নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিতে দুর্ভোগ

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬


((ব্লগার কাবিলের অনুরোধে লেখা))
শহীদুল ইসলাম প্রামানিক

একটু খানি বৃষ্টি হলেই
ঢাকা শহর তল
ঘর-বাড়ি নয় রাস্তাগুলোয়
হাঁটুর উপর জল।

কোথায় গর্ত কোথায় ভাঙা
যায় না কিছু বোঝা
খানা-খন্দ না বুঝে সব
চলতে হয়রে সোজা।

কেউবা পড়ে গর্তের ভিতর
কেউবা পড়ে ড্রেনে
পাশের লোকে আফসোস করে
তোলে তাদের টেনে।

কেউবা আবার আরাম করে
যায় যে রিকশায় চড়ে
বোঝার আগেই হঠাৎ করে
রিকশা উল্টে পড়ে।



উল্টে পড়েই নোংরা পানি
ঘপাত করে খায়
কাদা মাখিয়ে বীর পালোয়ান
মিটমিটিয়ে চায়।

ভাবটা যেন এমন তাদের
এমন হলো কেন
এই জীবনে কাদার ভিতর
আর পড়েনি যেন!

অনেক দামী মোটর গাড়ি
আটকে পানির ভিতর
ঠেলছে জোরে নোংরা হয়ে
ভদ্র কিংবা ইতর।

ঠেলছে কেহ প্যান্ট ভিজিয়ে
কেউবা খুলে জামা
বৃষ্টির ভিতর ঠান্ডা লেগে
করছে মামা মামা।

ঢাকা শহরের বৃষ্টি দুর্ভোগ
কতই বলবো ভাই
সবাই ভুগছে আমিও ভুগছি
ভোগাভুগির শেষ নাই।

সেগুন বাগিচা
বিকাল ৩-১০ মিঃ
১০-০৭-২০১৫ইং

(ছবি নেট)

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৮

কাবিল বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই প্রামানিক অনুরোধ রাখার জন্য।



আপনার ছড়া গুলো খুবই উপভোগ্য হয়।
ভাল লাগা থেকে এক প্রকার অধিকার নিয়েই অনুরোধ করেছিলাম, আর আমিও জানি আপনি পারবেন।
আবারও জানায় অসংখ্য ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। আপনার ভালা লাগা আমার ছড়া লেখার প্রেরণা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১+।

** ব্লগার কাবিলকেও ধন্যবাদ, কারণ উনার অনুরোধে আমরা একটি চমৎকার ছড়া পেলাম।

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

প্রামানিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

৩| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতার জন্য ব্লগার কাবিলকে ধন্যবাদ , কবিকে তো বটেই !

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। আন্তরিক শুভেচ্ছা রইল।

৪| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৪

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার ছড়া। আমার পড়া আপনার সেরা! অনুরোধের লেখা নাকি ভালো হয়না, শুনেছি। ভুল শুনেছিলাম

১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনুরোধের লেখা ভাল হয় না এটা সবসময়ের জন্য ঠিক নয়। অনেক সময় অনুরোধে ভাল কিছু বের হয়ে আসে।
আমার লেখার ভাবটা আসে কাবিলার দেয়া উপরের ছবিটি দেখে। কাবিলা বৃষ্টিতে দুর্ভোগের ছড়া লেখার অনুরোধের পাশাপাশি উপরের ছবিসহ কয়েকটি ছবি মন্তব্যে দিয়েছিল। ছবিগুলো দেখার পরে দুর্ভোগের ছড়া মাথায় আসে। সাথে সাথে লিখে পোষ্ট করে দিয়েছি। এজন্য কাবিলাকে ধন্যবাদ।

আপনার মূল্যবান মন্তব্যর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৫| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৫

এফ.কে আশিক বলেছেন: চমৎকার ছড়ার জন্য ধন্যবাদ প্রামানিক ভাইয়া, ধন্যবাদ কাবিল ভাইকেও.........

১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এফকে আশিক। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫

হাসান মাহবুব বলেছেন: ++

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

৭| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৮| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছন্দে ছন্দে পতনের কবিতা। আসলেই আর কত বলবেন? শেষে এই কবিতাটিও পানিতে পড়ে যাবে হয়ত ;) :P

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৯| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২২

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ ছড়া। দারুণ লেগেছে ভাই।

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। শুভেচছা রইল।

১০| ১৫ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪২

মনিরুল হাসান বলেছেন: বানান ভুল:
দুর্ভোগ = দূর্ভোগ
মটর গাড়ি = মোটর গাড়ি

আপনার লেখাকে সবাই ছড়া বলে কেন? কবিতা বলতে চায় না কেন? (যখন বড় একটা কবিতা ছন্দ দিয়ে লিখি, আর সেটা পড়ার পরে কেউ ছড়া বলে তখন মেজাজ খারাপ লাগে)

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মনিরুল ইসলাম। যে যা বলে খুশি হয় তাতেই আমি খুশি।

দুর্ভোগ বানান ঠিক আছে

১১| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১২:১১

তৌফিক মাসুদ বলেছেন: হু, অনেক দিন পরে এমন বর্ষা দেখলাম।

ছড়াতেও দারুন মজা পেলাম। সুস্থতার কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.