নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
রমযানে সংযম, কোরানের বানী ভাই
বাজারেতে গিয়ে দেখি সংযমের কিছু নাই।
বুট-ছোলা-আলুচপ, পিয়াজু আর বেগুনী
দাম শুনে হার্টফেল হবে বুঝি এখনি।
মিঠাই-মন্ডা-জিলাপি, রসগোল্লা, চমচম
সবকিছুর দাম চড়া কোনটাই নহে কম।
মাছ-মাংস, চাল-ডাল, আলু-বেগুন, করলা
দাম শুনেই ফিরে গেল গৃহবধূ সরলা।
আদা-রসুন, মরিচ-পিয়াজ, লবনের দাম শুনে
মিয়া ভাইয়ের দিন গেল বাজারের টাকা গুনে।
ঝিঙা-পটল, লাউ-কদু যত প্রকার সব্জি
মূল্যমানের ব্যবধানে মহাজনের কব্জি।
গরম দামে গরম মসলা, দ্বিগুন দাম চিনি, তেল
রমযানের মাস এলেই সিন্ডিকেটের একি খেল!
ভেড়ার মাংস খাসি বলে বিক্রি করেন চাঁন মিয়া
বড় বড় হাদিস বলেন ওজনেতে কম দিয়া।
সংযমের মাস এলে বাস, রিক্সার ড্রাইভার
বেশি ভাড়া আদায় করতে সাধ্যমত ট্রাই তার।
রমযানে সংযমে কর্মকর্তার নেই হুস
টেবিলের নিচ দিয়ে রোজা রেখে খায় ঘুষ।
সংযমের শত কথা লেখা শুধু দেয়ালে
সংযমের কথা বলে একে অন্যের খেয়ালে।
সংযমের আলোচনা হাটে-ঘাটে পত্রিকায়
সংযমের খইফুটে নেতাদের বক্তৃতায়।
মুখে মুখে সংযম, বাস্তবে কিছু নাই
বাজারেতে সংযমী নাস্তানাবুদ হয় তাই।
জীবনের রোজগার করে কেহ রমযানে
লোভে পরে লোভীরা সংযম নাহি মানে।
রমযানের মাস এলে চলে নানা সন্ত্রাস
অসংযমের যাতাকলে সংযমওয়ালার নাভিশ্বাস।
০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:৪২
কাবিল বলেছেন: নফসের যাবতীয় কু-প্রব্রিত্তি, লালসা প্রত্যাখ্যান করে নফসকে নিয়ন্ত্রণে এনে তাকওয়া অর্জন করাই সিয়াম সাধনার মূল অন্তর্ভুক্ত ।
০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬
প্রামানিক বলেছেন: নফসের যাবতীয় কু-প্রব্রিত্তি, লালসা প্রত্যাখ্যান করে নফসকে নিয়ন্ত্রণে এনে তাকওয়া অর্জন করাই সিয়াম সাধনার মূল অন্তর্ভুক্ত ।
চমৎকার কথা বলেছেন। আমরা তাকওয়ার ধারে কাছেই যাই না। তাই আমাদের দ্বারা রমযানের সংযম হয় না।
৩| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: মুখে মুখে সংযম, বাস্তবে কিছু নাই
বাজারেতে সংযমী নাস্তানাবুদ হয় তাই।
যথার্থই বলেছেন প্রামানিক ভাই
০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। শুভেচ্ছা রইল।
৪| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:১৩
গোধুলী রঙ বলেছেন: অতি সত্য কথন
০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোধুলী রঙ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬
সুমন কর বলেছেন: একদম ঠিক বলেছেন।
০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''অসংযমের যাতাকলে সংযমওয়ালার নাভিশ্বাস''
করছিনা অবিশ্বাস ,
কথাটা বড়ই খাস !
সাব্বাস ! সাব্বাস !!
০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। আসলেই যারা সংযম করে তাদের সমস্যা বেশি। দুর্নীতিবাজ ধান্দাবাজ বাটপরের কবলে প্রতি মুহুর্তে তাদের নাস্তানাবুদ হতে হয়।
৭| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মুখে মুখে সংযম, বাস্তবে কিছু নাই সত্যকথা।
শুধু উদরের আর কামপ্রবৃত্তির সংযম মানেই রোজা না, রোজা হল সার্বিক শারীরিক এবং আত্মিক সংযম। এটা এখন অনেকেই জানে না, জানলেও মানতে রাজী নয়।
কবিতায় +++ রমজান নিয়ে উপর্যুপরি আরেকটি কবিতা। ভালো লাগলো।
০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বোকা মানুষ বলতে চায়। রোযার সংযমের উপর কবিতা নিয়ে আপনার মূল্যবান মন্তব্য ভাল লাগল। শুভেচ্ছা রইল।
৮| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫৩
হাসান মাহবুব বলেছেন: +++
০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।
৯| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
যেসব ভাবনার শুরু আছে, সময়ের সাথে তার শেষ আছে
০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৪
প্রামানিক বলেছেন: যেসব ভাবনার শুরু আছে, সময়ের সাথে তার শেষ আছে
হয়তো শেষ একদিন হবে ততদিনে মানব জীবনে অশান্তি চরম আকার ধারন করবে। ধন্যবাদ ভাই চাঁদ গাজী।
১০| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:৪৯
কলমের কালি শেষ বলেছেন: ছড়ায় ছড়ায় কিছু কঠিন বাস্তবতা তুলে ধরেছেন ।
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক শুভ্চেছা রইল।
১১| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৪:৫০
সচেতনহ্যাপী বলেছেন: পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্যমালা মাত্র শুনলো এই ভঙ্গিমায়
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২১
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অনেক সহজ ভাষায় আমাদের পরিস্থিতিটা বুঝিয়ে দিলেন।
এ রকম কথিত "রমযানে সংযম" চলতে থাকলে ভবিষ্যতে আমাদের অবস্থা কি শোচনীয় হবে তা কল্পনাতীত।।।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দীপংকর চক্রবর্ত্তী। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
কাক ??? বলেছেন: kotha kintu sotto !!
০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাকা। শুভেচ্ছা রইল।
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ৯:০৪
জুন বলেছেন: মাছ-মাংস, চাল-ডাল, আলু-বেগুন, করলা
দাম শুনেই ফিরে গেল গৃহবধূ সরলা।
শুধু সরলাই নয় অন্যান্য সবারই একই অবস্থা প্রামানিক ভাই ।
মর্মান্তিক ভালোলাগা ৭
+
০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। বাস্তবতা আমাদের অনেক কিছুতেই ভোগায়। রমযানে জিনিষ পত্রের দাম কম হওয়ার কথা সেখানে আরো বৃদ্ধি পায়।
১৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:০৬
আহমেদ জী এস বলেছেন: প্রামািনক ,
আসিয়াছে আসিয়াছে সংযমের রোজা
বাজারেতে গিয়ে হই আমি দশভূজা ।
এটা কিনি ওটা কিনি,
দাম যতো হোক ঝাল
পকেটেতে আছে মাল
রহমতের মাসে -
দাম চড়া তাতে আর
কি যায় আসে ?
০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩
প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ কবিতা। শুভেচ্ছা রইল।
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:৩৯
রাসেল আহমেদ মাসুম বলেছেন: রমজানেতে লুটছে যারা মালের দ্বিগুন দাম
জান্নাত নয় ঠিকানা তাদের হবে জাহান্নাম।
০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:০৪
প্রামানিক বলেছেন: জাহান্নামের ভয় তো ব্যাবসায়ীদের মধ্যে দেখা যায় না সবাই শুধু ধান্দাবাজ।
১৭| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৮
তৌফিক মাসুদ বলেছেন: আবারো বাস্তবতায় ঘেরা দারুন ছন্দে ছড়া। এই ব্লগেও আপনাকে আগের রূপে পেতে চাই।
০৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আসুন আমরা সবাই আবার একত্রিত হই, আগের মতই ব্লগে লেখালেখির পরিবেশ তৈরী করি। আপনার উৎসাহ আমার কাছে খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:৪০
কাবিল বলেছেন: সুন্দর। পুরোটাই সত্য।