নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পাষাণ কুকুর

২৮ শে মে, ২০১৫ রাত ৯:২৩


শহীদুল ইসলাম প্রামানিক

কিরে গদা কাঁদছিস সদা
অনেক জোরে জোরে
সাজ সকালে কি হলো রে
কে গেল তোর মরে?

কাঁদতে কাঁদতে বলছে গদা,
‘মরছে কুকুর ছানা,
তিন দিন হলো অসুখ হয়েছে
খায়নি কোন খানা’।

‘সেই কারণে কাঁদছি না তো
কাঁদছি আরেক দুঃখে
একটু আগে খবর শুনেই
লাগল ব্যাথা বুকে’।

‘কি কারণে ব্যাথা পেলিরে
বলনা দেখি ভাই?
সেই ব্যাথাতে তোর সাথে আজ
শরিক হতে চাই’।

কাঁদতে কাঁদতে বলছে গদা
চোখে অশ্র“ নিয়ে
‘ওই কুকুরের মা নাকি আজ
করছে আরেক বিয়ে’।

‘বাচ্চা মরেছে সকাল বেলা
হয়নি তো রে দুপুর,
বিয়ে করতে দেরি করল না
কেমন পাষাণ কুকুর’?

বাচ্চার জন্য মায়া নাই তার
কেমনে গেল ভুলে?
সেই দুখেতে কাঁদছি আমি’,
বলল মুখটি তুলে।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:৩৩

শেষের কবিতার বলেছেন: অসাধারণ

২৮ শে মে, ২০১৫ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শেষের কবিতার। শুভেচ্ছা রইল।

২| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:৩৪

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আপনার পোষ্টের কার্টুন গুলো খুব মানিয়ে যায় আপনার ছড়ার সাথে। আমার বেশ ভালো লাগে প্রামানিক ভাই। কোত্থেকে আনেন এগুলো?

২৮ শে মে, ২০১৫ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জামাল হোসেন সেলিম। এগুলো গোগুল মামার কাছ থেকে নিয়ে কিছুটা ফটোশপের কারসাজি হয়। শুভেচ্ছা রইল।

৩| ২৯ শে মে, ২০১৫ রাত ১২:১৮

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: বরাবরের মত ছড়া চমৎকার।
দেখতে তো হবে রচনাটা কার!

প্রামানিক ভাই অনেক ধন্যবাদ।
সাথে ফ্রি, জানাই সাধুবাদ।

২৯ শে মে, ২০১৫ রাত ১:২৩

প্রামানিক বলেছেন: বরাবরের মত ছড়া চমৎকার।
দেখতে তো হবে রচনাটা কার!
দারুণ ছন্দ উপহার
শুভেচ্ছা রইল।

৪| ২৯ শে মে, ২০১৫ রাত ১:৫৫

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: যেমন ছবি গদার ,
ছড়া তেমন চমৎকার।
পাষাণ কুকুর তারে,
গদাম দেওয়া দরকার।

=p~ =p~ :P :P

২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নাম প্রকাশে ইচ্ছুক নহে। শুভ্চেছা রইল।

৫| ৩০ শে মে, ২০১৫ রাত ১:১০

এফ.কে আশিক বলেছেন: চমৎকার.....।

৩০ শে মে, ২০১৫ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এফ কে আশিক। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ৩০ শে মে, ২০১৫ সকাল ৮:২০

শামছুল ইসলাম বলেছেন: ছড়াটা নিঃসন্দেহে মজাদার।
কিন্তু আমি ভাবছি, ব্যাপারটা কি শুধু কুকুর সমাজেই ঘটছে, না মানব সমাজেও এর বিস্তৃতি ঘটছে!!!!!
++ ভাল লাগা।
ভাল থাকুন।

৩০ শে মে, ২০১৫ সকাল ১১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। আমরা মানুষের চরিত্রগুলো উপমা হিসাবে পশুদের সাথে তুলনা করে থাকি। এটাও তেমনিই একটি ছড়া। শুভেচ্ছা রইল।

৭| ৩০ শে মে, ২০১৫ বিকাল ৪:১৮

হাসান মাহবুব বলেছেন: +++

০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

৮| ৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


সমাজ বদলাচ্ছে, এর পেছনে অনেক ফ্যাক্টর কাজ করছে; কিচু অনিয়মও এর মাঝে ঘটে।

০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই। মন্তব্য ভাল লাগল।

৯| ০১ লা জুন, ২০১৫ ভোর ৬:৪৬

তৌফিক মাসুদ বলেছেন: আপনার ছড়ার তুলনা হয়না কবি। দারুন।

০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০২ রা জুন, ২০১৫ রাত ৯:৫০

জুন বলেছেন: মজার কবিতা :)
+

০২ রা জুন, ২০১৫ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। শুভেচ্ছা রইল।

১১| ২২ শে জুন, ২০১৫ রাত ১০:৫৯

বাকা পথ বাকা চোখ বলেছেন: ছন্দ এবং থিম চমৎকার

২৫ শে জুন, ২০১৫ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.