নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ছোট্ট শিশু হাত পেতেছে
পেটে ক্ষুধার জ্বালা
কোথাও কিছু পাচ্ছে নাতো
সবখানেতে তালা।
পাথিক মশায় দিচ্ছে ধমক
ভিক্ষা দেয় না কেহ
কয়দিনে সে অনাহারে
জীর্ন শীর্ণ দেহ।
অবশেষে এক পথিকের
জড়িয়ে ধরে পা
উপর দিকে তাকিয়ে আছে
মুখটা করে হা।
পা ধরাতে ওই পথিকে
ধমকে বলল যেন,
‘এই বয়সে পথিকদের তুই
পা ধরিস রে কেন’?
বলছে শিশু ওই পথিককে,
‘ক্ষুধার জ্বালায় মরি
একটু খাবার প্ওায়ার আসায়
পথিকের পা ধরি’।
বলছে পথিক, ‘এই বয়সে
কেমন করে বুঝলি
ক্ষুধার জ্বালা কেমন জ্বালা
কোথা থেকে শিখলি’?
ছোট্ট শিশু বিজ্ঞ নয় সে
দুর্বল দেহে চলে
বলতে গেলে কষ্ট লাগে
তারপরেতেও বলে।
‘ক্ষুধার জ্বালা শিখতে হয়না
বই পুস্তক পড়ে
লাগলে ক্ষুধা হুশ থাকে না
আপনি মাথা ঘোরে’।
পথিক মশায় এমন কথায়
হুশ হলো যে তার
শিশুর পানে তাকিয়ে থাকে
জবাব নাই তো আর।
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দূরের পথযাত্রী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো লিখছেন। আপনার সোজা সরল এইসব ছড়া ভাল্লাগেন। খুব সরল সত্যটাই বলেন।
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। আপনার মূল্যবান মন্তব্য আমার ছড়া লেখার পাথেয়। শুভ্চেছা রইল।
৩| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১২
আরণ্যক রাখাল বলেছেন: দূরের পথযাত্রীর সঙ্গে একমত
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৫
বাকা পথ বাকা চোখ বলেছেন: খুবই সুন্দর
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকাপথ বাকা চোখ। শুভেচ্ছা রইল।
৫| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আন্তরিক শুভ্চেছা রইল।
৬| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: কঠিন বাস্তবতা তুলে ধরেছেন আপনার ছড়ায়!!
অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: আপনার ছড়াগুলির খুব সাধারন ভাবে পড়ে গেলেও গভীরতার দিক থেকে সত্যই অসাধারন।। ধন্যবাদ।।
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী। আপনাদের মূল্যবান মন্তব্য আমার ছড়া লেখায় উৎসাহ জাগায়। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভ্চেছা ।
৮| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাই
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। শুভেচ্ছা রইল।
৯| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সহজ সরল কিন্তু গভীর
চমৎকার হয়েছে
ধন্যবাদ কবি
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।
১০| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দর লিখেছেন।
০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।
১১| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৬
শাহরিয়ার সনেট বলেছেন: যথেষ্ট ছন্দের মিল রয়েছে.।।
সুন্দর একটি ছড়া
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মহরিয়ার সনেট। শুভেচ্ছা রইল।
১২| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০
শাহরিয়ার সনেট বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
১৩| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৪
রুহুল গনি জ্যোতি বলেছেন: খুবই সুন্দর লিখেছেন প্রামাণিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জ্যোতি ভাই। শুভেচ্ছা রইল।
১৪| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ক্ষুধার চেয়ে বড় খোদা অার কি অাছে? চরম বাস্তবতাটাই ফুটিয়ে তুলেছেন । ভালো লেগেছে ।
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ রুপক বিধৌত সাধু। অনেক সত্য কথা আপনার মন্তব্যতে ফুটে উঠেছে। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৬
দূরের পথযাত্রী বলেছেন: ‘ক্ষুধার জ্বালা শিখতে হয়না
বই পুস্তক পড়ে
লাগলে ক্ষুধা হুশ থাকে না
আপনি মাথা ঘোরে’।
চমৎকার একটা ছড়া।