নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ঈদের দিনে ঈদ মোবারক
জানিয়ে দিলাম ভাই
কেমন আছেন, কোথায় আছেন
শুভেচ্ছা রইল তাই?
খেয়েছেন কি পেটটি ভরে
ফিরনী, পায়েস, পিঠা
রোষ্ট, রেজালা, কোর্ম, পোলাও
মাংস, মন্ডা, মিঠা?
ঘুরছেন নাকি বিকাল বেলা
বন্ধু বান্ধব নিয়ে
পাড়ায় পাড়ায় মাঠে-ঘাটে
পার্ক রেস্তোরায় গিয়ে?
দেখা-সাক্ষাত করছেন কিনা
প্রিয়জনদের সাথে
দিয়েছেন কি ঈদ উপহার
সবার হাতে হাতে?
কেমন আছেন, কোথায় আছেন
আছেন নাকি ভালো
ঈদের দিনে হাসি মুখটা
করেননি তো কালো?
ঝগড়াঝাটি দ্বন্দ-ফ্যাসাদ
কিংবা গোস্বা-বেজাড়
কারো সাথে করেন নাই তো
এমন খারাপ ব্যাপার?
রাগ করবেন না, নিজের থেকেই
জিজ্ঞেস করলাম অনেক
এসব কথায় কেউ খুশি হয়
কেউবা বেজার ক্ষণেক।
আছেন যারা দেশ-বিদেশে
শহর, গাঁয়ের বাড়ি
কী খেয়েছেন, কেমন আছেন
জিজ্ঞেস না করে পারি?
(ছবি ইন্টারনেট)
১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদ গাজী। ঈদের শুভেচ্ছা রইল।
২| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৯
এম এ কাশেম বলেছেন: ঈদের দিনে ঈদ মোবারক
বাকি দিনে কি
নুন আনতে পান্তা পুরায়
খাবো কেমনে ঘি?
১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৭
প্রামানিক বলেছেন: পান্তা ভাতে ঘি দিলে ভাই
উপরে ওঠে ভেসে
ঘি খেলাম না পান্তা খেলাম
বোঝা যায় না শেষে।
ধন্যবাদ কাশেম ভাই। শুভেচ্ছা রইল।
৩| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৪
ফেক রুধির বলেছেন: অনেক ভালো লাগলো।
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফেক রুধির। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৬
মো: আশিকুজ্জামান বলেছেন: ঈদের দিনে ঈদ মোবারক
জানিয়ে দিলাম ভাই
কেমন আছেন, কোথায় আছেন
শুভেচ্ছা রইল তাই?
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪০
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ঈদ মোবারক।
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুনাব্বির হোসেন। শুভেচ্ছা রইল।
৬| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর উপস্থাপনা । ভালো লাগলো । ঈদ মোবারক!
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। ঈদের শুভেচ্ছা রইল।
৭| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: ঈদ মোবারক!!!
ঈদের প্যাঁদানি কাকে বলে, তা' আমার মত যারা সারাদিন রান্নাঘরে কাটান, তারা বলবেন!!
তার উপর কাজের লোকের ছুটি আজ!!!
আপনি সারাদিন খেয়েদেয়ে কেমন আছেন ভাই??
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। এই খানেই কবি নিরব। ঈদের দিন কারো পৌষ মাস কারো সর্বনাস। কেউ তেলে ঝোলে খেয়ে ঢেকুর তোলে কেউ রান্না করতে করতে ঈদের মজা চোখেই দেখে না। আমি অবশ্য ভোরে উঠেই গিন্নিকে কিছুটা রান্নাবান্নায় সহযোগীতা করেছি তা না হলে ঈদ নষ্ট হওয়ার উপক্রম হতো। কারণ আমারও কাজের লোক নাই গিন্নি একা, ছেলে মেয়েদের চাহিদা অনুযায়ী রান্না করে কুলিয়ে উঠতে পারে না। আবার এর সাথে আত্মীয় স্বজনের মেহমানদারী। রান্না বাড়ার কষ্ট, সাথে নিজে খাওয়ার এবং অপরকে খাওয়ানোর আনন্দ মিলে কষ্টানন্দে দিন কেটেছে। তারোপর ঝুম ঝুম বৃষ্টি। শহর ছেড়ে গ্রামে এসেছি টিনের ঘরে ঝুমুর ঝুমুর বৃষ্টির শব্দে পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকতেও ভাল লেগেছে। সব দিক মিলিয়ে খুব ভালই সময় কেটেছে। আপনার প্রতি রইল আমার ঈদের শুভেচ্ছা।
৮| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫২
আরণ্যক রাখাল বলেছেন: ঈদ মোবারক।
হুম অনেক কিছুই করেছি- দেখা করেছি বন্ধুদের সাথে, আড্ডা হয়েছে, খেয়েছি অনেক- মণ্ডা মিঠাই যা বলেন আরকি। আত্মীয়ের খবরও নিয়েছি।
ভালো লেগেছে ছড়া
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। খুশি হলাম আপনার ঈদের বর্ননা শুনে। ঈদের ছুটিতে সবার জীবন এমনই হওয়া উচিৎ। ঈদের শুভেচ্ছা রইল।
৯| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:২০
সুমন কর বলেছেন: ঈদ মোবারক।
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। ঈদের শুভেচ্ছা রইল ।
১০| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১:২২
এম এম করিম বলেছেন: ঈদ মোবারক!
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এমএম করিম। ঈদের শুভেচ্ছা রইল।
১১| ১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চাঁদরাতে হল রাত্রি জাগা
ভোরবেলা ঢুলু ঢুলু চোখে,
ঈদগায়েতে ঈদের জামাতে
পাঞ্জাবী গায়ে, সুরমা আতর মেখে।
ফিরতি পথে বৃষ্টি ভেজা
সেই যে হল শুরু
সারাদিনই কাঁদছে আকাশ
করছে গুরগুর।
এরই মাঝে ঘুরে ঘুরে
বাঁধালাম জ্বর সর্দি,
সাথে কাঁদামাটি আর ময়লায়
মাখামাখি পায়জামা, কুর্তা উর্দি।
খাবার খেতে বড়ই অরুচি
তবুও খেলাম অল্প,
খাবার পরে কি হল
বলছি না সেই গল্প
১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
প্রামানিক বলেছেন: চমৎকার ভাই ঈদের কাহিনী
লাগল খুব ভালো
দিনটা আপনার ভালই কেটেছে
মুখ ছিলনা কালো।
এটা শুনেই খুশি হলাম
খুশি হলো মন
ঈদের মতই কাটুক আপনার
সারাটি জীবন।
১২| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৮
আহমেদ জী এস বলেছেন: প্রামািনক ,
বাহ বেশতো ছড়ার চাষাবাদ
হচ্ছে ব্লগের গাঁয়ে,
অনেক খুশির জোর হাওয়া
লাগছে ঈদের নায়ে ।
এই মুফতে আমিই বা
কেমনে যাই বাদ
লাগিয়ে দিলাম সবার গায়ে
জর্দ্দা - ফিরনীর স্বাদ ।
১৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৪
প্রামানিক বলেছেন: ফিরনী খেতে খুবই ভালো
জর্দায় তামাক ভরা
দুই যদি এক করে খান
হবেন আধা মরা।
তার চেয়ে ভাই পায়েস খাবেন
লাগবে মনের মত
পেট ভরে খান আরো কিছু
শিরনী ফিরনী যত।
১৩| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৮
শাশ্বত স্বপন বলেছেন: বাপ-বেটার জন্য মা কি পরিমাণ খাবার আনছে ছবি দেখে আমার সংযম চেপে রাখতি পারছি না্
১৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৬
প্রামানিক বলেছেন: হা ভাই বাপ বেটার জন্য তৈরী খাবার দেখলে জিহ্বায় জল এসে যায়। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।
১৪| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৬
জুন বলেছেন: ঝগড়াঝাটি দ্বন্দ-ফ্যাসাদ
কিংবা গোস্বা-বেজাড়
কারো সাথে করেন নাই তো
এমন খারাপ ব্যাপার?
অনেক ভালোলাগলো আপনার ঈদ ছড়া প্রামানিক ভাই ।
+
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। শুভেচ্ছা রইল।
১৫| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৫
তৌফিক মাসুদ বলেছেন: ঈদ মোবারক কবি।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। শুভেচ্ছা রইল।
১৬| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫২
সাদা মনের মানুষ বলেছেন:
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চাঁদরাতে হল রাত্রি জাগা
ভোরবেলা ঢুলু ঢুলু চোখে,
ঈদগায়েতে ঈদের জামাতে
পাঞ্জাবী গায়ে, সুরমা আতর মেখে।
ফিরতি পথে বৃষ্টি ভেজা
সেই যে হল শুরু
সারাদিনই কাঁদছে আকাশ
করছে গুরগুর।
এরই মাঝে ঘুরে ঘুরে
বাঁধালাম জ্বর সর্দি,
সাথে কাঁদামাটি আর ময়লায়
মাখামাখি পায়জামা, কুর্তা উর্দি।
খাবার খেতে বড়ই অরুচি
তবুও খেলাম অল্প,
খাবার পরে কি হল
বলছি না সেই গল্প
১৭| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪১
প্রামানিক বলেছেন: চমৎকার ভাই ঈদের পরে
বৃষ্টি ভেজা গল্প
সর্দি জ্বরে খান নি কিছু
খেয়েছেন তো অল্প।
তারপরেতেও ধন্যবাদ
না দিয়ে কি পারি
অল্প খেয়েই শূন্য নাকি
করছেন ভাতের হাঁড়ি?
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
ভালো লাগলো।
চিত্রটিও ঈদের দিনের, ভালো