নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
বাজার থেকে মাংস কিনে
এলাম যখন বাড়ি
একটু পরেই গিন্নি আমায়
দিল ভীষণ ঝাড়ি।
বলল রেগে, “মাংস কেনা
গেলে নাকি ভুলে?
বেশির ভাগই হাড্ডি চর্বি
দেখলাম পোটলা খুলে”।
“ওজনও তো কম কম লাগে
দেখবো নাকি মেপে”?
গিন্নির কথার খোঁচা খেয়ে
উঠলাম আমি ক্ষেপে।
যাচাই করতে পাল্লায় তুলে
বিড়াল হলাম ভাই
দুই কেজিতে দুইশ’ গ্রাম
মেপে দেখি নাই।
পরদিন গিয়ে কসাইয়ের কাছে
যেই বলেছি কম
কসাই বেটা খেউত করে
ছাড়ল যেন বোম।
রক্ত চক্ষু দাঁত খিঁচিয়ে
আসলে যেন তেড়ে
খিস্তি খেউড় উল্টা ধমক
হাঁকল গলা ছেড়ে।
কম দেয়াটা দোষ নয় তার
বলাটাই মোর দোষ
সেই কারণে ধমক দিয়ে
করছে যে ফোঁস ফোঁস।
অপরাধ করল কসাই বেটা
অপরাধী হলাম আমি
চুরি করেও এই সমাজে
চোর চোট্টারাই দামী।
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৭
প্রামানিক বলেছেন: তাই তো খাচ্ছি নুরু ভাই। উচিৎ পয়সা দিয়ে বাজার করেও শান্তি নাই।
২| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫২
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: চমৎকার।
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নাজমুল হাসান। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৮
েরজাউল বারী বলেছেন: ভাই বাজারে মাংস কিনতে যাবার চেয়ে হিমালয় জয় করা সহজ। কসাই দের মত ধূর্ত আর কেউ নেই। আমি এজন্য বাজারে মাংস কিনতে গেলে খুব একটা দরদাম করিনা। আমার শর্ত হল নো হাড্ডি এন্ড চর্বি কেজি প্রতি দাম কত নিবেন। এভাবে কেউ রাজী হয় কেউ হয়না। যে রাজী হয় তার কাছ থেকে কিনি। তবে কসাই কে রাজী করানোর কাজটা খুবই কঠিন।
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৩
প্রামানিক বলেছেন: আমার শর্ত হল নো হাড্ডি এন্ড চর্বি কেজি প্রতি দাম কত নিবেন। এভাবে কেউ রাজী হয় কেউ হয়না।
বাস্তব কথা বলেছেন রজাউল বারী ভাই। আমিও চেষ্টা করে দেখেছি বেশিরভাগ কসাই হাড্ডিছাড়া মাংস দিতে রাজী হয় না। ওজন ঠিক করে দেয়ার কথা বললেই বড় বড় হাড্ডি চর্বি দিয়ে ওজন ঠিক করে দেয়। অনেক সময় মাংস মেপে দেয়ার পরও এক টুকরা ফাও দেয় বাসায় গিয়ে মেপে দেখবেন তারপরেও ওজনে কম দিয়েছে।
৪| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৩
ফেরদাউস আল আমিন বলেছেন: সয়ে গেলেন তো হেরে গেলেন।
এটা কোন খেলা নয় যে এই অসৎ লোকদের কাছে হারতে হবে।
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফেরদাউস আল আমিন। ভাই সহ্য হয় না তারপরেও সহ্য করতে হয়। তার কারণ বিচার পাওয়া যায় না। টাকার জোরে ওরা প্রশাসন কিনে ফেলে।
৫| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!
ছড়ায় ছড়ায় সুন্দর বাস্তবতা তুলে ধরলেন!
মাৎসানায় সময়ে এটাই সত্য --
চুরি করেও এই সমাজে
চোর চোট্টারাই দামী। !!!!!
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫
কাবিল বলেছেন: চমৎকার।
আপনার পোষ্টগুলো সবসময় ছড়ায় ছড়ায় সমাজের আসল চিত্র ফুটে উঠে।
দারুন লাগল।
ভাল থাকবেন সবসময়।
ঈদ মোবারক
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। কি আর করবো যেখানে যাই সেখানেই একই অবস্থা। ভাল হয়ে চলার চেষ্টা করি কিন্তু ধান্দাবাজরা পদে পদে হেনস্থ করে। তাই সেইসব কাহিনীর দু'একটি ছন্দ ছড়ায় প্রকাশ করি। অনেক ঘটনা আছে প্রকাশও করা যায় না তাহলে জান থাকবে না। জান না থাকলে তো আমার ছড়া লেখা হবে না তাই ওই সব দারুণ ঘটনাগুলো লেখার ইচ্ছা থাকলেও লিখি না।
৭| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৯
নতুন অভিনেতা বলেছেন: অসাধারণ লাগল ! ছড়ায় ছড়ায় সমাজ চিত্র !
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নতুন অভিনেতা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৮| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৯
মুরাদ খান বলেছেন: সত্য বচন
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুরাদ খান। শুভেচ্ছা রইল।
৯| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৫
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, মানসিক শান্তির জন্য গরু কিইন্যা সবাই মিলা ভাগাভাগি কইরা নিয়েন। মাপজোক, মনকস্ট কিছুই থাকবেনা।
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ শতদ্রু একটি নদী। আপনার যুক্তি ঠিক আছে তবে সবাই যদি ওজন ঠিক রাখার জন্য একটা করে গরু জবাই করি তাহলে দেশে আর গরুই থাকবে না।
১০| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪০
শতদ্রু একটি নদী... বলেছেন: জনে জনে করবেন ক্যান? যাদের যাদের সমস্যা, সবাই মিলা একটা কিইনা নিয়েন। আমিও সাথে আছি
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৫
প্রামানিক বলেছেন: যাক এতক্ষণে একজন পাইলাম। আর চিন্তা নাই। এরকম আর কয়জন হইলেই গরু কিনুন যাইবো। তহন কসাইরা বুঝবো খারাপ ব্যবহার করলে কেমন মজা!
১১| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২১
সুমন কর বলেছেন: হাহাহাহা .....মজা এবং সত্য ছড়া।
১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।
১২| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারেতো গতকাল পুরাই মহিষ ধরাই দিছে
শেষের দুই লাইনে ফাটিয়ে দিয়েছেন ভাই ।
১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
প্রামানিক বলেছেন: আমিও তো গরু কিনে মহিষ খেয়ে কাবু হয়ে গেলাম। আপনিও দেখি সেই ভুক্তভুগী। ধন্যবাদ ভাই গিয়াস লিটন।
১৩| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৪
শাহাদাত হোসেন বলেছেন: এখন বুঝলেন তো এদের কে কেনো কসাই বলা হয়
১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৮
প্রামানিক বলেছেন: খাঁটি কথাই কইছেন ভাই। এই জন্যই তো এদের কসাই কয়। ধন্যবাদ
১৪| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:১০
মেধাহীন মেধাবী বলেছেন: আসলেই চোররাই গণ্য সামাজিক জীব
১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মেদাহীন মেধাবী। আপনি ঠিক কথাই বলেছেন চোররাই গণ্য সামাজিক জীব।
১৫| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনার স্বাস্হের দিকে নজর রেখে কম দিয়েছে।
১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৯
প্রামানিক বলেছেন: আপনার কথাও ঠিক, আমার ভাঙাচুড়া গরীব মার্কা চেহারার জন্যও কম দিতে পারে।
১৬| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৬
সোহাইল বিন জয়নুল বলেছেন: একদম সত্য কথা চমৎকারভাবে বলেছেন,,,,,,,,,,
১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জয়নুল। মন্তব্যের জন্য শুভেচ্ছা রইল।
১৭| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি করবেন ভাই
হাজার হলেও ব্যাটা কসাই
(কসাই ভাইয়েরা আবার মাইন্ড খাইয়েন না)
১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২০
প্রামানিক বলেছেন: কসাই ভাইদের মাইন্ড থাকলে তো মাইন্ড খাইবো। ধন্যবাদ আপনাকে।
১৮| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: "চুরি করেও এই সমাজে চোর-চোট্টারাই দামী" । যথার্থই বলেছেন ।
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৬
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই।
১৯| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: হাড় কেউ নিতে চায় না তো, নিলেও কম; তাই মাংস বিক্রেতারা সুযোগ বোঝে বেশি হাড় গছিয়ে দিতে চায় । ক্রেতাদের সচেতন হওয়া প্রয়োজন ।
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৭
প্রামানিক বলেছেন: সচেতন হয়েও লাভ হয় না ওদের সাথে পারা যায় না।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: এমনটাই হচ্ছে আমাদের নষ্ট সমাজে!
কি আর করবেন, সব সয়ে যান,
না হলে ঝাড়ি বাড়ি উভয়টাই
খেতে হবে।