নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হরেক রকম বাবা

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০২


(ছবি কালেকশন সহব্লগার জুন আপা)
শহীদুল ইসলাম প্রামানিক

দেশ জুড়ে আজ দেখতে পাচ্ছি
হাজার রকম বাবা
সহজ সরল মানুষ পেলেই
দিচ্ছে ছোবল থাবা।

কেউবা হলো খাজার খাজা
কেউবা গাজার ভক্ত
কেউবা হলো পিস্তুল বাবা
রাজনীতি তার তক্ত।

কেউবা হলো ন্যাংটা বাবা
উদাম হয়ে থাকে
বিনা কারণে অন্ধের দল
ভক্তি করে তাকে।

কেউবা হলো শালুক বাবা
লাল শালুকের দল
জট বেঁধেছে চুল দাড়িতে
বেশভুষা তর ছল।

কেউবা হলো দড়ি বাবা
সারা গায়ে দড়ি
এসব বাবার কান্ড দেখে
দুশ্চিন্তাতে মরি।

হাজার হাজার বাবার ভিরে
যাচ্ছি যখন ফেঁসে
দেখছি তখন হাসি বাবারা
যাচ্ছেই শুধু হেসে।

কেউবা গায়ে ছাই মেখেছে
কেউ মেখেছে মাটি
কেউবা মাথায় খোঁপা বেধেছে
বটতলা তার ঘাঁটি।

কেউবা আবার ভাব ধরেছে
আকাশ পানে চেয়ে
আবোলতাবোল কি যেন সব
যাচ্ছে শুধু গেয়ে।

কেউ বসেছে বড়ই তলে
কেউবা শ্মশান ঘাট
নেশার ঘোরে করছে কেহ
কিসব মন্ত্র পাঠ।

ভোম ভোলা নাথ বলছে কেহ
চক্ষু বন্ধ করে
কেউবা আবার “আউত” করে
দিচ্ছে চিৎকার জোরে।

হায়রে বাবার রং ঢং ভং
বলবো কত আর
হরেক বাবার হরেক কান্ড
লাগছে চমৎকার!

কুড়াল বাবা কোদাল বাবা
ড্যাগার বাবা যারা
তাদের ভাবটাও অন্য রকম
দেখলে কম্ম সারা।

জানা থাকে না মান থাকে না
এমন বাবাও আছে
এসব বাবার পড়লে পাল্লায়
জীবন কি আর বাঁচে?

হায়রে বাবা বাবার বাবা
দেখছি যখন দেশে
বিনা কারণে তাদের কব্জায়
যাচ্ছি মোরা ফেঁসে।

লুঙ্গি বাবা চুঙ্গি বাবা
বিড়ি বাবার মেলায়
আসল বাবার নাইরে মূল্য
নকল বাবার ঠেলায়।

শিকল বাবা তালা বাবা
বাবার নাইরে অভাব
ধান্দবাজী করাই হলো
এসব বাবার স্বভাব।

সেগুন বাগিচা
১১-৪৮মিঃ
২২-০৮-২০১৫

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৬

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । বাবা ছড়িতা বেশ মজা লেগেছে ।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি। শুভেচ্ছা রইল।

২| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে প্রামানিক ভাই। ++

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু। অনেক অনেক শুভেচ্ছা।

৩| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৮

বাকপ্রবাস বলেছেন: বাবারে বাবা বাবার কান্ড দেখেই হলাম হাবা
আজব দেশের গজব বাবা ঘাড়ে মারে থাবা

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকপ্রবাস। অনেক অনেক শুভেচছা রইল।

৪| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।
+।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫২

জেন রসি বলেছেন: হা হা হা

চমৎকার ।

ভাই, সাবধান। বাবারা দলবদ্ধ ভাবে আক্রমন করতে পারে!!!

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি, ছড়াটাও ভয়ে ভয়ে লিখেছি। সাবাধান করায় খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৬| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!
আপনার এই বাবা কালেকশন -এর মুকুটে আরেকটি পালক জুড়ে দিলাম!!
ইনি হলেন রোমান্টিক বাবা!!! :)
ইনি একা থাকতে অপছন্দ করেন!! (নেপাল থেকে তুলেছিলাম) :)

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। বাবা কালেকশনে আপনার তোলা ছবিটি সযত্নে রেখে দিলাম।

৭| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩০

আহমদ ফয়েজ বলেছেন: বাবারে বাবা তর নাম গানজা বাবা , আমি হলাম তাবা বাবা

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমদ ফয়েজ। আরেকটি বাবা পেলাম তাবা বাবা। শুভেচ্ছা রইল।

৮| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সব বলেছেন বাবার কথা
আসলটি যে মিস
বাবার রাজা ইয়াবারাজ
৩০০টাকা পিস.........হা হা হা
দারুন হয়েছে প্রামানিক ভাই......ব্যপক মজা পেলুম

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ইয়াবারাজ এটাও বাবাদের মতই যুব সমাজকে ধ্বংস করছে। শুভ্চেছা রইল।

৯| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১১

তুষার কাব্য বলেছেন: জটিল , মারহাবা :-B

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তুষার কাব্য, শুভেচ্ছা রইল।

১০| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এসব দেখি বাবার হাটবাজার!

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০২

প্রামানিক বলেছেন: আরো ভাই মাজার গুলোতে গেলে কত প্রকারের যে বাবা দেখা যায়। গণনা করে শেষ করা যায় না।

১১| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫১

সচেতনহ্যাপী বলেছেন: কেউবা হলো পিস্তুল বাবা
রাজনীতি তার তক্ত।

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৩

প্রামানিক বলেছেন: এই বাবারা সিরিয়াস।

১২| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:১২

প্রবাসী পাঠক বলেছেন: চারিদিকে ভণ্ড বাবার ছড়াছড়ি।

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৪

প্রামানিক বলেছেন: শুধু ছড়াছড়ি না, মহামারি।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০৫

হাসান মাহবুব বলেছেন: B:-)

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০০

ভিটামিন সি বলেছেন: বঙ্গদেশে এতো বাবা
বাবার ছড়া-ছড়ি,
কোনটা ছেড়ে কোনটা ধরি
সেই ভাবনাতেই মরি।
বাবার বাবা আসল বাবা
আছেন উপরে,
সময়মতো মিলবে দেখা
গেলে ওই পাড়ে।

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভিটামিন সি। ছন্দ মন্তব্য অনেক ভাল লাগল। শুভেচছা রইল।

১৫| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯

মো: আশিকুজ্জামান বলেছেন: এ যে দেখছি পাগলের ছড়াছড়ি। প্রামানিক ভাই আবার কবিতাও লিখে ফেললেন!

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৬

প্রামানিক বলেছেন: এরা জাতে পাগোল হলেও তালে ঠিক। শুভেচ্ছা রইল।

১৬| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন:

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: শিকল তালার তুলনায় তো এ লোকের ওজন কম। তালা শিকলের ওজনেই তো এ ব্যাটার বারোটা বাজছে। ধন্যবাদ কামাল ভাই।

১৭| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন:

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: এইডা কি তাইলে ট্যাকা বাবা? হের নাকে কানে তো খালি ট্যাকাই দেখতেছি। ধন্যবাদ কামাল ভাই।

১৮| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন:

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: বোঝাগেল এইডা গামছা বাবা।

১৯| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: এই তিজ ভন্ডকে কি বাবা বলা যায়, আপনিই বলুন :D

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: আমরা না বললেও অনেকে তো বাবা বাবা বলে পাগোল। এদের ঠেকাবেন কেমনে?

২০| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৯

জাকারিয়া জামান তানভীর বলেছেন: জয় বাবা ভোলানাথ :)

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তনভীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৫

জুন বলেছেন: দারুন মজার একটি ছড়া লিখেছেন প্রামানিক ভাই তালাবাবাকে নিয়ে ।
+

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আপনার ছবি দেখেই এই ছড়া লেখার প্রেরণা পেয়েছিলাম। শুভেচ্ছা রইল।

২২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাবারে বাবা, কত্ত বাবা!!!

সাদা মনের মানুষের বাবা কালেকশন দেখে মুগ্ধ হলাম ;)

২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১০

প্রামানিক বলেছেন: হ ভাই বাবার অভাব নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.