নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বিক্ষুব্ধ প্রতিবাদ

১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৩


শহীদুল ইসলাম প্রামানিক

নিস্তব্ধ নিঝুম রাত
ফুটপাতের দেয়াল ঘেষে ছেঁড়া ন্যাকড়ায় পেঁচানো
ছোট্ট শিশু ঘুমে বিভোর।

দেয়ালের ওপাশে জন্মদাত্রী মা,
নরপশুদের দৈহিক ক্ষুধা মেটাতে আবদ্ধ,
প্রাণপণ মুক্ত হওয়ার চেষ্টা করেও ব্যর্থ।
বিনিময়ে পাচ্ছে
চ্যাপেটাঘাত, পদাঘাত, মৃত্যুর হুমকি
অথবা নিরান্ন পেটে অন্নের আংশিকতা।

রাতের নিস্তব্ধতা ভেঙ্গে ছোট্ট শিশুটি
চিৎকার দিলো–
“কে বঞ্চিত করেছো আমাকে?
শীতার্ত রাতে বুকের উষ্ণতা
ক্ষুধার্ত অবস্থায় অমূল্য জননীর দু’টি মাই
যা আমার জন্মগত অধিকার।”

বিক্ষুব্ধ শিশুর ছোট্ট দু’টি পা
পদাঘাতের পর পদাঘাত করছে এ পৃথিবীকে
মুষ্টিবদ্ধ হাত
প্রাণপণে ছুঁড়ছে উর্ধ্বে
অধিকার আদায়ের সর্ব শক্তি প্রয়োগ
যেন ভেঙ্গে গুড়িয়ে দেবে এ বিশ্ব ব্রমান্ডকে।

প্রতিবাদী কণ্ঠ তীব্র থেকে তীব্রতর হলো
দৌড়ে এলো ফুটপাতের ককুর
একত্মতা ঘোষণা করল তারা
শুরু হলো বজ্র কন্ঠে দলীয় স্লোগান
কানফাটা আওয়াজে কেঁপে উঠল নগর
জড়ো হলো নাইটগার্ড, বাড়ীর দারোয়ান,
কুঁকড়ে থাকা ছিন্নমুল
সুতীব্র চিৎকারে সুনিদ্রা ভঙ্গ হলো বাড়ীওয়ালাদের
রক্ষা পেল জন্মদাত্রী মা
অবশেষে শিশুটি ফিরে পেল তার অধিকার।

হে প্রতিবাদী শিশু!
আমরা যা পারিনি তুমি তা পেরেছো,
তোমার প্রতিবাদী কন্ঠ
ছড়িয়ে পড়ুক বিশ্ব ব্রমান্ডে
নেতৃত্ব তোমার হাতে তুলে দিলাম
অন্যায়, অবিচার, দুর্নীতি দূর করার
অধিকার আদায়ের সমস্ত অধিকার
উপর থেকে তৃণমূল পর্যন্ত।

হে শিশু!
আমি আশাবাদী
তুমি নিশ্চয়ই পারবে
আগামীর নেতৃত্ব তোমার হাতে
তোমার প্রতি রইল আমার অসামাপ্ত আশীর্বাদ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬

আমি মিন্টু বলেছেন: প্রামানিক ব্রাদার অসম হইছে । :) চলুক প্রতিবাদ :(

২| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৩

হামিদ আহসান বলেছেন: দারুন হইছে প্রামানিক ভাই ......।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। শুভেচ্ছা রইল।

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

সুমন কর বলেছেন: প্রতিটি শিশু, প্রতিবাদী শিশু হয়ে উঠুক।

ভালো হয়েছে।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

হাসান মাহবুব বলেছেন: ছড়ার পাশাপাশি কবিতাও লেখেন দেখছি। চালিয়ে যান।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। আন্তরিক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.