম ভরণ
রাজা হৃদয়হরণ
২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ময়না বাঙ্গাল। শুভেচ্ছা রইল।
১৩| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হাসতেই আছি-----হাসতেই আছি
কি সর্বনেশে কতা বলতো দেখি
২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লাইলী আরজুমান খানম লায়লা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৫
আমিনুর রহমান বলেছেন:
খাইছে ধরা ... হা হা হা
২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই। শুভেচ্ছা রইল।
১৫| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৭
আহলান বলেছেন: চরম চ র ম ....
২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহলান। শুভেচ্ছা রইল।
১৬| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১১
সিরাজ বলেছেন: দারুণ, ভালো লাগল
২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সিরাজ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৭
অর্বাচীন পথিক বলেছেন: হা হা হা হা
বোঝেন এবার সস্তা জিনিসের কি অবস্তা হয়
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭
প্রামানিক বলেছেন: সস্তা নয় বোন ডবল দাম দিয়ে খেয়েছি। সেই সময় আঠাশ টাকা অনেক দাম তখন ঢাকা শহরেও এর অর্ধেক দামে ভাল খাওয়া যেত। ধন্যবাদ বোন অর্বাচীন পথিক।
১৮| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩৭
নাহিদ রুদ্রনীল বলেছেন: ছড়ার মাঝে স্মৃতিচারণ। দারুন :-D
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নাহিদ রুদ্রনীল। শুভেচ্ছা রইল।
১৯| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৩
আহমেদ আলিফ বলেছেন:
ছন্দ মিলাতে আপনার প্রতিভা প্রসংশা যোগ্য +++
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ আলিফ। সব বিধাতার দান আমি কিছু না। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: Nice
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। শুভেচ্ছা রইল।
২১| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৪
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
সুন্দর !
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাহসিনুল ইসলাম। শুভেচ্ছা রইল।
২২| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩২
কলমের কালি শেষ বলেছেন: ব্যাপক মজার ছড়া ।
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। শুভেচ্ছা রইল।
২৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৪
লাজুক ছেলে...... বলেছেন: হা হা হা.. ছন্দে আনন্দে ভালোই অভিজ্ঞতার কথা লিখেছেন । আমার দাদু-নানু বাড়ী ঝিনাইদহ-কুস্টিয়া তে হওয়াই আমাকেও লঞ্ছ-ফেরি পার হতে হয়েছে । বছর পাঁচেক আগে ফেরি তে খেয়েছিলাম। প্যাকেজ ভাত-ডাল ফ্রি আর সাথে দুই পিছ ইলিশ মাছ । ১২০ টাকা নিয়েছিল । খারাপ লাগেনি অতটা ( আসলে আমার ক্ষুধা লাগলে আমি এমন গোগ্রাসে খাই যে স্বাদ এর দিকটা খুব বেশী খেয়াল থাকে না )
আর এইতো এই মাসে ৩ তারিখে কাজিন এর বিয়েতে কুস্টিয়া গেলাম। পাটুরিয়া হয়ে গেলাম, লঞ্চে পার হলাম.... আবার খেলাম ( সেদিন আর ক্ষুধা ছিল না, শখে খেয়েছি ) । সেই ইলিশ মাছ দিয়ে (ইলিশ মাছের সে কি সাইজ, প্লেটে ডাল নিয়ে সেই ডালের ভিতর মাছ খুজে পাওয়াই দায় হচ্ছিল ,এমন অবস্থা যে ডাল এর ভিতর আবার জাল ফেলি ) । তবে এখানে ভাত ফ্রি ছিল না ।
অনেক বকবক করে ফেললাম । ভাল থাকবেন ।
২৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৯
ইমরান আশফাক বলেছেন: এই অভিজ্ঞতা আমার হয়েছে গেলো মাসে মাওয়া ঘাটে লন্চের ইলিশ খেয়ে (কাল রং এর তেলে ভাজা) এবং আরেকটু মর্মান্তিকভাবে।
আর আমি খাই ওখানে? ফ্রি সাধলেও খাব না।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০১
জেন রসি বলেছেন: হা হা হা ......
মজা পাইলাম
++