নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বদনা কাব্য

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫


((ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে বদনাসহ টয়লেট চাই))
শহীদুল ইসলাম প্রামানিক

মদনারা সব বদনা নিয়ে
মিছিল করছে দেশে
হি-হি হা-হা অনেক লোকে
মিছেই মরছে হেসে।

দেশ স্বাধীনের অনেক পরে
এমন মিছিল হলো
বদনাবিহীন টয়লেট গিয়ে
কত লোক যে ম’লো।

ভদ্র কিংবা অভদ্র হোক
কোন ভেদাভেদ নাই
সবার জন্যই পানিসহ
বদনা একটি চাই।

হোকনা সেটা ভাঙ্গা, ভাল
কিংবা পিতল, কাসা
প্রয়োজন হলে দৌড় দিয়ে
বদনার কাছে আসা।

বদনা মিছিল নামটি শুনে
মুখ করে কেউ কালো
তুচ্ছ হলেও তাচ্ছিল্য নয়
কাজটা কিন্তু ভাল।

নারী পুরুষ নাই ভেদাভেদ
সবাই ভুক্তভুগী
বদনাবিহীন রাস্তাঘাটে
চলতে গেলেই রুগী।

ক্ষুধা নিয়েও দু’দিন কাটে
গোস্বা কিংবা রোসে
নি¤œচাপে দু’এক ঘন্টা
থাকতে পারবেন বসে?

ধন দৌলত আর প্রেম-প্রীতি
বদনার কাছে বন্দী
বদনা ছাড়া জীবন অচল
যতই করেন ফন্দী।

মূল চাহিদায় বদনা বড়
খাদ্যের পরে বটে
বদনা নিয়েই এই জগতে
অনেক কিছু ঘটে।

আন্দোলনের বিপক্ষতে
আছেন যারা দলে
বলেন দেখি জোর গলাতে
বদনা ছাড়া চলে?

রাজা-উজির প্রধানমন্ত্রী
হন না যতই নামী
জুলুম কালে সিংহাসন নয়
ভাঙ্গা বদনাই দামী।

সেগুন বাগিচা
সকাল ১১টা
২০/১১/২০১৪
((সৌজন্যে ঘাস ফুল। তার অনুরোধে লেখা))
(ছবি সংগ্রহ = সাদা মনের মানুষ।)

মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: সিরাম হইছে প্রামানিক ভাই।

অঃটঃ আপনি চৈনিক দেশে কিংবা ওই দেশের প্রতিবেশি কোনো চিঙ্গু চেহারার দেশে যাইয়েননা। ওরা বদনা তো দুরের কথা, হ্যান্ড শাওয়ারও ইউজ করেনা। টয়লেটে জাস্ট টিস্যু পাবেন আর ফ্লাস করা যায়। পানিরও কোনো ব্যবস্থা থাকেনা বেশিরভাগ জায়গায়। হোটেলই বলেন, আর বাসা। সব একই অবস্থা।

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: চিনে নাকি কোন কোন কারখানায় টয়লটও নাই। দেয়ালের সাথে সামান্য একটু বেড়া দিয়ে ড্রেনের উপরই কাজ সারে। কিন্তু আমরা বাঙালীরা তো বদনা ছাড়া চিন্তাই করতে পারি না।
ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

২| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০০

গোধুলী রঙ বলেছেন: চমৎকার লিখেছেন প্রামানিক ভাই।

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোঘুলী রঙ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩

সাদা মনের মানুষ বলেছেন: প্রামানিক ভাই এবার প্রমান করে দেখিয়ে দিলেন তিনিই বদনা আন্দোলনের পথিকৃত । জয় বদনা আন্দোলনের জয় :-B

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৬

প্রামানিক বলেছেন: শুরুটা তো মীরপুরে আপনারাই করছিলেন। আমি নতুন কইরা মনে করায়া দিলাম।
ধন্যবাদ কামাল ভাই। শুভেচ্ছা রইল।

৪| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫

সাদা মনের মানুষ বলেছেন: [img|]http://i1193.photobucket.com/albums/aa353/udraji/nanabidho/P1060073.jpg

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৬

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৭

প্রামানিক বলেছেন: এ বদনা তো খাটের উপরে উঠছে। কারণটা কি?

৬| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৩

প্রামানিক বলেছেন: এটা কি চিন দেশের ছবি?

৭| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১০

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৪

প্রামানিক বলেছেন: বদনারে তো ফুলের টব বানাইছে এই বাড়িতে কি টয়লেট নাই।

৮| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১০

সাদা মনের মানুষ বলেছেন: [img|]http://ournewsbd.com/wp-content/uploads/2014/11/5dy4jm78-e1416311087109.jpg

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ছবিটা আসে নাই।

৯| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১১

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৫

প্রামানিক বলেছেন: এই ছবিই তো খুঁজতেছি। ধন্যবাদ

১০| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

মো: আশিকুজ্জামান বলেছেন: প্রামানিক ভাই ঢাকায় পাপলিক টয়লেট কম থাকায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
---(ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে বদনাসহ টয়লেট চাই)

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: একদম ঠিক কথা কইছেন? ধন্যবাদ

১১| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৪

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭

প্রামানিক বলেছেন: আহা চমৎকার বদনা বিড়ম্বনার কাব্য। ধন্যবাদ কামাল ভাই।

১২| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০

ক্থার্ক্থা বলেছেন: 8-| সুন্দর লাগল বদনা কাব্য 8-|

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন কথাকর্থা। শুভেচছা রইল।

১৩| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

১৪| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৬

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহা

আমি হাসতে হাসতে মারা গেছি!!!!!

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: ছড়া পড়ে হাসার জন্য ধন্যবাদ।

১৫| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৭

শায়মা বলেছেন: দেশ স্বাধীনের অনেক পরে
এমন মিছিল হলো
বদনাবিহীন টয়লেট গিয়ে
কত লোক যে ম’লো।


বিশেষ করে এই প্যারাটা পড়ে !!!!!!!!!!!! =p~ =p~ =p~

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য।

১৬| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৯

শায়মা বলেছেন: মদনারা সব বদনা নিয়ে
মিছিল করছে দেশে
হি-হি হা-হা অনেক লোকে
মিছেই মরছে হেসে।


প্রথমে আমিও ছবি দেখে আর এই প্যারা পড়ে এই অবস্থায় ছিলাম
তারপর

দেশ স্বাধীনের অনেক পরে
এমন মিছিল হলো
বদনাবিহীন টয়লেট গিয়ে
কত লোক যে ম’লো। =p~

ভাইয়া রফিকভাইয়াকে আমি সর্বশ্রেষ্ঠ ছড়াকার জানতাম আজ জানলাম তুমিও কম না!!!!!!

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শায়মা। ছড়া ভাল লাগায় খুব খুশি হলাম।

১৭| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১১

শায়মা বলেছেন: সাদা মনের মানুষভাইয়ার তো মনে হচ্ছে বদনার ফ্যাক্টরী আছে!!!!!!!!!!!!! হাহাহাহাহহাাহা

ভাইয়া ছবিস আর এক্সসেলেন্ট!!!!!!!!!!!!

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৪

প্রামানিক বলেছেন: সাদা মনের মানুষ ছবির রাজা। তিনি ভ্রমণ পিপাসু লোক।

১৮| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! খুব চমৎকার বিষয় নিয়ে লিখেছেন কবি। আপনারে একটা গান উপহার দেই, কেমন লাগলো জানায়েন।

https://www.youtube.com/watch?v=TwxPDymvjHU

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩

প্রামানিক বলেছেন: কোথায় পেলেন এমন গান? চমৎকার গান। ভাল লাগল। ধন্যবাদ

১৯| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: বদনা নাই

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বদনা গানের জন্য।

২০| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭

সুমন কর বলেছেন: হাহাহা....... =p~ :P

চমৎকার লিখেছেন।

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

২১| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৯

আজাদ মোল্লা বলেছেন: ভালো হয়েছে । হা হা হা
ভালো থাকবেন ।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। শুভেচ্ছা রইল।

২২| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২২

ভিটামিন সি বলেছেন: বদনা যে কি প্রয়োজনীয় জিনিস তা টের পাইবেন সিংগাপুর ভ্রমন করলে। অবশ্য পাইপ লাইন আছে আপনার কর্ম সাধনের জন্য।

২৩| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বদনা কাব্য সেরাম হইছে। :)

২৪| ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১২

অবিবাহিত জাহিদ বলেছেন: Bodna misila somorthon roilo

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.