নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রোজার মর্যাদায় হিন্দু

২৬ শে জুন, ২০১৫ রাত ৮:১১


শহীদুল ইসলাম প্রামানিক

রেলের কামরায় বসে আছেন
রোজাদার তিনজন
সেই গাড়িতে হিন্দু মুসলিম
অনেক জনগণ।

হিন্দু বাবু কোনার দিকে
আছে চুপচাপ বসা
বিড়ি সিগারেট খাচ্ছে নাতো
রোজাদারের দশা।

মাস্তান স্বভাব তরুণ যুবক
বিড়ি ধরালো যেই
রোজাদারে চমকে উঠে
করতেছে ছেই ছেই।

বিড়িওয়ালা ছাড়ছে ধোয়া
রোযাদারের নাকে
নিষেধ করায় বেয়াদবগুলো
চোখ পাকিয়ে থাকে।

রমযান হলো সংযম মাস
মুসলমানের তরে
রোজাদাররা নাস্তানাবুদ
বেরোজদারের ডরে।

মাস্তান বেটা মুসলিম হলেও
খারাপ স্বভাব পাই
হিন্দু বেটা সংযম করে
মুসলিম হয়েও নাই।

এই ঘটনা বাংলাদেশের
অন্য দেশের নয়
অন্য দেশে ভিন্ন ধর্মের
বিড়ি খেতে নাই ভয়।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ রাত ৮:১৮

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

২৬ শে জুন, ২০১৫ রাত ৮:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

২| ২৬ শে জুন, ২০১৫ রাত ৮:২৬

শাশ্বত স্বপন বলেছেন: ভাই, এতো দেখি হরিদাসের রমজান মাস। তাই বলে ভারতীয় হিন্দু আবার এত ভালো না।

২৬ শে জুন, ২০১৫ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাশ্বত স্বপন। আপনি ভাল কথা মনে করে দিয়েছেন। এটা শুধু বাংলাদেশের বেলায় প্রযোজ্য অন্য দেশের বেলায় নয়।

৩| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগল আজকের লেখা!! এই সব মাস্তান ছেলেরা সমাজের কলংক!

২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন কামরুন নাহার আপা। আমি প্রায়ই দেখি হিন্দু লোকজন রোজাদারের সামনে বিড়ি খায় না, অথচ বখাটে ছেলেপেলেরা দেদারসে রোজাদারের নাকের উপরে বিড়ি খেয়ে ধোয়া ছাড়ে।

৪| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৩৯

জেন রসি বলেছেন: চমৎকার।

এক ছড়ায় এই দেশের অনেক বাস্তব চিত্র ফুটে উঠেছে।

২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জেন রসি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৪৮

আজাদ মোল্লা বলেছেন: ওরা মুসলিম না ।
ওরা হারামি জুতার মালা দিতে হবে ওদের কে ।
প্রামাণিক ভাই লেখাটি ভালো লেগেছে ।
ভালো থাকবেন ।

২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। প্রায়ই রাস্তাঘাটে এরকম ঘটনা দেখা যায়। দেখে খুব খারাপ লাগে। মুসলমান হয়েও রোজার মর্যাদা দেই না অথচ বাংলাদেশের হিন্দুরা ভয়ে হোক আর সম্মান করেই হোক রোজাদারের মর্যাদা দিয়ে থাকে।

৬| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:২৬

উর্বি বলেছেন: ভালো লাগল

২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। শুভেচ্ছা রইল।

৭| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:

ভালো বলেছেন।

২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী। শুভেচ্ছা রইল।

৮| ২৭ শে জুন, ২০১৫ রাত ১১:৩৪

এফ.কে আশিক বলেছেন: ভালো লাগল ।

২৯ শে জুন, ২০১৫ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এফ কে আশিক। শুভেচ্ছা রইল।

৯| ২৮ শে জুন, ২০১৫ রাত ১:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: ভালো লাগল।

হিন্দুদের নিয়ে আমার অভিজ্ঞতায় দেখেছি, ওরা রোজাকে যথেষ্ট সন্মান দেয়। দিনের বেলা আমার আশেপাশের কোন হিন্দুকেই জনসম্মুখে খাওয়া দাওয়া করতে দেখি নি। কিন্তু অনেক মুসলিম নির্দ্বিধায় খাওয়া দাওয়া করে।

২৯ শে জুন, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী পাঠক। আপনার কথা ঠিক। রোজার দিনে হিন্দুরা যতটা সমীহ করে চলে মুসলমানে চলে না।

১০| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১০:৫৪

বাউল আলমগী সরকার বলেছেন: অসাধারণ লেখেছেন প্রামানিক দা

৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন। শুভেচ্ছা রইল।

১১| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:৩৪

সৌরভ ঘোষ শাওন বলেছেন: ভালো লিখেছেন দাদা।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সৌরভ ঘোষ শাওন। শুভেচ্ছা রইল।

১২| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫

তৌফিক মাসুদ বলেছেন: আসলেই বাস্তবতা। এমনটাই আমি পেয়েছি আমার স্কুল জীবনের খ্রীষ্টান সহপাঠীদের কাছ থেকে।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আসলেই বস্তব জীবনে আমাদের অনেক কিছুই ঘটনা ঘটে আমরা কেউ খেয়াল করি কেউ খেয়াল করি না। আপনার বাস্তবতা জেনে খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.