নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গরীবের ইফতার

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

চলছে দেশে ইফতার পার্টি
হরেক রকম খানা
ইচ্ছে মত খাচ্ছে অনেক
কেউ করে না মানা।

কিন্তু পাশেই গরীবগুলো
ঘুরছে ফিরছে কত
দেখলে পরেই তাড়িয়ে দিচ্ছে
কুকুর বিড়ালের মত।

রোজার দিনে রাজার খানা
কারো ভাগ্যে জুটছে
কেউবা আবার পিটন খেয়ে
উর্দ্ধশ্বাসে ছুটছে।

একই খাদ্য কারো খাবার
কারো আবার মানা
কোন কারণে পার্থক্যটা
আজো হলো না জানা?

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:০৪

সচেতনহ্যাপী বলেছেন: রোজা, কারো কাছে সংযমের-ত্যাগের,কারো কাছে আবার ভোগের ও লোক-দেখানোয় আবার কারো কাছে কিছুই না।। বিভেদটা তৈরী করি কিন্তু আমরাই।।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


মানব সভ্যতা এমন যায়গায় এসেছে, যেখানে ধর্মীয় ট্রেডিশন ও সমাজিক অবস্হা আর পরস্পরের সম্পুরক নয়।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৭

মিন্টুর নগর সংবাদ বলেছেন: ভাল হয়েছে এরকমই হবে । কেউ খেতে পারবে কেউ আবার খেতে পারবে না ।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:১৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই মিন্টুর নগর সংবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫২

এফ.কে আশিক বলেছেন: রোজার দিনে রাজার খানা
কারো ভাগ্যে জুটছে
কেউবা আবার পিটন খেয়ে
উর্দ্ধশ্বাসে ছুটছে।

একই খাদ্য কারো খাবার
কারো আবার মানা
কোন কারণে পার্থক্যটা
আজো হলো না জানা...............?

১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিক, শুভেচ্ছা রইল।

৫| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

সুমন কর বলেছেন: ছড়াটি ২বার এসেছে। ঠিক করে দিয়েন। চমৎকার হয়েছে।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর।

৬| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৯

দর্পণ বলেছেন: ইফতারফি, সেহরীফি, ব্লগাফতারফি কত কি।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দর্পণ শুভেচ্ছা রইল।

৭| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন: ভালো লেগেছে ভাই

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৩

প্লাবন২০০৩ বলেছেন: চলছে দেশে ইফতার পার্টি
হরেক রকম খানা
ইচ্ছে মত খাচ্ছে অনেক
কেউ করে না মানা।

ভাই ভালো লাগল । এখন কিন্তু সেহ্‌রী পার্টিও হচ্ছে ।

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্লাবন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৫ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৪৬

তাপস কুমার দে বলেছেন: পার্টির র্শেষ নাই ।ভালো লেগেছে ভাই।

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩১

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। এখন নানান ধরনের পার্টি হয়। পার্টির শেষ নেই।

১০| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই বৈষম্য যুগে যুগে প্রতিটি সমাজে, প্রতিটি রাষ্ট্রে, প্রতিটি যুগে ঘটে এসেছে। এটা মানবসম্প্রদায়ের ডিফল্ট এরর।

১৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বোকা মানুষ বলতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.