নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ফ্লাট বাড়ি জেলখানা

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪২


শহীদুল ইসলাম প্রামানিক

ঢাকায় যারা করছে বসত
কি বলবো আর তাকে
দিনের বেলাও তালা ঝুলিয়ে
ঘরের ভিতর থাকে।

নাইরে উঠান নাইরে বাগান
ছোট্ট রুমেই সব
কথা বলার নাইরে মানুষ
অনিচ্ছাতে নিরব।

কেউ যায় না কারো ঘরে
থাকে যার যার মত
বিপদ কালে কেউ আসে না
চিৎকার দিলেও শত।

জেলখানা নয় তারপরেতেও
জেলের মত জীবন
নিজের বাড়ির মালিক হলেও
ভয় ভীতিতে মন।

চৌদ্দ তলার ফ্লাট বাড়িতে
আরো করুণ দশা
পোষাক পরা দারোয়ানগুলো
থাকে দরজায় বসা।

মান্যগণ্য যতই হোক না
নতুন দেখবে যাকে
ঢুকতে চাইলে হাজার রকম
প্রশ্ন করবে তাকে।

হোক না সেটা বাপ মা ভাই
কিংবা আপন লোক
কোন অজুহাত মানবে নাকো
ঘুরিয়ে নিবে চোখ।

সন্দেহ হলে তাড়িয়ে দিবে
নইলে রাখবে গেটে
গাঁয়ের লোকে এসব দেখে
গোস্যায় পরে ফেটে।

হাজার রকম নিয়ম নীতি
কিন্তু নিজের বাড়ি
হাজতখানা নয়রে তবু
অনেক বাড়াবাড়ি।

জেল খানাতে যেই অবস্থা
তাদের অবস্থাও তাই
মালিক হলেও ফ্লাট বাড়িতে
স্বাধীন কেহই নাই।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৯

হাসান মাহবুব বলেছেন: +

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:

অসম সমাজ

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

৩| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৭

দীপংকর চন্দ বলেছেন: কঠিন বাস্তবতা!!

মালিক হলেও ফ্লাট বাড়িতে
স্বাধীন কেহই নাই।


আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দীপংকর দা। শুভেচ্ছা রইল।

৪| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫১

শহীদুল ইসলাম কামাল বলেছেন: অসামাজিক জীবন!

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শহীদুল ইসলাম কামাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:১০

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর লেখা ।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, সত্য কথা। মুক্ত পরিবেশ ফ্লাটে থাকলে বোঝা যায়না। এইখানে যেইসব বাচ্চা বড় হয়, তারাও হয় ফার্মের মুরগী।

৩০ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৪

প্রামানিক বলেছেন: আসলেই ফার্মের মুরগীর মতই অবস্থা হয় ফ্লাটের বসবাসকারীদের। ধন্যবাদ

৭| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: একদম ঠিক কথা।

৩০ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচছা রইল।

৮| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ সুন্দর...

আমরা যারা থাকি এই
ঢাকা শহরে ভাই,
জেল থেকে আমি বলছি
মনে মনে গাই। :P

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই । আমরা ঢাকা শহরে জেলখানাতেই থাকি।

৯| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

মোঃমোজাম হক বলেছেন: খুবই কঠিন সত্যি।লেখাও ভাল লেগেছে।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোজাম হজ। শুভেচ্ছা রইল।

১০| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪

আর জে নিশা বলেছেন: সত্যি ভয়ন্কর জীবন

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আর জে নিশা। শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.