নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (যানজট বিহীন আজকের ঢাকার চিত্র।

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৬

কি শান্তি! যানজট নাই, বায়ু দুষণ নাই, মানুষের ধাক্কাধাক্কি নাই, হকারের চিল্লাচিল্লি নাই পুরাই ফাঁকা, আহা কি সুন্দর ঢাকা!!

**** দুপুর ১২টার চিত্র পুরানা পল্টন এলাকা।****

১। তোপখানা রোড

২। তোপখানা রোড

৩। পল্টন এলাকা

৪।

৫।

৬।

৭।

৮।

১০্।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১

কাবিল বলেছেন: আহ্‌ .. সারা বছর যদি এমন হতো

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩১

প্রামানিক বলেছেন: তাইলে কত মজাই না হতো। ধন্যবাদ

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৩

অবনি মণি বলেছেন: ওয়াও !!

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অবনি মণি। শুভেচ্ছা রইল।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০২

সুমন কর বলেছেন: সারা বছর এমন চাই। B-)

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: তাহলে তো ঢাকা শহর হবে শান্তির শহর। ধন্যবাদ ভাই সুমন কর।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

িবর্ন জামান বলেছেন: সারা বছর এমন !!!! তা হলে যাদের জন্য আজকে এই বিশেষ ব্যবস্থা তারা খাবে কি ।

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিন জামান। আমিও তো সেই চিন্তাই করছি। কিন্তু ঢাকা শহর ফাঁকা পেয়ে মনে হয় সবাই খুশি।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

রাখালছেলে বলেছেন: আজকের ঢাকা পুরাই ফাকা । এত আনন্দ বহুদিন পাইনি। আহা !

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাখাল ছেলে। চমৎকার কতা বলেছেন। শুভেচ্ছা রইল।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

হাসান মাহবুব বলেছেন: বাহ!

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

নুর ইসলাম রফিক বলেছেন: সুমন কর বলেছেন সারা বছর এমন চাই।

বাঙালি কি না খাইয়া মরার জন্য এমনটা চাইছেন ভাইয়া?

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুর ইসলাম রফিক। ঢাকা শহর যদি এমন থাকে খাওয়ায় লাগবে না চিন্তাও থাকবে না। ধান্দাবাজী চান্দাবাজী ঘুষ ডাকাতি কিছুই থাকবে না সেই কথা চিন্তা করেই হয়তো সুমন বলেছে সারা বছর এমনটা চাই।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: প্রামািনক ,




প্রায় সব মন্তব্যকারীরাই বলেছেন - সারা বছর এমন চাই।

হুমমমমম. আমরা "জনগণ'এর একটা-ই তো অধিকার - "ভোটের অধিকার" আর কোনও অধিকার নাই - না খাওয়ার না পড়ার ।
এই অধিকারটি রক্ষায় বছরের ৩৬৩ দিন ভোট দিতে চাওয়াও আমাদের একমাত্র অধিকার । তাই মন্তব্যকারী সহব্লগারদের আশা পুরন হতেও পারে কোনও দিন !!!!!!!!

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস। সুন্দর মন্তব্য করেছেন। শুভ্চেছা রইল।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৯

জেন রসি বলেছেন: আজকে ঢাকা শহরে হন্টন ছাড়া উপায় নাই।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জেন রসি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০১

বদিউজ্জামান মিলন বলেছেন: আহা কি সুন্দর ঢাকা

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: আসলেই সুন্দর। এমন সুন্দর ঢাকা শহর আমরা সহজে দেখতে পারি না।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: আহা কি সুন্দর ঢাকা!!

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩০

প্রামানিক বলেছেন: সত্যিই কামরুন্নাহার আপা বহুদিন পর ঢাকা ঘুরে শান্তি পেলাম। শুভেচ্ছা রইল।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪

কলমের কালি শেষ বলেছেন: ইসস ঢাকা যদি সবসময় এমন থাকতো ।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: তাহলে তো ঢাকা বসবাসের জন্য পৃথিবীর অন্য শহরের মত শান্তির জায়গা হত। ধন্যবাদ ভাই কলমের কালি শেষ।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: ব্যস একটি দিন!! তারপর আবার ফিরে যাবো সেই পুরানো চিত্রে।। কিন্ত যে কারনে এই শান্তি,তা কি ফিরে পাবো?? তাহলে বরং সারাবছরই ভোট ভোট খেলা ভাল!! =p~ :-P

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬

প্রামানিক বলেছেন: ভাই এটা ঢাকা শহরে ঘুরে বেড়ানোর এক দিনের শান্তি। আর যারা রাজনৈতিক অস্থিরতায় ছিলেন তাদের জন্য আজকের দিনটা স্মরণীয়।
ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৪২

নষ্ট অতীত বলেছেন: ঈদের ছুটির কথা মনে পড়ে গেলো, ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য!

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৮

প্রামানিক বলেছেন: ভাই নষ্ট অতীত, ঈদের ছুটি হলেও এরকম ফাঁকা হয় না। তখন কমবেশি প্রাইভেট কার, মিনিবাস চলে কিন্তু আজকের ঢাকায় এরকম কিছুই ছিল না। শুধু অল্প কিছু রিক্সা ছাড়া।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩১

নষ্ট অতীত বলেছেন: সেটা ও অবশ্য ঠিক!

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নষ্ট অতীত, আপনি প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: শূন্য ঢাকা।

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। শুভেচ্ছা রইল।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আহা !! এমন যদি প্রতিদিন হতো ----কতই না শান্তি পেতাম

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আরজুমান খানম লায়লা। এমন সুন্দর ফাঁকা ফাঁকা ঢাকা শহর আবার কবে পাবো তা বিধাতাই জানে।

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭

মোঃমোজাম হক বলেছেন: ভুতুরে লাগছে , এই ঢাকা আমরা চাইনা :)

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোজাম হক। শুভেচছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.