নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ভোলা মিয়া ঈদ মার্কেটে
কিনে বউয়ের শাড়ি
খুশির চোটে ট্রেন গাড়িতে
যাচ্ছে নিজের বাড়ি।
ব্যাগের ভিতর শাড়ি রেখেছে
আরো অনেক কিছু
গফর গাঁও যাওয়ার পরে
চোর নিয়েছে পিছু।
বাফারেতে ব্যাগটা রেখে
সিটে আছে বসে
বউকে এবার করবে খুশি
ভাবছে মনের জোশে।
স্টেশনটা পার হওয়ার পর
তাকিয়ে দেখে যেই
বাফারেতে সবই আছে
ব্যাগটা শুধু নেই।
তিড়িং করে লাফিয়ে উঠে
বাফার দেখছে ঘেটে
চোরটা তখন অনেক দূরে
যাচ্ছে পায়ে হেঁটে।
এই চোর তো একটু আগে
ছিল পাশে বসা
ব্যাগটা নিয়ে হাসছে চোরে--
ভোলার করুণ দশা।
শাড়ি হারিয়ে মেজাজ গরম
উঠছে রুষি রুষি
ভোলার বউ বেজার হলেও
চোরের বউ খুশি।
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমদ নুর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪২
জেন রসি বলেছেন: আপনার ছড়াগুলো অনেক উপভোগ্য হয়।
++
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। আপনাদের কাছে ভাল লাগলে আমার কাছেও ভাল লাগে। শুভেচ্ছা রইল।
৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৬
জেআইসিত্রস বলেছেন: ভোলার বউ বেজার হলেও চোরের বউ খুশি। চমৎকার কাব্যে।
০৯ ই জুলাই, ২০১৫ রাত ২:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেআইসিএস। অনেক অনেক শুভ্চেছা রইল।
৪| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: দুর্দান্ত ছড়া! বেচারা ভোলার কপালে শণি আছে!
০৯ ই জুলাই, ২০১৫ রাত ২:০৬
প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। ভোলার কপালে শণি ছিল বলেই তো এই দশা। শুভ্চেছা রইল।
৫| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চোরের বউরা সবসময় খুশী থাকে
০৯ ই জুলাই, ২০১৫ রাত ২:০৭
প্রামানিক বলেছেন: চোরের বউ খুশি হওয়ার কারণও আছে, পরিশ্রম না করেই অনেক কিছু পায়। ধন্যবাদ
৬| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৪
প্লাবন২০০৩ বলেছেন: চমৎকার হয়েছে ভাই । ঈদ যাত্রায় সাবধান ।
০৯ ই জুলাই, ২০১৫ রাত ২:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বাদ ভাই প্লাবন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩৫
দর্পণ বলেছেন: চোরের বউ এর শাড়ি ছিড়ুক
চোরটা না হোক খুশি
পরেরবারে ঠিক যেন খায়
বেটা মাইর ও ঘুষি
০৯ ই জুলাই, ২০১৫ ভোর ৪:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দর্পন। চোর মার ঘুষি খাক এটা আমারো কামনা। শুভেচ্ছা রইল।
৮| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৩
রাসেল আহমেদ মাসুম বলেছেন: খুব খেয়াল, ডানে বামে খালি শেয়াল। ধন্যবাদ শহিদুল ভাই।
০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাসেল। শেয়ালের অভাব নাই।
৯| ০৯ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২১
চাঁদগাজী বলেছেন:
ছড়া ওকে, কাহিনীটা ভালো না
০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৬
প্রামানিক বলেছেন: চোরের কাহিনী কখনই ভালো হয় না। ধন্যবাদ ভাই চাঁদগাজী।
১০| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৮
সুমন কর বলেছেন: চমৎকার ছন্দময়।
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।
১১| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৭
হাসান মাহবুব বলেছেন: ভালো।
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।
১২| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮
কাবিল বলেছেন:
ভোলার বউ বেজার হলেও
চোরের বউ খুশি।
দারুন সমাপ্তি +++++++
ছড়াই ছড়াই সচেতন মুলক পোস্ট।
অনেক ভাল লাগা রইল।
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার ঈদ শপিং!!!!
০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:১১
প্রামানিক বলেছেন: হ আপা চমৎকার ঈদ শপিং। ভোলা মিয়ার ঈদ শপিং চোরের ঘরে।
১৪| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৩
সৌরভ ঘোষ শাওন বলেছেন: চোরের ও পরিশ্রম আছে ভাই। তার চেয়েও বেশি রিস্ক। ধরা খাইলে রক্ষা নাই।
০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৮
প্রামানিক বলেছেন: আপনার কথার যুক্তি আছে, পরিশ্রম ছাড়া কিছুই করা যায় না। তাই চুরি করতেও পরিশ্রম করতে হয় তার সাথে কিল খাওয়ার রিস্ক। ধন্যবাদ
১৫| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৩
এম সহিদুজ্জামান বলেছেন: বেচারা ভোলা !!!!!!!
ভালো ছড়া ,শুভকামনা রইলো ।
০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এম সহিদুজ্জামান। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৬
আমিনুর রহমান বলেছেন:
খুশি ডাইভার্ট হয়ে গেছে।
পাঠে ভালো লাগা !!
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমিনুর রহমান। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: বেশ মজা পেলাম । সুন্দর +
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। আন্তরিক শুভেচ্ছা রইল।
১৮| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৩
দর্পণ বলেছেন: চোর কি কিল ঘুসি খাইছে?
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৯
প্রামানিক বলেছেন: না ভাই, ধরার আগেই তো ট্রেন থেকে নেমে গেছে। এই জন্য তো ভোলার বউ বেজার।
১৯| ১০ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চোরের বউয়ের সাথে সাথে আমিও খুশি
শেষ লাইনে মুন্সিয়ানা,দারুন
ধন্যবাদ
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই । অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৩২
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: চোরটারে পাইলে কি যে করতাম!!!!
বেশ ছন্দময় ছড়া!!
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৩
প্রামানিক বলেছেন: চোরটারে পাইলে ভোলাও তার মনের ইচ্ছা মিটিয়ে কিল ঘুষি দিত। ধন্যবাদ আপনাকে
২১| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৪৯
ডেড ম্যান ওয়াকিং বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডেড ম্যান ওয়াকিং। অনেক অনেক শুভ্চেছা রইল।
২২| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৪৫
টয়ম্যান বলেছেন: ভোলার বঊ এর লাইগগা আমার পরানে দুক্ষ আর দুক্ষ
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই টয়ম্যান। ভোলার বউয়ের জন্য মনোবেদনা জানানোর জন্য শুভেচ্ছা রইল।
২৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:১৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন বেজওয়ানা আলী তনিমা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৭
আহমদ নূর বলেছেন: চমৎকার