নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ঈদ আনন্দ সবার মাঝে
ফিরছে সবাই বাড়ি
ভিরের মাঝে চড়ছে ঠেলে
লঞ্চ, বাস, ট্রেন গাড়ি।
উঠছে কেহ গাড়ির ভিতর
কেউবা উঠছে ছাদে
উঠতে যারা পায়না তারা
দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে।
কেউবা আবার ঝুলছে গেটে
দরজার রডটি ধরে
একটুখানি ঝাঁকি খেলেই
যাবে রে ভাই পরে!
ভয়-ভীতি নয় যেতেই হবে
যাচ্ছে গাঁয়ের বাড়ি
কতক্ষণে পৌঁছবে তারা
করছে তাড়াতাড়ি।
যাচ্ছে বাড়ি পাচ্ছে স্বজন
কষ্ট যাচ্ছে ভুলে
খুশির চোটে নতুন জামা
দিচ্ছে হাতে তুলে।
বাচ্চাগুলো নতুন জামায়
হাসছে মধুর হাসি
মুখটা থেকে ঝরছে যেন
মুক্তা রাশি রাশি।
এমন হাসি দেখার পরে
ক্লান্তি হয়রে দূর
কষ্টানন্দেই ঈদ আনন্দ
হয় তখন মধুর।
১৭ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী। ঈদ মোবারক।
২| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩
কাবিল বলেছেন: দারুন হইছে ভাই।
আপনার প্রতিটি ছরায় যে মুগ্ধ হই ভাষাই প্রকাশ করতে পারছিনা।
আর একটা ছড়া যদি পেতুম (আপনার হাতে যদি সময় থাকে)
যেমন ধরুন, অনেকেই আছে ঈদের কেনাকাটা শেষের দিকে করে। এটা কেনেত ওটা ভুলে যায়, এমন কি নামাজের আগেও দৌড়াদরি করে। এসব করতে করতে নামাজে উপস্থিত হয় অর্ধেক সময়।
আপনার পরিবারের সবাইকে ঈদ শুভেচ্ছা।
১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই। আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো। শুভেচ্ছা রইল।
৩| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৮
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। অগ্রীম ঈদ মোবারক।
ভিরের < ভিড়ের
১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমনকর। ঈদ মোবারক।
৪| ১৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
বানর ওয়ায়দুল কাদেরের বড় বড় কথা; এ সমস্যাটুকু সমাধান করতে পারলো না?
১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৬
প্রামানিক বলেছেন: ভাই মুখ দিয়ে বলা যত সহজ বাস্তবায়ন করা তত সহজ নয়। ধন্যবাদ আপনাকে
৫| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:০১
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার ছড়া লিখেছেন!!! এ ছবি আমাদের প্রতিটি ঈদেরই!!!
শুভকামনা ------
২০ শে জুলাই, ২০১৫ রাত ১:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা। শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: কষ্টানন্দেই ঈদ আনন্দ
হয় তখন মধুর। এরপরতো আর কিছুই বলার থাকে না।।
ঈদ-শুভেচ্ছা রইলো।।