নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
১।
কুকুরের আরামের ঘুম
২।
আহা! কি আরামের ঘুম!!
৩।
কুকুরের শোয়ার স্টাইল।
৪।
৫।
অন্যান্য কুকুরেরা যেভাবে ঘুমায়।
গত সপ্তাহে আশুলিয়ার জামগড়া বাস থেকে নেমে উত্তর পাশে বাজারের ভিতর ঢুকতেই রাস্তার পাশে একটি ইলেক্ট্রনিক্স দোকানের নিচে দেয়াল ঘেষে একটা কুকুরকে চিত হয়ে শুয়ে থাকতে দেখে মনে হলো মৃত। কুকুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভুল ভাঙল। কুকুর মরা নয় তাজা। মাঝে মাঝে মাছির কারণে নড়েচড়ে উঠে।
পরের সপ্তাহে বিকাল ৪টার সময় সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই দেখি সেই কুকুরটি কোথা থেকে দৌড়ে এসে সেই দেয়ালের পাশেই শুয়ে পড়ল। আমি কুকুরটির ঘুমানোর ভাব ভঙ্গি দেখে আশ্চার্য হলাম। কুকুরটি প্রথমে কাত হয়ে শোয়ার একটু পরেই চিত হয়ে ঠ্যাংগুলো উপর দিকে দিয়ে আয়েস করে চোখ বন্ধ করে ঘুমালো। আমি তার ঘুমানোর স্টাইল দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। যেখানে কুকুরটি শুয়ে পড়ল ঠিক তার উপরেই বড় স্পীকার দিয়ে কড়া সাউন্ডে গান বাজছে। এত শব্দ হচ্ছে যে কান রাখা দায় অথচ কুকুর ঐ শব্দের ভিতরও ডেম কেয়ার ভাবসাব নিয়ে মুহুর্তেই গভীর ঘুমে অচেতন হলো। পাশ দিয়ে যে এত রিক্সা, এত গাড়ি, এত মানুষ চলাচল করছে তাতে তার ঘুমের কোন সমস্যাই হচ্ছে না।
অনেক কুকুরকে শুয়ে থাকতে দেখেছি কিন্তু এই কুকুরের মত এমন আয়েস করে চিত হয়ে ঘুমাতে দেখিনি। তাই কৌতুহল বশতঃ ছবি তুলতে ক্লিক করতেই ফ্লাশ লাইট জ্বলে উঠল। ফ্লাশ লাইটে মনে হয় কুকুরের কিছুটা ঘুমের ডিস্টার্ব হলো। ঘুমের মাঝেই মিটমিট করে চোখ খুলে আমার দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমালো।
আমার ছবি তোলা দেখে পাশের দোকানের একটি দশ বারো বছর বয়সের ছেলে এসে জিজ্ঞেস করল, কুত্তার ছবি তুলতাছেন ক্যান।
বললাম, এই কুকুরটি যে ভাবে ঘুমায় এইভাবে আর কোন কুকুরকে ঘুমাতে দেখিনি, এই জন্য ছবি তুলছি।
আমার কথা শুনে ছেলেটি কুকুরের পাছায় একটা লাথি দিয়ে বলল, এই কুত্তা সব সময় এইভাবেই ঘুমায়। ঘুমাইলে শালার হুশ থাকে না, লাত্থি দিলেও ঘুম ভাঙে না।
ছেলেটির লাথি খাওয়ার পর কুকুরটির ্আয়েসী ঘুমের ব্যাঘাত ঘটলেও চিত হয়েই শুয়ে রইল। আরেকটি লাথি দেয়ার পর মাথা ঘুরিয়ে ছেলেটির দিকে এক নজর তাকিয়ে আবার নড়েচড়ে আরো আরাম করে ঘুমালো। মনে হলো ছেলেটির লাথি তার কাছে কিছু না, ঘুমটা আগে ফ্রেশ হওয়া দরকার।
০০০ সমাপ্ত ০০০
২৭ শে মে, ২০১৫ রাত ১০:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। শুভেচ্ছা রইল।
২| ২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহা কুকুরের ঘুম দেখে ওদে প্রতি মায়া হচ্ছে এখন...
২৭ শে মে, ২০১৫ রাত ১০:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আব্দুর রব। শুভেচ্ছা রইল।
৩| ২৭ শে মে, ২০১৫ রাত ৯:৩৮
জেন রসি বলেছেন: মজার ছবি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৭ শে মে, ২০১৫ রাত ১০:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। শুভেচ্ছা রইল।
৪| ২৭ শে মে, ২০১৫ রাত ৯:৫৭
শতদ্রু একটি নদী... বলেছেন: আহ! স্টাইল আছে কইতে হয়। মজা পাইছি।
২৭ শে মে, ২০১৫ রাত ১০:৪৩
প্রামানিক বলেছেন: না কইলে তো মজা পাইবেন না তাই কইতে হয়। ধন্যবাদ শুভেচ্ছা রইল।
৫| ২৭ শে মে, ২০১৫ রাত ১০:৫৮
গোধুলী রঙ বলেছেন: সুন্দর তো!
আপনার প্রকৃতি পর্যবেক্ষন আসলেই চমৎকার, অধিকাংশ লেখা সেটাই বলে।
২৭ শে মে, ২০১৫ রাত ১১:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোধুলী রঙ। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ২৮ শে মে, ২০১৫ রাত ১২:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: আয়েশী কুকুর! আর আপনি কিনা তার ঘুমের ব্যাঘাত ঘটাতে গিয়েছিলেন!!
রাজা সাহেবের মেজাজ যে বিগড়ে যায়নি,সেটাই আপনার সৌভাগ্য!
২৮ শে মে, ২০১৫ সকাল ৯:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। দেখলাম কুকুরটা ঘুম কাতর। শত অসুবিধার মধ্যেও চোখ বন্ধ করে ডেমকেয়ার ভাব নিয়ে শুয়ে থাকে।
৭| ২৮ শে মে, ২০১৫ ভোর ৬:৪৬
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: এ তো দেখি কুকুরের ঘুম নগরী
২৮ শে মে, ২০১৫ সকাল ৯:৫১
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। বেশিরভাগ কুকুরকে দেখি বিকাল বেলা ঘুমায়। ছবিগুলো আশুলিয়া এবং ঢাকার শিল্পকলা একাডেমী থেকে তোলা।
৮| ২৮ শে মে, ২০১৫ সকাল ১১:৪৩
কাবিল বলেছেন: চমৎকার অভিজ্ঞতা।
কুকুরটার ঘুমানোর আশেপাশে যে সব শব্দ দূষণ প্রতিনিয়ত হয় তাতে কুকুরটা অভ্যস্ত হয়ে গেছে।
আপনি ছবি তোলার সময় আপনার ক্যামেরার ফ্লাশ লাইটটা তার কাছে একদম অপরিচিত, তাই হতো ঘুমের ডিস্টার্ব হয়েছে।
২৮ শে মে, ২০১৫ দুপুর ১:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। আপনার অনুমান হয়তো সত্য। ফ্লাশ লাইটটা তার চোখে পড়তেই মিটমিট করে তাকিয়ে ছিল। শুভেচ্ছা রইল।
৯| ২৮ শে মে, ২০১৫ দুপুর ১:৩৬
হাসান মাহবুব বলেছেন: কুকুর আমার প্রিয় প্রাণী। পোস্টে পেলাচ।
২৮ শে মে, ২০১৫ দুপুর ১:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৫:২২
জুন বলেছেন: আহা কি আরাম
+
২৮ শে মে, ২০১৫ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। শুভেচ্ছা রইল।
১১| ৩০ শে মে, ২০১৫ সকাল ৮:২৮
শামছুল ইসলাম বলেছেন: আপনার সেন্স অফ হিউমারটা আমার খুব পছন্দ।
কুকুর ভাইয়ের সাথে আমি ১০০% একমত:
//ঘুমটা আগে ফ্রেশ হওয়া দরকার।//
চোখ এবং মন থাকলে কত সামান্য জিনিসও কত অসামান্য হয়ে উঠে !!!
৩০ শে মে, ২০১৫ সকাল ১১:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। আপনার মূল্যবান মন্তব্য পড়ে ভাল লাগল। খুশি হলাম। শুভেচ্ছা রইল।
১২| ০১ লা জুন, ২০১৫ ভোর ৬:৫২
তৌফিক মাসুদ বলেছেন: দারুন একটা কালেকশন। দারুন রুচির পরিচয় দিয়েছেন। সাধারন একটা জিনিস নিয়ে এত সুন্দর পোষ্ট হতে পারে ভাবাই যায়না।
সমাজের কুকুরবিড়াল মানুষের চাইতে সুখি আছে। ওদের মধ্যে আমাদের মত হিংসে বিদ্বেষ নেই।
শুধু ভকামনা।
১৩| ০১ লা জুন, ২০১৫ রাত ৮:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হা হা, দারুন অভিজ্ঞতা!!