নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

অন্ধের দুগ্ধ ভোজন

০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৩


শহীদুল ইসলাম প্রামানিক

দুই কানাতে ভিক্ষা করে
গাঁয়ে গাঁয়ে ঘুরে
গান গেয়ে যায় বাড়ি বাড়ি
অতি করুণ সুরে।

একজন হলো জন্ম অন্ধ
অন্য জনে আধা
জন্ম অন্ধ চেনে না তো
কালো কিংবা সাদা।

সেদিন তারা দাওয়াত খেতে
গিয়ে কাজির বাড়ি
জন্ম অন্ধ খাবার নিয়ে
করছে বাড়াবাড়ি।

কোন খাবারটা কেমন দেখতে
জিজ্ঞেস করছে শুধু
মাছের সাথে মাংস ছিল
সাথে ছিল কদু।

খাবার শেষে থালা ভরে
দিলো গরুর দুধ
জন্ম অন্ধ প্লেট হাতে
করছে যে খুঁত খুঁত।

‘এইটা আবার কি দিল রে
লাগছে না তো হাতে’
অর্ধ কানা বলল হেসে,
‘দুধ দিয়েছে পাতে’।

দুধটা আবার দেখতে কেমন?
জন্ম অন্ধ কয়
বলছে আধা, ‘সাদা সাদা
অন্য কিছু নয়’।

‘সাদা আবার কেমন জিনিস
বুঝিয়ে দে না মোরে’
অর্ধ কানা সাদা বুঝাতে
পড়ল বিষম ঘোরে।

‘বকের মত দেখতে সাদা’
বলল কানা যেই
‘বকটা আবার দেখতে কেমন’?
বলল নিমেষেই।

অর্ধ কানার হাতের লাঠি
অন্ধের হাতে দিয়ে
‘বকের চেহারা এমন বাঁকা’,
বলল কাছে গিয়ে।

বাঁকা লাঠি হাতে নিয়ে
জন্ম অন্ধ কয়,
‘এতক্ষণে বুঝতে পেলাম
সাদাও বাঁকা হয়’।

‘জন্মের পরে সাদা চেহারা
কত দিন যে খুঁজলাম
এত দিন পর লাঠি ধরে
সেই চেহারা বুঝলাম’!!

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৬

এস আলভী বলেছেন: এমন বাঁকা দুধ খেয়ে
অন্ধ গেল ফেঁসে
অর্ধ কানা বেজাই খুশি
তাইতো উঠলো হেসে।

০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৬

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই।
আলভী ভাই কেমন আছেন? অনেক দিন পর আপনাকে পেলাম।

২| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০১

অর্বাচীন পথিক বলেছেন: হা হা আহ
এই সব ছড়া আপনি ছাড়া আর কে লিখবে !!
খুব মজা পেলাম। ছোট বেলায় গল্প শুনেছিলাম এটা নিয়ে :)

০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আরিফা। মূল্যবান মন্তব্যর জন্য খুশি হলাম। শুভ্চেছা রইল।

৩| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৪

নৈশ শিকারী বলেছেন:

০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নৈশ শিকারী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

নুর ইসলাম রফিক বলেছেন: হাহাহাহা অনেক মজার ছড়া।অনেক ভাল ও সুন্দর হয়েছে।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুর ইসলাম রফিক। শুভ্চেছা রইল।

৫| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাই।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫০

এস আলভী বলেছেন: প্রামানিক ভাই ভালো আছি।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলভী ভাই।

৭| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: চমৎকার হয়েছে

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আয়নাল ভাই ইতি। আন্তরিক শুভ্চেছা রইল।

৮| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। ++++++++++++

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুফিয়া। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৫

প্লাবন২০০৩ বলেছেন:
"বাঁকা লাঠি হাতে নিয়ে
জন্ম অন্ধ কয়,
‘এতক্ষণে বুঝতে পেলাম
সাদাও বাঁকা হয়’।"

-হা হা হা, অনেক মজা পেলুম।
আপনি ছাড়া এই মজা আর কে দেবে বলুন?

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্লাবন। আপনাদের মূল্যবান মন্তব্য আমার ছড়া লেখার উৎসাহ। শুভ্চেছা রইল।

১০| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫

সুমন কর বলেছেন: মজা পেলাম। !:#P

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:

অন্ধরা দেখার ক্ষমতা পাবেন সহসা।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। অন্ধরা চোখে দেখুক এটা আমিও কামনা করি। শুভেচ্ছা রইল।

১২| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

জুন বলেছেন: ব্যপারটি দুঃখজনক কিন্ত সেই সাথে আবেগময় । ছোটবেলায় পড়া গল্প নিয়ে আপনার লেখা কবিতাটি চমৎকার।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। আপনি কেমন আছেন?

১৩| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: সাদাও বাঁকা হয়,কঠিন একটা সত্যকে কত সহজেই না লিখে দিলেন।। ধন্যবাদ।।

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১৪| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ‘এতক্ষণে বুঝতে পেলাম
সাদাও বাঁকা হয়’।


সকল সাদা সোজা যে নয় বাকাও তা হয়।
চমৎকার বলছেন প্রামানিক ভাই, হাজার ভেজালে
আজ সাদাও বাকা হয়ে গেছে, সরল সোজা নয়

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫১

গরু গুরু বলেছেন: দারুন ছড়া লিখেছেন ভাই।

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গরু গুরু। আন্তরিক শুভেচ্ছা রইল।

১৬| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৬

তিক্তভাষী বলেছেন: মজা পেলুম!

[দুগ্ধ 'ভোজন' নাকি 'পান'?]

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তিক্তভাষী। ঠিকই বলেছেন ভাই তিক্তভাষী, দুগ্ধ বা পানিজাতীয় খাদ্য পান করে, দুধের সাথে যখন ভাত মিশেল করে খায় এটা পান করা হবে না ভোজন হবে এটা নিয়ে দ্বিধা দ্বন্দে আছি।

১৭| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮

হামিদ আহসান বলেছেন: হা হা হা হি হি হি .........

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। শুভেচ্ছা রইল সাথে হি হি হি হাসি - --

১৮| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৯

লালপরী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাই ++++্

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লালপরী। শুভেচ্ছা রইল।

১৯| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৮

ব্লগার মাসুদ বলেছেন: কবিতা ভাল লাগল ভাই ।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ব্লগার মাসুদ। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.