নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পিয়াজ-রসুন-আদা

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৭


শহীদুল ইসলাম প্রামানিক

চৈত্র মাসের প্রখর রোদে
বসে বটের তলায়
হিন্দু ব্রাম্মণ আছে একজন
তুলসি মালা গলায়।

দাড়ি, টুপি, আলখেল্লাতে
তিনি মুসলমান
একটু দুরে দাঁড়িয়ে আছে
মাথায় মুদির দোকান।

বটের ছায়ায় চৈতী হওয়ায়
করছে ক্লান্তি দূর
সেই গাছেরি মগডালেতে
পাখির কণ্ঠে সুর।

গান শোনার পর ব্রাম্মণ বলে
’শোনেন মোল্লা ভাই,
হরে-কৃষ্ণ রাধা নাম যে,
পাখির কন্ঠে পাই’।

মোল্লামশায় কান পেতে কয়,
‘ঠিকই বলছেন দাদা,
পাখির কন্ঠে শুনতে পাচ্ছি
আল্লা-রাসুল-খোদা!’

হিন্দু বলছে রাধার কথা
মুসলিম আল্লা-রাসুল
দু’জানাতেই বাক-বিতন্ডা
কেউ মানেনা ভুল।

হিন্দু-মুসলিম দ্বন্দ ভীষণ
কেউ হারেনা হার
অবশেষে মুদিওয়ালাকে
দিলেন বিচার ভার।

মুদি দোকানি বিজ্ঞ সেজে,
‘বলছে শোনেন দাদা,
পাখির কন্ঠে শুনতে পাচ্ছি
পিয়াজ-রসুন-আদা’।

পাখির কথা পাখি বলছে
সুখে কিংবা দুখে?
মিছেই তারা তিন জনাতে
মরছে মাথা ঠুকে।

রাধা, আদা, খোদা নয়তো,
গাচ্ছে পাখি গান
যার চিন্তাটা যেই ধরনের
সেই দিকে তার কান।

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮

মঞ্জু রানী সরকার বলেছেন: তুলনা চলে না। দারুন, দারুন, দারুন।

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মঞ্জু রানী সরকার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ। এই ছড়াটিকে আপনার অন্যান্য ছড়া থেকে অনেকটা এগিয়ে রাখবো নিগূঢ় তাৎপর্যের কারণে।

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। আপনার উৎসাহমূলক মন্তব্য আমার ছড়া লেখার প্রেরণ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ। এই ছড়াটিকে আপনার অন্যান্য ছড়া থেকে অনেকটা এগিয়ে রাখবো নিগূঢ় তাৎপর্যের কারণে।

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই হাসান মাহবুব।

৪| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন ,
''যার চিন্তাটা যেই ধরনের
সেই দিকে তার কান। ''

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ গিয়াস লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন ,
''যার চিন্তা যেই ধরনের
সেই দিকে তার কান। ''

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩১

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ। এই ছড়াটিকে আপনার অন্যান্য ছড়া থেকে অনেকটা এগিয়ে রাখবো নিগূঢ় তাৎপর্যের কারণে।

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব।

৭| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: রাধা, আদা, খোদা নয়তো,
গাচ্ছে পাখি গান
যার চিন্তাটা যেই ধরনের
সেই দিকে তার কান।[/sb- - ---------

ঠিক তাই, কিন্তু এই তুচ্ছ বিষয় নিয়ে কত যে হানাহানি হয় এই দুনিয়ায়!!
সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন প্রামানিক ভাই!!
অনেক শুভেচ্ছা আপনাকে!!!

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন কামরুন নাহার আপা। আমারা সবাই যার যার মত করে নিজের ক্ষমতা জাহির করি। অথচ সঠিক জিনিসটা কেউ মানতে চাই না। ধন্যবাদ কামরুন নাহার আপা।

৮| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: রাধা, আদা, খোদা নয়তো,
গাচ্ছে পাখি গান
যার চিন্তাটা যেই ধরনের
সেই দিকে তার কান।[/sb- - ---------

ঠিক তাই, কিন্তু এই তুচ্ছ বিষয় নিয়ে কত যে হানাহানি হয় এই দুনিয়ায়!!
সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন প্রামানিক ভাই!!
অনেক শুভেচ্ছা আপনাকে!!!

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা।

৯| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬

সুদীপ কুমার বলেছেন:
মুদি দোকানি বিজ্ঞ সেজে,
‘বলছে শোনেন দাদা,
পাখির কন্ঠে শুনতে পাচ্ছি
পিয়াজ-রসুন-আদা’।

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুদীপ কুমার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চোরকে সকাল বেলা গোসল করতে দেখে সাধু ভাবে তিনিও হয়তো তার মতো সারা রাত সৃষ্টিকর্তার নাম জপ করে গোসল করতে এসেছে। আর চোর ভাবে সাধুৃ বাবাও হয়তো তার মতো সারা রাত চুরি করে এখানে আসছে গোসল করতে। আমরা এখন আদা আর পেয়াজ রসুন ছাড়া কিছুই মাথায় নিতে পারছিনা। ধন্যবাদ প্রামানিক বাই বাস্তবতা সহজ কথায় তুলে ধরার জন্য।

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই, চোর সাধুর গল্পটা ভালই লাগল। আসলেই আমাদের সমাজে এখন এরকমই অবস্থা। অনেক অনেক শুভেচছা রইল।

১১| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৭

***মহারাজ*** বলেছেন: ভালো হয়ছে ছড়া ।

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মহারাজ। শুভ্চেছা রইল।

১২| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫

কামরুন নাহার বীথি বলেছেন: কিছুক্ষণ আগেই আমি কোন মন্তব্য দেখতে পারছিলাম না, নতুন পুরোনো কোন পোষ্টেরই না।।
জানি না, আর কারো এমনটা হয়েছে কী না!
আপনার লেখায় তাই দু'বার মন্তব্য এসেছে!! :(
ভাই, দয়া করে একটা মন্তব্য মুছে দিন।

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনারে ভাই একটা কারনে ভাল্লাগে। আপনি অনেকটা স্বভাব কবি। যখন খুশী খুব সাধারনভাবে যা ইচ্ছা তা নিয়ে ছন্দ মিলিয়ে লিখে ফেলতে পারেন একেবারে সাধারন মানুষের দৃষ্টিতে। এটা একটা ক্ষমতা যা সবার থাকেনা।

ভালোলাগা রইলো। :)

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে উৎসাহ পেলাম। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৩

শুভকবি বলেছেন: মাশাল্লাহ, আপনার কবিতার হাত অনেক ভাল :)

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভকবি। আন্তরিক শুভেচ্ছা রইল।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩০

কাবিল বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। শুভেচ্ছা রইল।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: চমৎকার। ভালো লাগা রইলো।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আোনেক আগে এই গল্পটা শুনেছিলাম, আজ ছন্দটাও পেলাম

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামাল ভাই, এটা আগে প্রথম আলো ব্লগে দেয়া ছিল, আজ সামুতে দিলাম।

১৮| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৩

সচেতনহ্যাপী বলেছেন: রাধা, আদা, খোদা নয়তো,
গাচ্ছে পাখি গান
যার চিন্তাটা যেই ধরনের
সেই দিকে তার কান।-আজো কি তাই দেখতে পাচ্ছি না বাস্তবে??

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। ভাই বাস্তবেও তো তাই চলে। কি করবেন কিছু করার নাই।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩৫

রোদেলা বলেছেন: ছড়ার মতোন কঠিন কাজটা আপনি এতো অনায়াসে করে ফেলেন-মুগ্ধ হয়ে যাই।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রোদেলা। আপনাদের উৎসাহ পেয়েই হয়তো আমার পক্ষে কিছু লেখা সম্ভব হয়। শুভেচ্ছা রইল।

২০| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: আপনার এ ব্যাপারটা মিলে যায় আমারই মত।। অনলাইনে থাকলে আপনি মন্তব্যকারীকে অপেক্ষায় রাখেন না।। ধন্যবাদ।।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:২১

প্রামানিক বলেছেন: অনলাইনে থাকলে চেষ্টা করি মন্তব্যকারীর জবাব দিতে। কিন্তু ব্লগিং করতে গিয়ে একটা বাজে নেশায় পরিণত হয়েছে। এখন রাত আড়াইটা বাজে সবাই ঘুমে আমি জেগে আছি। মাঝে মাঝে ভোর হয়ে যায়।

২১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: আমার বেলায় এটা হয়ও।। আমার হিসাবে ভাল গুন।।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৮

প্রামানিক বলেছেন: কিন্তু এতে দিনের কাজের সমস্যা হয়। মাঝে মাঝে ঘুমে শরীর ঢুলতে থাকে।

২২| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এখন অব্দি আপনার সেরা........
আস্তে আস্তে জাত কবিত্বের দিকেই এগুচ্ছেন
পা যেনো মাটিতেই থাকেগো কবি.......হা হা হা
''রাধা আদা নয় গো খোদা
এবার পাখীর বয়ান
কিচির মিচির ডাকছি খিদায়
ভাবছি কি আজ খাইয়াম'' ;)

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫১

প্রামানিক বলেছেন: " কিচির মিচির ডাকছি খিদায় ভাবছি কি আজ খাইয়াম'' দারুণ দারুণ। ছন্দ ছড়ায় আপনিও তো কম না। ধন্যবাদ আপনাকে

২৩| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২০

ক্ষুদে লেখক বলেছেন: প্রত্যেকে বলে ,"নিজের কথাই সঠিক বাকিদের কথা ভুল!!!!
আপনার কবিতাটি দ্বারা জীবনের এই বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে। "আসাধারণ"

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ক্ষুদে লেখক। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচছা রইল।

২৪| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: অসাধার। :) :)

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মুদি দোকানি বিজ্ঞ সেজে,
‘বলছে শোনেন দাদা,
পাখির কন্ঠে শুনতে পাচ্ছি
পিয়াজ-রসুন-আদা’।
=p~ =p~ =p~ যার ধান্দা যা, সে খুঁজে পায় তা

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৪

প্রামানিক বলেছেন: "যার ধান্দা যা, সে খুঁজে পায় তা", চমৎকার বলেছেন ভাই। শুভেচ্ছা রইল।

২৬| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭

নীলনীলপরী বলেছেন: দারুন দারুন দারুন......

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নীলনীলপরী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৫

গেম চেঞ্জার বলেছেন: প্রামানিক ভাই ! আপনার ছড়ার হাত তো অসাধারণ !!

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪০

প্রামানিক বলেছেন: এ জন্য প্রথম কৃপা ওপরওয়ালার। দ্বিতীয় আপনাদের উৎসাহমূলক মন্তব্য।
ধন্যবাদ ভাই গেমচেঞ্জার। আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুব খুশি হলাম এবং আৎসাহবোধ করলাম।

২৮| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: সবার মত আমিও বলতে চাই এই কবিতাটি একটি অসামান্য কবিতা। দারুন লেখেছেন প্রামানিক ভাই।

স্যালুট জানবেন।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২৯| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৯

অর্বাচীন পথিক বলেছেন: সে দিন মন্তব্য করতে পারিনি সামুর সমস্যার কারনে।

প্রামাণিক ভাই এই ছড়া টা পরে আমি যা মজা পেয়েছি কি বলবো।
ব্যাপার টা আসলেই তাই যে যেটা চিন্তা করে সে সেটায় শুনতে পায়। খুব খুব ভাল লেগেছে ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বচীন পথিক। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.