নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

জ্বরের উল্টা নিয়ম

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৮


শহীদুল ইসলাম প্রামানিক

আবহাওয়াটা গরম হলে
আমরা সবাই ঘামি
ঠান্ডা হতে হরহামেশা
পুকুর জলে নামি।

কিন্তু আবার উল্টাটা হয়
শরীর গরম হলে
ঠান্ডার চোটে কাঁপতে কাঁপতে
ঢুকি কাঁথার তলে।

শরীর গরম লাগে ঠান্ডা
এইটাকে কয় জ্বর
ঠান্ডা শরীর গরম করতে
লেপ কাঁথা নির্ভর।

গরম পড়লে গরম লাগে
নিয়ম নীতি কয়
দেহ গরম লাগে ঠান্ডা
কোন নিয়মে হয়?

(ছবি নেট)

মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩১

আমি মিন্টু বলেছেন: :)

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মিন্টু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: জটিল বিষয় তুলে এনেছেন ভাই

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪১

প্রামানিক বলেছেন: হঠাৎ সেদিন জ্বরের মধ্যে পইড়া এই অদ্ভুত চিন্তা মাথায় আইলো। কিন্তু এর উত্তর পাইলাম না।

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: এতো গেয়ান মাথায় নিয়া ঘুমান কেম্নে? :P

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২

প্রামানিক বলেছেন: বালিশের নিচে মাথা দিয়া ঘুমাই তহন তুলামার্কা গেয়ান মাথার মধ্যে কিলবিল করে।

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৭

লেখোয়াড়. বলেছেন:
প্রামানিক ভাই মাঝে ২/৩ দিন দেখি নাই কোথায় ছিলেন??

আপনার খোগুলো কিন্তু ভাল হয়।
আপনি ছবিগুলো আপনি নেটে কিভাবে পান।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লেখোয়াড়। মাঝে মাঝে গ্রামের বাড়ি যেতে হয় তখন দুই তিনদিন ব্লগে থাকি না।
ছবি গোগুল থেকে নিয়ে ছড়ার উপযোগী করে এডিট করে নেই।
শুভেচছা রইল।

৫| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫১

মো: আশিকুজ্জামান বলেছেন: দেহ গরম লাগে ঠান্ডা
কোন নিয়মে হয়?
-----সবই উল্টা-পাল্টা নিয়ম।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান। শুভেচ্ছা রইল।

৬| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: তুলা মার্কা গেয়ানি ভাই, বালা আছেন্নি??

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: তুলার মত ছেঁড়া ছেঁড়া দেহ নিয়া মোটামুটি ভালই আছি।

৭| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬

উর্বি বলেছেন: বাহ! দারুণ তো

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। শুভেচ্ছা রইল ।

৮| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৪

আল ইমরান বলেছেন: কেমন আছেন প্রামানিক ভাই। ছড়া বরাবরের মতই ভালো।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ইমরান ভাই। অনেক দিন পরে আপনাকে পেলাম। মোটামুটি ভাল আছি। আপনি কেমন আছেন?

৯| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: গরম পড়লে গরম লাগে
নিয়ম নীতি কয়
দেহ গরম লাগে ঠান্ডা
কোন নিয়মে হয়?
--------
-- তাইতো!! কেমনে হইল?!?!?! :)

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: কোন নিয়মে জ্বর হলে ঠান্ডা লাগে এই টা তো আমারও মাথায় ঢুকতেছে না।

১০| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৫

ভিটামিন সি বলেছেন: কাজের চাপে একটু ঢু মাইরাই আপনার ছড়া পড়লো সামনে। কি আর করা, পড়েই ফেল্লাম। এহন আমার কেমন জানি ঠান্ডা ঠান্ডা গরম গরম লাগতাচে।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভিটামিন সি। ঠান্ডা ঠান্ডা গরম গরম এটা তো ভাই মারাত্মক। এই রোগের জন্য অবশ্যই বাতাসের কলিজা খেতে হবে।

১১| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৫

জুন বলেছেন: মজার ছড়া প্রামানিক ভাই । ভালোলাগলো অনেক
+

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। শুভেচ্ছা রইল।

১২| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: খুব ছোটবেলায় পাঠ্যবই -তে একটা কবিতা পড়েছিলা।
কোন ক্লাশের বই, কবিতার লেখক কে, সব ভুলে গেছি। শুধু কবিতার নাম "বিষম চিন্তা ",এইটুকু মনে আছে।

মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার,
সবাই বলে, 'মিথ্যে বাজে বকিস নে আর খবরদার '।
এমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব,
বলবে সবাই মূর্খ ছেলে, বলবে আমায় গো -গর্দভ।

কেউ কি জানে, দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা এলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর?
গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই?
গরম তেলে ফোঁড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই?

সোডার বোতল খুললে কেন ফশফশিয়ে রাগ করে?
কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে?
ভূত যদি না থাকবে, তবে কোত্থেকে হয় ভুতের ভয়?
মাথায় যাদের গোল বেধেছে তাদের কেন পাগল কয়?
---------

এত্তগুলো প্রশ্নের একটাই জবাব ছিল, "বয়স হলে, কেতাব খুলে জানতে পাবে সমস্তই "।

তাই বলি কি, প্রামানিক ভাই, আপনার বয়স হয়নি এখোনো!! :)

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৭

প্রামানিক বলেছেন: আপনার মাথার প্রশাংসা করতে হয়। এত দিন পরেও হুবহু সব লাইন মনে রেখেছেন! শেষের একটা লাইন শুধু বাদ পড়েছে। লাইনটা হলো- --
কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই?
বয়স হলে, কেতাব খুলে জানতে পাবে সমস্তই।


কবিতাটি আমার উস্তাদ সুকুমার রায়ের লেখা। এই কবিতাটি আমিও মুখস্ত করেছিলাম। ক্লাস ফোরে না ফাইভে মুখস্ত করেছিলাম সেটা মনে করতে পারছি না।

আপনি যে এতদিন পরেও কবিতাটি মুখস্ত রেখেছেন এজন্য আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ।

১৩| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩

আবু শাকিল বলেছেন: সুন্দর ভাললাগা ।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: শুধু আমার মাথারই প্রশংসা করতে হবে? আপনার মাথাকেও সালাম।
শেষ দু'টো লাইনও হুবহু আপনারই মনে আছে।
আমার দু'একটা শব্দ বাদ পড়ে যাচ্ছিল।
ওস্তাদ সুকুমার রায়কে শ্রদ্ধা জানাই। এত যুগ পরেও তার কবিতা মনে রাখতে পেরেছি !!
অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই, ভাল থাকবেন।

১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: আগে তো আমরা কবিতা মুখস্থ করে ছন্দের তালে তালে নাচতাম আর আবৃত্তি করতাম। এখনকার ছেলেপেলেরা কবিতা মুখস্থ করে না শুধু প্রশ্নের উত্তর মুখস্থ করে। যে কারণে ছন্দ ছড়ার ঝঙ্কার কারো মুখে নাই।
ধন্যবাদ কামরুন্নাহার আপা। আপনার মুখস্থ বিদ্যা দেখে অবাক হয়েছি। শুভ্চেছা রইল।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৩

হাসান মাহবুব বলেছেন: চিন্তার বিষয়!

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব।

১৭| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: আমরা উল্টো পথের পথক বলেই হয়তো।।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ২:১৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই সচেতনহ্যাপী। আমরা উল্টা দেখে জ্বরও উল্টা নিয়মে চলে। ধন্যবাদ

১৮| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৩

ভার্চুয়াল কবি বলেছেন: !:#P ভাল হইছে <<<

২০ শে আগস্ট, ২০১৫ রাত ২:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভার্চুয়াল কবি। শুভ্চেছা রইল।

১৯| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৭

আলী আকবার লিটন বলেছেন: ভাল হয়েছে প্রামানিক ভাই । B-)

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলী আকবার লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২০

গোল্ডেন গ্লাইডার বলেছেন: ভাললাগছে +++্

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোল্ডেন গ্লাইডার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০২

ফয়েজুল হাসান বলেছেন: চমৎকার হয়েছে প্রামানিক ভাই। এটাকে কি কমেডি ছড়া বলা যায়? ছড়ার কি কোন প্রকারভেদ আছে?

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফয়েজুল হাসান। ছড়া মানেই রসালো। রস ছাড়া ছড়া খুব একটা দেখি না। আগে যে মুখে মুখে গ্রামে ছড়া কাটত সেগুলোও রসাত্মক ছিল। আপনার মূল্যবান মন্তব্য পরে খুশি হলাম। শুভ্চেছা রইল।

২৩| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: পুকুর ছাড়াতো গোছল ভালোই হয় না

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই মিজানুর রহমান। পুকুরে গোছল না করলে তৃপ্তিই মিটে না। সুন্দর মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।

২৪| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫২

সাইলেন্স বলেছেন: হাহা.......মজা পেলাম।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইলেন্স। শুভেচ্ছা রইল।

২৫| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রামানিক ভাই - পাইছি!!!!!!!!!!!! ইউরেকা ইউরেকা!!!

এইটা হইলে নি্ম্নচাপ নিয়ম ! ;)

দেখেন না সাগরে যখন অতিরিক্ত উত্তাপ হয়, বাতাস গরম হয়ে উপরে উঠে যায় আর ঠান্ডা বাতাস প্রচন্ড বেগে ফাকা স্থান দখল করে- হয় কাল বৈশাখি, নার্গিস, হিরামন কিরামন কত কত নাম:) আর দাবদাহে কাহিল আমরা পলকে শীতল হয়ে পড়ি!!!!!

আমাদের জ্বর হলে অতিরিক্ত গরমে- ঐরাম ঠান্ডা লাগে :P :-/ :-/ :-/ এর বেশী ব্যাখ্যা চাইলৈ আমি নাই ;) =p~ =p~

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫১

প্রামানিক বলেছেন: আপনি যদি না থাকেন তাইলে আমিও নাই। ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু।

২৬| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৯

ভ্রমরের ডানা বলেছেন: নিখুঁত একখানা ছড়া। অনেক সুন্দর হয়েছে প্রামাণিক ভাই। ভাল থাকবেন।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভেচছা রইল।

২৭| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দেহ গরম লাগে ঠান্ডা
কোন নিয়মে হয়?
:-*

=p~ =p~ =p~

২৮| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯

লালপরী বলেছেন: আপনার কবিতাগুলি খুব মজার ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.