নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রোজায় ধান্দাবাজ

২৫ শে জুন, ২০১৫ রাত ৮:৪০


শহীদুল ইসলাম প্রামানিক

রোজা এলেই অনেক লোকে
নীতি কথা বলেন
তারাই আবার হর হামেশা
অসৎ পথে চলেন।

দিনের বেলা মাকরু বলে
রাতে কাটেন দাড়ি
অন্যের সম্পদ দখল করতে
করেন বাড়াবাড়ি।

রোজা নষ্ট হবে বলে
থুথু ফেলেন ঘন
ব্যবসা করেন দুই নম্বরী
কলুষ তাদের মনও।

ফরজ তরফ হবে বলে
সতর্ক থাকেন কত
ঘুষের টাকা দেখলে পরে
খায় ছাগলের মত।

ধান্দাবাজি চান্দাবাজি
রোজা রেখে করেন
তারাই আবার মসজিদ গিয়ে
নামাজে ভুল ধরেন।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: হুম, একদম ঠিক !!

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: হুম

২৬ শে জুন, ২০১৫ রাত ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। শুভেচ্ছা রইল।

৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৫

কলমের কালি শেষ বলেছেন: এরা মুখোশধারী । সুন্দর ছড়া ।

২৬ শে জুন, ২০১৫ রাত ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। শুভেচ্ছা রইল।

৪| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৫৬

ভয়ংকর বিশু বলেছেন: আমাদের আত্মীয়, বন্ধুদের মাঝেই এ জাতীয় দের দেখা পাওয়া যায়।

২৬ শে জুন, ২০১৫ রাত ১:৪০

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন বিশু ভাই। আশেপাশে তাকলে এরকম মানুষ মেলা পাওয়া যায়। ধন্যবাদ।

৫| ২৬ শে জুন, ২০১৫ রাত ১২:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: ধান্দাবাজি চান্দাবাজি
রোজা রেখে করেন
তারাই আবার মসজিদ গিয়ে
নামাজে ভুল ধরেন।
--------

ঠিক তাই! আল্লাহ্‌ এদের হেদায়েত করুন!!!

২৬ শে জুন, ২০১৫ রাত ১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৬ শে জুন, ২০১৫ রাত ১:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছন্দে ছন্দে নির্মম সত্য কথন। কিছু লোক এটা করে আমাদের আশেপাশেই। তবে দোয়া করি আল্লাহ্‌ তাদের সবাইকে হেদায়াত দান করুন, সাথে আমাদের সকলকেও।

২৬ শে জুন, ২০১৫ রাত ১:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বোকা মানুষ বলতে চায়। আপনি ঠিকই বলেছেন। মসজিদে গেলে নামজের কত ভুল ত্রুটি ধরেন অথচ নিজে যে ঘুষ খেয়ে হুশ হারা হয়ে এসেছেন সে দিকে তার খেয়াল নাই। ধন্যবাদ

৭| ২৬ শে জুন, ২০১৫ রাত ২:১৬

প্রবাসী পাঠক বলেছেন: আল্লাহ এদের হেদায়েত করুন।

২৬ শে জুন, ২০১৫ সকাল ১০:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী পাঠক। শুভেচ্ছা রইল।

৮| ২৬ শে জুন, ২০১৫ সকাল ৮:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: ধান্দাবাজি চান্দাবাজি
রোজা রেখে করেন
তারাই আবার মসজিদ গিয়ে
নামাজে ভুল ধরেন।


ইনাদের নিয়ে কিছু বলার নাই।

২৬ শে জুন, ২০১৫ সকাল ১০:২৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই ভ্রমরের ডানা। শুভেচছা রইল।

৯| ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৭

শাশ্বত স্বপন বলেছেন: ১০০% ঠিক কথা বলেছেন কিন্তু ধর্ম অনুভুতিতে আঘাতের অভিযোগে কোন বেকুম ধর্মান্ধ যেন না রাগে.

১০| ২৬ শে জুন, ২০১৫ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: কেউ যদি পাপাচার ধর্মান্ধ হয় সে রাগতে পারে তবে খাটি ধর্ম পালনকারী রাগবে না।

১১| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৩৪

তাপস কুমার দে বলেছেন: great

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাপস কুমার দে। শুভেচ্ছা রইল।

১২| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৪৬

জুন বলেছেন: একবারে বাস্তব চিত্র তুলে ধরেছেন ভাই।
+

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। শুভেচ্ছা রইল।

১৩| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪৯

জেআইসিত্রস বলেছেন: সত্য কথা ভাই।ত্ররাই আবার সমাজ সেবক সাজে। ধন্যবাদ।

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেআইজিএস। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৫২

কাবিল বলেছেন: এ জাতীয় মানুষ আল্লাহর জন্য নয়, লোক দেখানো এবাদত করে।

৩০ শে জুন, ২০১৫ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

১৫| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩০

তৌফিক মাসুদ বলেছেন: এখন সমাজের ইয়াবা ব্যবসায়ীরা মসজিদ কমিটির সভাপতি। এক ওয়াক্ত নামাজে আসেনা।
ধন্যবাদ কবি। ছড়ায় ছড়ায় সত্য কথাগুলো বলে গেলেন।

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.