নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মশক দলের ব্যান্ড সঙ্গীত

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮


শহীদুল ইসলাম প্রামানিক

সন্ধ্যা রাতে ঘরের ভিতর
মশকরা সব মিলে
ব্যান্ড সঙ্গীতের দল গড়েছে
বুঝতে পেলাম দিলে।

কানের কাছে করছে তারা
হরেক রকম গান
পুনুর পুনুর কুনুর কুনুর
সেকি মজার তান!

সহ্য হয়না তারপরেতেও
শুনছি বাধ্য হয়ে
লেখাপড়া হচ্ছে না তো
মন বসে না বইয়ে।

পুটুস পুটুস ফটাস ফটাস
মারছি কত চড়
এতেও যেন ব্যান্ডের দল
পাচ্ছে নাকো ডর।

মশক দলের পুনপুনানি
সাথে দিচ্ছে চুমা
মাঝে মাঝে ত্যক্ত হয়ে
দিচ্ছি ধুপের ধূমা।

মশক কয়েল ধুপের ধোঁয়া
মানছে না তো কিছু
যেইখানে যাই সেইখানেতে
আছেই তারা পিছু।

গানের সাথে হুল ফুটানো
জ্বালার মধ্যে আছি
মাঝে মাঝে সুরের তালে
খেমটা নাচন নাচি।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভালো লাগলো প্রামানিক ভাই।

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: হে হে

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। শুভেচ্ছা রইল।

৩| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৫

হামিদ আহসান বলেছেন: হা হা হা ...। মজার ছড়া প্রামানিক ভাই

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। শুভেচ্ছা রইল।

৪| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

সুমন কর বলেছেন: মজার হইছে .. ;)

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

৫| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কয়েলের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে! যাহোক, কৃতীত্বটা মশারও প্রাপ্য! তারা না থাকলে এই সুন্দর ছড়াটাও হয়ত সৃষ্টি হতোনা!

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: কৃতীত্বটা মশারও প্রাপ্য! তারা না থাকলে এই সুন্দর ছড়াটাও হয়ত সৃষ্টি হতোনা!

বাস্তব কথাই বলেছেন। ধন্যবাদ ভাই রুপক বিধৌত সাধু।

৬| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: Bhallagse bhai. nice one...

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। শুভেচ্ছা রইল।

৭| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: সহ্য হয়না তারপরেতেও
শুনছি বাধ্য হয়ে
লেখাপড়া হচ্ছে না তো
মন বসে না বইয়ে।


.........বুড়ো বয়সে এখনো কি এতো লেখাপড়া?

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: কন কি ভাই, ছাত্ররা আর কয়ডা পড়ে বুড়ারাই তো বেশি পড়ে। ধন্যবাদ

৮| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন:
মশক দলের পুনপুনানি
সাথে দিচ্ছে চুমা


..........এমন কথা শুনলে লইজ্জা লাগে :-B

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: কইতে লইজ্জা লাগলেও বাস্তবে যখন চুমা দেয় তখন তো গাল হাতায়া লাল কইরা ফালান। ধন্যবাদ

৯| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৬

অর্বাচীন পথিক বলেছেন: হা হা হা ... চরম মজা পাইলা

১২ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ অর্বাচীন পথিক। শুভেচছা রইল।

১০| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: বরাবরের মতই হুল বেধানো ভাললাগার ছড়া।।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সচেতন হ্যাপী।

১১| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৭

সাইলেন্স বলেছেন: হাহাহা চমৎকার।

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইলেন্স। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬

নৈশ শিকারী বলেছেন: ফ্রেশ বিনোদন পাবার জন্য আপনার লেখার বিকল্প নেই।

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নৈশ শিকারী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১২

ইকরাম উল হক বলেছেন: অসাধরন লেখারে ভাই
অসাধারন লেখা
এই সমস্ত লেখাতো আর
যায়না এখন দেখা

এমন লেখা সবাইতো আর
লিখতে জানেননা
বেশির ভাগ ই ফালতু লেখা
ভালো মানের না

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইকরাম উল হক। ছন্দময় আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫

হাসান মাহবুব বলেছেন: ছড়ার জগতে আপনার জুড়ি মেলা ভার। চলুক এভাবেই মিষ্টিমধুর ছন্দ নিয়ে। শুভকামনা।

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। শুভ্চেছা রইল।

১৬| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্যান্ড লিডারের নাম কি? :-P

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৯

প্রামানিক বলেছেন: মশক ব্যান্ড দলের লিডারের নাম আর কি হবে মশা টশা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.