নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে বাঁশ খাইলাম

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩১


আমার এক কলিগ মনের দুখে কইল, এতদিন আমার বন্ধুবান্ধবরা ফেসবুকে বাঁশ খাইছে এবার আমি খাইলাম। সে নাকি পুরাই ব্যাক্কল হইছিলো। তার ছোটভাই আমেরিকা থেকে টেলিফোন কইরা বড় ভাইরে কিছু কইতে না পাইরা তার বউরে কইছে, ভাবী, ভাই কি বুড়া বয়সে পাগোল হইলো?
ভাবীর পাল্টা প্রশ্ন, করণ কি?
কলিগের ছোট ভাই কইল, আপনে হের ফেসবুক ঘাইটা দেহেন।
কলিগের বউ ফেসবুক ঘাইটা দেখে সবর্নাশ। সাথে সাথে ঝাড়ু নিয়া কোমরে শাড়ির আঁচল বাইন্ধা আমার কলিগরে ধরে কি মারে।
কলিগের কাছে ঘটনা শুইনা তো হাসতে হাসতে মইরা যাই। অথচ সে ঘটনার কিছুই জানে সব ট্যাগ হ্যাকারদের কারবার।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

লীন প্রহেলিকা বলেছেন: হা হা হা, হ্যাকার মামুরা কি যে পাইছে কে জানে।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: আরে ভাই এদের জ্বালায় ভাল মানুষ হইয়া চলা মুসকিল।

২| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

যোগী বলেছেন:
ফেসবুক ইউজ কারার কোন কারন দেখিনা।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: হ যোগী ভাই, এইটা ইউজ কইরা অনেকেই বিপদে আছে।

৩| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮

লীন প্রহেলিকা বলেছেন:
খারাপ হতে গেলে তখনওতো শান্তি নাই।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: হ ভাই শান্তি কোনখানেই নাই।

৪| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১১

বাড্ডা ঢাকা বলেছেন: বাংলাদেশের সারভার থেইকা ফেসবুক বন্ধ কইরা দেওয়া দরকার ।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: ঠিক কথা কইছেন, সামাজিক যোগাযোগ করতে গিয়া মানসম্মান নিয়া টানাটানি।

৫| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: এমন হলো, কেমন করে ? :(

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: কয়েক দিন ফেসবুকে ঢুকি নাই, কে যে কি করেছে, কেমন করে বলবো? শুধু আমি না আমার জানা মতে অনেকেই এই সমস্যায় পড়েছে।

৬| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১:০২

বুরহানউদ্দীন শামস বলেছেন: ফেসবুক এর ট্যাগ এর সিস্টেম টা খুব বাজে...
আনুমতি ছাড়াই ট্যাগ হয়ে যায়...

১২ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৬

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলছেন ভাই। কিছু ট্যাগ ফ্রেন্ডস লেবেলে অটোমেটিক হয়ে যায়, কেউ ট্যাগ করতে হয় না।

৭| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৯

এরিক ফ্লেমিং বলেছেন: ফেসবুক একাউন্ট বন্ধ করে কিভাবে?

১২ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৬

প্রামানিক বলেছেন: সিকিউরিটিতে গিয়ে করতে হয়।

৮| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২১

সাইলেন্স বলেছেন: ভাই কিছুদিন হলো ফেসবুকে এমন সমস্যায় অনেকেই পড়তেছে, অনেকেই একাউন্ট ডি-এক্টিভেট করে দিতে বাধ্য হয়েছেন বলে জানি।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৭

প্রামানিক বলেছেন: হা যত ডিজিটাল তত সমস্যা। ধন্যবাদ ভাই সাইলেন্স।

৯| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৭

জেন রসি বলেছেন: হা হা হা......

মজা পাইলাম।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৮

প্রামানিক বলেছেন: মজার ঘটনাই বটে।

১০| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ট্যাগ রিভিউ দিয়া রাখেন। আপনে এপ্রুভ না করলে ট্যাগাইলেও কাম হবেনা।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৯

প্রামানিক বলেছেন: ভাল উপদেশ দিয়েছেন ভাই শতদ্রু। শুভেচ্ছা রইল।

১১| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮

জুন বলেছেন: একমত আপনার সাথে ।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। শুভেচ্ছা রইল।

১২| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০৩

গরু গুরু বলেছেন: ট্যাগ ট্যগ্লা ট্যাগ, সেদিন দেখি আমার প্রতিবেশী এক বড় ভাইয়ের ওয়ালে পর্ন জাতিয় একটা পিক ট্যাগ করা।।
বেচারা ফেবুতে নিয়মিত থাকে না। হয়ত সে জানেও না ঘটনা। আর আমিও লজ্জায় সরাসরি কিছু বলতে পারছি না

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: এইটাই তো সমস্যা অনেকে জানেই না তার ফেসবুকে কি ঘটছে অথচ বিনা কারণে মাইর খাওয়ার অবস্থা। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.