নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট নিশি

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৮


শহীদুল ইসলাম প্রামানিক

ছোট্ট নিশি কাঁদছে বসে
পাগলা নদীর কুলে
দুপুর বেলা ভাত খায় নি
গদ্য লেখার ভুলে।

উঠতে বসতে গুনগুন করে
গাচ্ছে শুধু গান
হয়নি পড়া সেই কারণে
ধরছে দু’টি কান।

ভাঙছে হাঁড়ি ক্ষুধার চোটে
পান্তা খাচ্ছে চেটে
তিন প্লেট ভাত খাওয়ার পরও
যায় না ক্ষুধা কেটে।

তিড়িং বিড়িং লাফায় শুধু
ছিঁড়ছে টেনে চুল
কি খেলে তার মিটবে ক্ষিদে
পায় না কোনো কুল।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:



নিশি যখন বড় হবে, দেশে দুর্ভিক্ষ হবে!

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩১

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন চাঁদগাজী। ভবিষ্যতে সেই আশঙ্কায় দেখছি।

২| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: নিশির মত অামিও ক্ষুধার্ত!

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ রুপক। অনেক সময় খেলেও ক্ষুধা মিটতে চায় না।

৩| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৩

হাসান মাহবুব বলেছেন: এত ক্ষুধা কেন?

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ছোট মানুষ তো তাই দেখলেই খেতে চায়।

৪| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকালে অনেক চেষ্টা করলাম কমেন্ট করতে পারিনাই । এখন হাজিরা দিয়ে গেলাম :)

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: হয়তো সকালে ব্লগে কোন সমস্যা ছিল যে কারণে মন্তব্য করা যায়নি। মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।

৫| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: ছোট্ট নিশি'রা কুল খুঁজে পাক.......

সুন্দর।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, শুভ্চেছা রইল।

৬| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চাঁদগাজী বলেছেন: নিশি যখন বড় হবে, দেশে দুর্ভিক্ষ হবে! =p~ =p~ =p~

মজা পেলুম

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০২

প্রামানিক বলেছেন: এটার উত্তর গত কালকে দিয়েছিলুম। কিন্তু কোথায় গেল?
ধন্যবাদ ভাই।

৭| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
নিশি কাঁদছে দিবানিশি
ক্ষুধার জ্বালা বড় জ্বালা। :(( :((

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.