নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

উজানী বউ

০৩ রা মে, ২০১৫ রাত ৯:১০


শহীদুল ইসলাম প্রামানিক

পাশের গাঁয়ের মুখরা বধু
উজানী তার নাম
কথায় কথায় ঝগড়া করে
ঝরায় দেহের ঘাম।

তর্কের পরে তর্ক করে
হার মানে না কভু
নিজের ভুল বোঝার পরেও
ঝগড়া করে তবু

স্বামী বেচারা বড়ই সরল
পায় না নিতে হাল
কথায় কথায় তার পরে যে
করে গালাগাল।

এসব কষ্টে স্বামী তাহার
কয়না কথা দুখে
মুখরা বধুর সব অনাচার
জমা রেখেছে বুকে।

সব কথাতে উজান ঠেলে
যায়না কভু ভাটি
এই কারণে স্বামী বেচারার
জীবনটা আজ মাটি।

আষাঢ় মাসে নৌকা চড়ে
যাচ্ছে স্বামী তার
মুখরা বধুও সেই নৌকাতে
হচ্ছে পারাপার।

হঠাৎ করে নদীর জলে
মুখরা গেল পরে
অনেক পরে ভাবল সবাই
উজানী গেছে মরে।

উজানীর লাশ খুঁজছে সবাই
ভাটির দিকে গিয়ে
স্বামী বাছাধন খুঁজছে তখন
নৌকা উজান নিয়ে।

সবাই বলে নদীর স্রোত
উজানে কি যায়?
বলছে স্বামী, উজানীর বেলায়
এটাই শোভা পায়।

যেই নারীটি সারা জীবন
উজান গেছে ঠেলে
সে কি আবার ভাটিত যাবে
উজানী ভাব ফেলে ?

এমন সময় ভাটির দিকে
উঠল চিৎকার করে
উজানীর লাশ পাওয়া গেছে
উঠছে ভেসে মরে।

লাশটি দেখে কাঁদছে স্বামী
বলছে নিরন্তর
‘সেই উজানী ভাটিত গেলে
মরে যাওয়ার পর’।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ রাত ৯:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আহারে! উজানির জন্য খারাপই লাগলো । হাজার হলেও মানুষ তো । দারুণ লিখণী ।

০৩ রা মে, ২০১৫ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ রুপক বিধৌত সাধু। শুভ্চেছা রইল।

২| ০৩ রা মে, ২০১৫ রাত ৯:৩৭

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: উজানী বউ-এর জন্য কষ্ট লাগলো ॥ :(

০৩ রা মে, ২০১৫ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আশালীনা আকীফাহ, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ৭:০৭

মন ময়ূরী বলেছেন: কষ্ট কবিতা-ভাল লিখেছেন।

০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনময়রী। শুভ্চেছা রইল।

৪| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৩১

হাসান মাহবুব বলেছেন: ছন্দে ছন্দে গল্প! বাহ চমৎকার!

০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: ট্রাজেডি ।

০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। শুভেচ্ছা রইল।

৬| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


ভালো প্রবাদ।

০৫ ই মে, ২০১৫ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। শুভেচ্ছা রইল।

৭| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:২৭

জুন বলেছেন: ছোটবেলার পড়া গল্পটি নাম ছিল উলটো বিবি কাব্যে লিখেছেন, ভালোলাগলো প্রামানিক ।
+

০৫ ই মে, ২০১৫ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জুন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: প্রামািনক ,




ব্লগার জুন এর মন্তব্যেরই প্রতিধ্বনি করছি ।

০৫ ই মে, ২০১৫ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস। শুভেচ্ছা রইল।

৯| ১৬ ই মে, ২০১৫ রাত ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা ভাল লেগেছে।

১৯ শে মে, ২০১৫ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.