নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

শিকল বাবা

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩


(সৌজন্যে সাদা মনের মানুষ)

শহীদুল ইসলাম প্রামানিক

এক মণেরও অধিক ওজন
শিকল সারা গায়
আধ শোয়াতে থাকে সদাই
কুত কুতিয়ে চায়।

গায়ের গড়ন নাদুস নুদুস
গোঁফ দাড়িতে ভরা
মাথার চুল যে এলোমেলো
আউলাঝাউলা করা।

সাত দিন পর একদিন সে
গোসল নাকি করে
বউ বাচ্চা তার আছে নাকি
কয় না কেহ ডরে।

তিন দিন সে ভাত খায় না
তিন দিন খায় দুধ
জবান বিহীন থাকে সদাই
নাই কোন খুঁতখুঁত।

ছত্রিশ বছর জবান ছাড়া
থাকতে হবে ভবে
তারপরেতে সিদ্ধি সাধন
শিকল বাবা হবে।

আঠাইশ বছর পার করেছে
সামনে বছর আট
তারপরেতেই শিকল বাবা
খুলবে মুখের পাঠ।

এমন কথা শোনার পরে
ঘুরছে আমার মাথা
কোথায় পেল শিকল বাবা
এমন রঙিন কাঁথা?

টাকা-পায়সা পাচ্ছে অনেক
কোথায় এসব রাখে
কোন কারণে ভং ধরেছে
এমন করে থাকে?

প্রশ্ন এসব হাজার করলেও
উত্তর নাই তার মুখে
সকল কথা গোল পাঁকিয়ে
রাখলাম জমা বুকে।

মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬

ভিটামিন সি বলেছেন: মাইরালছে প্রামানিক দা। বিষয় পাইলেই ছড়া লেখে। আমার টাক মাথা নিয়া জানি আবার কবে লিখে ফেলে ১টা ছড়া। প্রামানিক দা আমার কিন্তু টাক মাথা না হুম কইলাম।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

প্রামানিক বলেছেন: মাইরালছে আমারে, ভিটামিন সি'র যদি মাথা টাকলু হয় আমার মাথায় তো ভিটামিনই নাই।
ধন্যবাদ ভাই ভিটামিন সি, রসিকতার জন্য খুশি হলাম।

২| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০০

হালি্ বলেছেন: টাকা পয়সা পাচ্ছে অনেক
এসব কোথায় রাখে !

জলদি ডুডকে খপর দেন B-)

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

প্রামানিক বলেছেন: ডডুকের ভয়েই তো এই অবস্থা। ধন্যবাদ ভাই হালি।

৩| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০১

কাবিল বলেছেন: আর কত রকম ভণ্ডামি দেখব।






দারুন হয়েছে প্রামানিক ভাই।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। দেশটায় ভন্ড বাবার অভাব নাই। মানুষ কেন যে এদের ভন্ডামী বিশ্বাস করে।

৪| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

যুদ্ধমন্ত্রী বলেছেন: ভাইজান, এরে কই পামু :-B
হেতে কি কি সমস্যার সমাধান দেয় তাতো কইলেন না। এই ছড়ার সিকুয়্যাল বাইর করার দাবি জানাই।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

প্রামানিক বলেছেন: হেতে কল্লাশার মাজারে হুতি থাকে। হেতে সমাধান দিবো কইত্থন হেতে তো চুপ করি বই থাকে।

৫| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার এমন চমৎকার ছড়া লেখার গুণের জন্যই আপনাকে আমি শ্রদ্ধা করি (আসলে বলতে চেয়েছিলাম ভালোবাসি, কেউনি আবার মাইন্ড খায় তাই)।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: আপনি যা কইবেন তাতেই আমি খুশি।

৬| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

জেন রসি বলেছেন: চমৎকার হয়েছে ভাই।

শিকল বাবা মনে হয় বোবার কোন শত্রু নাই, এই নীতিতে বিশ্বাসী!!

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। ঠিকই বলেছেন। বোবার শত্রু নাই। চুপ করে থাকেল কেউ কথাও বলবে না ক্ষেপেও উঠবে না।

৭| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: শেকল বাবা শেকল বাবা, করছ তুমি কি?
এই দেখনা কেমন তোমার ছড়া লিখেছি :D

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: আপনিও তো কম না। মহুর্তেই ছন্দ লেইখা ফালাইলেন।

৮| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ২ নম্বর পেলাশটা কিন্তু আমি দিলাম B:-/

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: আপনার পেলাশটা আমি মাথায় তুইলা রাখলাম।

৯| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আমি ছন্দ লেখিনাই ভাই, ওটা ভাড়া করা ছন্দ.......(খিক খিক খিক লুকটা কিছুই জানেনা) =p~

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

প্রামানিক বলেছেন: ভাড়া থাকলেও ভাড়াটেদের একটা অধিকার থাকে। কাজেই অসুবিধা নাই। হে হে হে ---

১০| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: শেকল বাবার তো দারুন ইনকাম । =p~

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: এই বাবার গোষ্ঠীরা অনেকেই কোটিপতি। ইউটিউবে কিছু সন্ধানী রিপোর্ট দেখলেই বোঝা যায়।

১১| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: তয় ঠিকাছে :-B

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: তাইলে ধন্যবাদ

১২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১১

সুমন কর বলেছেন: আপনি যে কোন বিষয় নিয়ে ছড়া লিখতে পারেন। বেশ লাগে। !:#P

চমৎকার হয়েছে।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আপনাদের উৎসাহই আমার প্রেরণা। শুভেচ্ছা রইল।

১৩| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০

কামরুন নাহার বীথি বলেছেন: সাব্বাস, এই না হলে প্রামানিক ভাই! স্যালুট আপনাকে!!
মনে আছে এখনও (ট্যাব এনেছেন নাহার আপা, ছবি তোলাই হবি! ) :)
অনেক অনেক শুভেচ্ছা!!!

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। আপনার সেই ছড়ার কথা এখনও মনে আছে। আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনার স্মরণ শক্তির তারিফ করতে হয়।

১৪| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২১

সেলিম আনোয়ার বলেছেন: জবানবিহীন লোকের শত্রু থাকে না । :)

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন সেলিম ভাই। বোবার শত্রু নাই।

১৫| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৯

সাইলেন্স বলেছেন: দারুন ছন্দে ভরা কবিতা। অসাধারন ।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইলেন্স। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার একটা ছড়া! খুব ভালো লাগলো । অাচ্ছা, এই লোকটা কথা বলা ছাড়া থাকে ক্যামনে? অার শরীরে এত শেকল, কষ্ট হয়না?

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

প্রামানিক বলেছেন: এই প্রশ্ন তো আমারো। কথা বলা ছাড়া কয় দিন থাকা যায়? এ নাকি ছত্রিশ বছর থাকবে। আমার তো বিশ্বাস হয় না।

১৭| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: শিকল বাবা পাগল বাবা
ভন্ড বাবার নাইতো শেষ।
এই বাবা দের স্বীকার
করে যারা, তারা সবাই শেষ।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৭

প্রামানিক বলেছেন: চমৎকার বলেছেন ভাই শাহরিয়ার কবীর। এদের ভন্ডামীর কাছে যারা ধরা দিবে তারা আসলেই শেষ।

১৮| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৪

সচেতনহ্যাপী বলেছেন: আপনার ছড়ার হাতটি আসলেই চমৎকার।। আমি কিন্তু শিকলবাবার ভক্ত না,আপনার।।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। খুশি হলাম আপনার মন্তব্য পড়ে। শুভেচ্ছা রইল।

১৯| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৬

হামিদ আহসান বলেছেন: এই শিকল বাবারে অাবার কই পাইলেন .....?

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: আমি পাই নাই কামাল পাইছে কল্লাশার মাজারে।

২০| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৭

জুন বলেছেন: চমৎকার হয়েছে শেকল বাবার কবিতা ।
আমি একটা দিলাম হযরত শাহজালাল (রঃ) এর মাজারে সাক্ষাৎ হয়েছিল এই তালা বাবার সাথে প্রামানিক ভাই ।

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আপনার মাধ্যমে আরেকটা বাবার সন্ধান পাইলাম। এই তালাবাবার ধারনাটা মাথায় ছিল না।

২১| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯

প্লাবন২০০৩ বলেছেন: এ্যাঁরে প্রামানিক ভাই, একসময় শিকল বাবা নিয়া আমিও হাসাহাসি করতাম। কিছুদিন আগে জানতে পারলাম এরা খুব ভয়ানক হয়। আমি বাবা আপনার ছড়া পড়ি নাই, এক্কেবারে পড়ি নাই, লাইন বাই লাইন পড়ি নাই, শব্দ বাই শব্দ পড়ি নাই।

হে শিকল বাবা তুমি আমায় ক্ষমা কইর, তোমার শিকলের দোহাই, তা না হইলে তোমার সব শিকলে জং ধরব কিন্তু।

আচ্ছা, শিকল বাবারা আবার ব্লগে আসে নাতো?

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

প্রামানিক বলেছেন: এই শিকল বাবার শিকলে জং ধরছে প্লাবন ভাই।

২২| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৬

প্লাবন২০০৩ বলেছেন: জুন আপা আবার তালা বাবার পিছনে পড়ছে, আমি যে আপনাদের কিভাবে বুঝাই, ওফ্‌ !!!

হঠাৎ কইরা একদিন দেখবেন বাসার দরজায় আর তালা লাগে না, তখন কি করবেন? তালা বাবার অভিশাপ কি আর চাবির ওপর দিয়া যাইব? গেলে আমাগো ওপর দিয়াই যাইব।

হে তালা বাবা, তুমিও আমাদের ক্ষমা কইর। আমরা তোমার তালাগুলিরে নিয়া কিছু বলি নাই, শুধু ঐ যেই তালাগুলির চাবি নাই ওগুলিরে নিয়া একটু আর কি, মানে এতিম তালা তো তাই!

ভাইরা, এই তালা বাবা, চাবি বাবা, কলম বাবা, পেন্সিল বাবা এগুলিরে নিয়া কিছু বইলেন না।

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৩

প্রামানিক বলেছেন: প্লাবন ভাই, আপনার কথা শুইনা ডর করতেছে। আমার ঘরের তালায় আবার ডিস্টার্ব করবো না তো? দোহাই লাগে জং ধরা তালা বাবার, আপনারে কিছু কই নাই, আপনি যা করবেন ডাইনে বামে কইরেন আমারে বাদ দিয়া।

২৩| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: ছবি দিলাম আমি আর ধন্যবাদ পেলো কামরুন্নাহার আপা :(

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৭

প্রামানিক বলেছেন: থুক্কু- -- আপনার তোলা তালা বাবার ছবি দেইখা হাসতে হাসতে মাথাডা আউলায়া গেছিলো তাই নাম ভুইলা গেছি। আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী - - -
খায় দায় চান মিয়া -- --- মোটা হয় জব্বর - - -- সেই রকম হইছে।
ধন্যবাদ জুন আপা।

২৪| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: এর খোঁজ পাইছেন কৈত্থিকা?

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৫

প্রামানিক বলেছেন: সাদা মনের মানুষ কল্লাশার মাজারে পাইছে।

২৫| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৭

হাসিবুল হাসান শান্ত বলেছেন: শিকল বাবা বরদোয়া দিবো কিন্তু ৷৷ #:-S

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪২

প্রামানিক বলেছেন: হেই চিন্তায় তো আমার ঘুম হইতেছে না।

ধন্যবাদ ভাই হাসিবুল হাসান শান্ত। শুভেচ্ছা রইল।

২৬| ২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: জুন বলেছেন: ছবি দিলাম আমি আর ধন্যবাদ পেলো কামরুন্নাহার আপা ------

প্রামানিক ভাই, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে আবার তা' ফিরিয়ে নিলেন!!!
এ কেমন বিচার!! আমি এর তীব্র প্রীতিবাদ জানাই!!
আপনি জুন আপুর জন্য আবারো অনেক অনেক ধন্যবাদ জানাতে পারতেন!!!

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২১

প্রামানিক বলেছেন: প্রামানিক ভাই, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে আবার তা' ফিরিয়ে নিলেন!!!
এ কেমন বিচার!! আমি এর তীব্র প্রীতিবাদ জানাই!!

আপনি আর জুন আপার মধ্যে যে মিল আছে এটা আমি জানি, এই জন্য প্রীতিবাদ জানাইছেন। আপনার প্রীতিবাদ দেখে খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.