নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
আমায় তুমি দাও গো প্রভু
দেহের মাঝে শক্তি
মনের মাঝে প্রেম পিরিতি
মানব সেবার ভক্তি।
বোঝার মত মগজ দাও গো
সাহস ভরা বুক
অশান্তিতে থাকতে চাই না
চাই না কভু দুখ।
অত্যাচার আর অনাচারে
দাঁড়াই যেন রুখে
দুখী লোকের দুখ ঘুচিয়ে
হাসতে পারি সুখে।
প্রার্থনা মোর সকল সময়
শুধুই তোমার তরে
অন্যায় যেন না করি আর
মানুষ জনের ডরে।
স্রষ্টা তুমি শ্রেষ্ঠ সদা
তোমার কাছে নত
সকল সময় থাকবো ভাল
এই যেন হয় ব্রত।
১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী। আপনার মূল্যবান মন্তব্য আমার ছড়া লেখার প্রেরণা। শুভেচ্ছা রইল।
২| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৫
সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু এই আকুল প্রার্থনার মূল্য বোঝার সময় আছে কি কারো??
১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৫
প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। এখন মানুষ যার যার ধান্দায় ব্যাস্ত। এসব খেয়াল করার সময় নাই।
৩| ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ৮:১২
চাঁদগাজী বলেছেন:
সবই পাবেন
১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। শুভেচ্ছা রইল।
৪| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৭
সুমন কর বলেছেন: এ ব্রত ছড়িয়ে পড়ুক সবার মনে মনে। দারুণ।
১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।
৫| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। শুভেচ্ছা রইল।
৬| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছন্দময় সুন্দর কবিতা।
কিছু বানান ঠিক করে দিলে সুন্দর দেখায়ঃ দুখ < দুঃখ, স্রোষ্টা < স্রষ্টা, স্রেষ্ঠ < শ্রেষ্ঠ
ভালো থাকুন, শুভকামনা।
১৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৮
প্রামানিক বলেছেন: দুখ টা ইচছা করেই দিয়েছি তা না হলে ছন্দের গতি ধাক্কা খায়। স্রষ্টা শ্রেষ্ট রোজায় ধরছিল। ধন্যবাদ, কে বলে আপনি বোকা মানুষ?
৭| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৩
তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগা রইল।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৩
সচেতনহ্যাপী বলেছেন: আপনি কত সুন্দরভাবে মনের ভাবকে ছড়া বলি আর কথাই বলিতে যেভাবে ফুটিয়ে তুলেন তাতেই আমি মুগ্ধ।। ভাল থাকুন সর্বদা।।