নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণচূড়ার আড্ডায়

০৮ ই মে, ২০১৫ রাত ৯:৩১


শহীদুল ইসলাম প্রামানিক

কৃষ্ণচূড়ার আড্ডায় গিয়ে
সবাই ছিলাম বসা
ঝাল পিঠা আর বাদাম খেলাম
সাথে ছিল শসা।

হাসি ঠাট্টা হই হুল্লোড়ে
কাটলো সময় ভাল
উপস্থিত যারা ছিলেন হেথায়
মুখ ছিল না কালো।

দুই দম্পতি ছিলেন হেথায়
আরিফার সাথে স্বামী
নীলসাধু দা’র দম্পতিটা
বড়ই কিন্তু দামী।

দুই দম্পতিই বড়ই সুখী
পরস্পরের মিল
ঝগড়া তো ভাই দুরের কথা
ভালবাসায় নাই ঢিল।

এসব নিয়ে হাসাহাসি
অনেক হলো ভাই
গেটের কাছে গিয়ে দেখি
বাইক একটা নাই।

বাইক হারালো ওয়াসিম মিয়া
খারাপ লাগল তাতে
দুঃখ নিয়েই ফিরতে হলো
সময় ছিল না হাতে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৫ রাত ৯:৩৬

কলমের কালি শেষ বলেছেন: দৈনন্দিন জীবনযাপন নিয়ে সুন্দর ছড়া । লাস্ট প্যারার খবরটায় খারাপ লাগলো ।

০৮ ই মে, ২০১৫ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: আসলে ভাই বাইকটা চুরি হওয়ায় আড্ডার আনন্দটাই মাটি হয়েছে।

২| ০৮ ই মে, ২০১৫ রাত ৯:৫৬

সুফিয়া বলেছেন: প্রতিদিনের খুটিনাটি ঘটনা নিয়ে সাদামাটা কবিতা ভালো লেগেছে।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৮ ই মে, ২০১৫ রাত ১১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুফিয়া। শুভেচ্ছা রইল।

৩| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ লাগলো ।

০৮ ই মে, ২০১৫ রাত ১১:১৩

প্রামানিক বলেছেন: হা আনোয়ার ভাই কিছু ব্লগার সেখানে আড্ডা দিতে গিয়েছিলাম। ওয়াসিমের বাইক হারানোতে খুব খারাপ লাগল।

৪| ০৯ ই মে, ২০১৫ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:


বাইক হারানোতে আড্ডাটা মাটি হয়ে গেলো!

০৯ ই মে, ২০১৫ সকাল ৯:১৪

প্রামানিক বলেছেন: জি ভাই আড্ডাটা শেষে এসে মাটি।

৫| ০৯ ই মে, ২০১৫ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


কোথায়, কখন, কিভাবে আড্ডা হচ্ছে? আমরা তো বাদ পড়ে যাচ্ছি!

০৯ ই মে, ২০১৫ সকাল ৯:১৫

প্রামানিক বলেছেন: শুক্রবার সংসদ ভবন এলাকায়। সন্ধ্যার পরপরই বাইকটা চুরি হয়।

৬| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:১৯

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১১ ই মে, ২০১৫ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচছা রইল।

৭| ১১ ই মে, ২০১৫ দুপুর ২:২৬

অর্বাচীন পথিক বলেছেন: উপস্থিত প্রামািনক ভাই
আমি আর আমার বোসকা আছি এই ছড়ায়।

অনেক অনেক ধন্যবাদ প্রামািনক ভাই, আপনার এমন সুন্দর সুন্দর ছড়ার একটা তে আমাদের স্থান দেবার জন্য।

১১ ই মে, ২০১৫ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বাচীন পথিক। দুইজনের প্রতিই আমার আন্তরিক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.