নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ধুমপানে শুকটান, আহা! কি যে মজা ভাই!
ভাত-মাছ যত খাই, এর চেয়ে মজা নাই।
যত চাই ভুলে যেতে ভুলিতে যে পারিনা
দেখলেই নেশা ওঠে ছাড়তে চেয়ে ছাড়িনা।
টুকিটাকি কাজ করতে যদি না পাই বুদ্ধি
দুই কল্কি তামাক খেলে মাথা হয় শুদ্ধি।
কাজ-কর্মের ফাঁকে ফাঁকে যদি করি ধুমপান
আরো কাজের গতি বাড়ে সাথে যদি গাই গান।
আষাঢ় মাসের বৃষ্টিতে-- ভিজা ধান কাটতে
হাত-পা কুঁকড়ে যায় পারিনাতো হাঁটতে
শীতে যদি দিতে পারি তামাকেতে শুকটান
সহসাই চাঙ্গা হয় কুঁকড়ে যাওয়া দেহ-প্রাণ।
ধুমপানে যমে টানে ঝুমে ঝুমে মরে ভাই
ওষুধ খেলেও মনে হয় বড় পথ্য বিড়িটাই
‘ধুমপানে বিষপান’, ডাক্তার-বৈদ্য বলে রে
তারপরেও কেন যেন ধুমপানেই মজা রে।
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খেলোয়াড়। অনেক অনেক শুভ্চেছা রইল।
২| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
সুমন কর বলেছেন: আমি কিন্তু করিনা...
ভালো হয়েছে।
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। শুভ্চেছা রইল।
৪| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
সুদীপ কুমার বলেছেন: ধুমপানে যমে টানে ঝুমে ঝুমে মরে ভাই
ওষুধ খেলেও মনে হয় বড় পথ্য বিড়িটাই
‘ধুমপানে বিষপান’, ডাক্তার-বৈদ্য বলে রে
তারপরেও কেন যেন ধুমপানেই মজা রে। [/sb
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুদীপ কুমার। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । ছড়া ভাল হয়েছে।
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫
হাসান মাহবুব বলেছেন: ছড়া ভালৈচে। যদিও আমি ধূমপান প্রায় ছাইড়া দিছি, তয় এহন খাইবার মন লাকচে। লন একটা বেন্সন ধরাই।
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২১
প্রামানিক বলেছেন: ভালই কইছেন,
ধুমপান ছাইড়া বেনসন ধরাইছেন।
৭| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭
ব্লগার মাসুদ বলেছেন: আমি ধূমপান মুক্ত । দারুন লেখেছেন । ছড়া ভাল হয়েছে ।
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাসুদ। শুভ্চেছা রইল।
৮| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসুন ধুমপান মুক্ত ছড়া গড়ি।
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩৯
প্রামানিক বলেছেন: তাইলে তো কথাই নাই। ধন্যবাদ
৯| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৬
চাঁদগাজী বলেছেন:
কবি একবাল প্রথমে লিখেছিলেন 'শিকওয়া'; পরে লিখেছিলেন, 'জওয়াবে শিকওয়া'; আপনাকে এবার ধুমপানের বিপক্ষে একটা লিখতে হবে, মনে হয়।
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। চেষ্টা করবো।
১০| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: এবার এটা ছাড়েন, আর কত পান করবেন?
১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৪
প্রামানিক বলেছেন: ধুম তো ছাড়ছি অনেক আগেই পান তো ছাড়তে পারি নাই। পান ছাড়া নাকি সমাদর হয় না।
১১| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৫
প্রামানিক বলেছেন: দিলিন তো দিলেন প্লাষ্টিকের ফুল। ধন্যবাদ
১২| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: পেলাষ্টিকের ফুল হলে আপ্নেও পেলাষ্টিক মার্কা ধন্যবাদ দিয়া দেন
১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২০
প্রামানিক বলেছেন: আমি পেলাষ্টিক মার্কা না ইলাষ্টিকের ধন্যবাদ দিলাম।
১৩| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: কাজ-কর্মের ফাঁকে ফাঁকে যদি করি ধুমপান
আরো কাজের গতি বাড়ে সাথে যদি গাই গান।
...........এইবার বুঝছি কিভাবে আপনি এতো ছড়া লিখেন =))
১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২০
প্রামানিক বলেছেন: খাইছেরে, আমার মূল কথা জাইনা ফালাইছে।
১৪| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ রুপক বিধৌত সাধূ। শুভেচ্ছা রইল।
১৫| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫২
সাদা মনের মানুষ বলেছেন: এইবার আমিও বালা ছড়াকার হইয়া যামুগা
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৭
প্রামানিক বলেছেন: তাইলে কথাই নাই, দুইভাই মিল্লা ছবি তুলুম আর ছড়া লিখুম।
১৬| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: হ হ
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১১
লেখোয়াড়. বলেছেন:
পুত্তুম পিলাস।
দারুনৈসে!!