নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

সোজা হও বাঙাল

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০২


শহীদুল ইসলাম প্রামানিক

ভংচং ছেড়ে দিয়ে সোজা হও বাঙ্গাল
দ্বারে দ্বারে হাত পেতে কেন হও কাঙাল?
যত কোটি বাঙালী তত দ্বিগুন আছে হাত
দুই হাতে খেটে খেলে তাতে কি যাবে জাত?

গুন্ডামী-ভন্ডামী এতে কি আর বাড়ে মান
নোংরামী ছেড়ে দিয়ে দুই হতে ধর কান।
চুরি করা ঘুষ খাওয়া এটা বড় লজ্জার
সততার কাছে গেলে নিচুপানে থাকে ঘাড়।

খেটে খাও বেটে নেও নিজেদের হিস্যা
পেট ভরে ভাত খাও নয় খাও খিরসা।
ন্যায় পথে জেগে থাক উচু কর নত শির
বিশ্ব আজ দেখে নিক বাঙালী কত বীর?

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৭

আলী আকবার লিটন বলেছেন: যত কোটি বাঙালী তত দ্বিগুন আছে হাত
দুই হাতে খেটে খেলে তাতে কি যাবে জাত?

এই লাইনটা অসাম বস

শুভেচ্ছা রইলো...

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫

কাবিল বলেছেন: চমৎকার।
বরাবরের মতই সুন্দর।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: জাগো বাঙালী জাগো!! আপনার এই কাব্য মন্ত্র জপিত হউকি প্রতিটি মনে।

কবিতা অসাধারন লেগেছে। ধন্যবাদ প্রামাণিক ভাই।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। মূল্যবান মন্তব্যর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:
যত কোটি বাঙালী তত দ্বিগুন আছে হাত
দুই হাতে খেটে খেলে তাতে কি যাবে জাত?

-----------

আমাদের এই জনসংখ্যা, জনশক্তি তে রূপান্তর করতে হবে!
আর এখনই সময়।
অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!!

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

সুমন কর বলেছেন: বেশ লাগল। +।

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


ভালো, আধুনিক খনার বচন

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: খনার বচনের এখন দাম নাই। চাপাবাজের দাম বেশি।

৮| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: নাইস ওয়ান। ভাল্লাগছে। :)

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: "যত কোটি বাঙালী তত দ্বিগুন আছে হাত,
দুই হাতে খেটে খেলে তাতে কি যাবে জাত?" অবজেকসন, ইউর অনার! দেশে এমন মানুষ অাছে, যাদের হাত নেই (কারো একটা আবার কারো বা দুটোই)! মজা নিলাম অারকি! চরম হয়েছে ।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: কারো হাত যেমন একটা আছে আবার কারো তিনটা হাতও আছে, অনেকের হাত দুইটা হইলেও আঙ্গুল বারোটা এই সব হিসাব করলে কেজো অকেজো হাত গড়ে দুইটাই হবে। রসিকতা করার জন্য ধন্যবাদ ভাই রূপক।

১০| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৪৪

এ কে এম রেজাউল করিম বলেছেন:

কবিতায় ভালো লাগা রহিল।

অভিন্দন রহিল কবির প্রতি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রেজাউ করিম। শুভেচ্ছা রইল।

১১| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৪

ভিটামিন সি বলেছেন: কিচ্ছু কমু না, খালি দেখতাছি কেডায় কি কয়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ঠিক আছে কিচ্ছু কইয়েন না খালি দেইখা যান, ভয় নাই আমি তো আছি - -- -

১২| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৮

রানার ব্লগ বলেছেন: বাঙ্গাল কে সোজা করিতে হইলে পিঠে বংশ দন্ড বাধিয়া দেয়া ছারা অন্য কোন উপায় নাই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: বংশ দন্ডাঘাত তো বহুত খাইল ব্রিটিশের খাইল পাকিদের খাইল তারপরেও কি বংশ দন্ড ছাড়া সোজা হইবে না।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এক্কেবারে খাটি কথা,
দারুন হয়েছে,
চমৎকার কাব্য প্রতিভা!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। শুভেচছা রইল।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫

অর্বাচীন পথিক বলেছেন: সত্যি বলেছেন প্রামাণিক ভাই।

খেটে খেলে জাত যাবে না বরং দেশের আর নিজের উন্নতি হবে।

খুব ভাল লাগলো প্রামাণিক ভাই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বাচীন পথিক। শুভেচ্ছা রইল।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বঙ্গভূমির রঙ্গমেলায়। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২০

বোরহান উদদীন বলেছেন: আপনি তো ভাই সেই রকম কবি, ভাল লাগা রইল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বোরহান উদ্দীন। আপনার উৎসাহমূলক মন্তব্যে খুশি হলাম। ধন্যবাদ

১৭| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হানিফ রাশেদীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

মো: আশিকুজ্জামান বলেছেন: 'ভংচং ছেড়ে দিয়ে সোজা হও বাঙ্গাল'
যে কাজটা বাঙ্গালী সবচেয়ে ভাল পারে সেটা হলো ভংচং। সেটা ছেড়ে দিলে আর দাঁড়াতে পারেবে না ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

নৈশ শিকারী বলেছেন: ভালো লাগার সাথে ধন্যবাদ ও শুভ কামনা রইলো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নৈশ শিকারী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিটা লাইনই চমৎকার !

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। শুভেচ্ছা রইল।

২১| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: এটা কামারের দোকান, সুতরাং....... :(

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: সুতরাং হাতুরী দিয়া পিটাইয়া সোজা করা হইবে - -- - -হে হে হে

২২| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ছবিটা কোথ্থেকে তুলছেন কবি?

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: আমি তুলি নাই গোগুল মামায় তুলেছে।

২৩| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৬

শামছুল ইসলাম বলেছেন: সহজ,সরল ভাষায় একটি অসাধারণ কবিতা !!!


ন্যায় পথে জেগে থাক উচু কর নত শির
বিশ্ব আজ দেখে নিক বাঙালী কত বীর?

----কবিকেও যেন দিব্য চোখে দেখতে পাচ্ছি !!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। আন্তরিক শুভ্চেছা রইল।

২৪| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১০

জুন বলেছেন: ভালোলাগলো আপনার কবিতা প্রামানিক ভাই ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: খুব ভালো লাগলো প্রামানিক ভাই ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। শুভেচ্ছা রইল।

২৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: বিদ্রোহী কবিতা হয়েছে ভাইয়া!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শায়মা। বলেন কি, আমি একটা বিলাই মার্কা লোক আমার কবিতা আবার বিদ্রোহী হয়েছে। বোন শায়মার কথা শুনে মাথাটা ঝিম ঝিম করছে।

২৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

ডাঃ মারজান বলেছেন: ভালো লাগলো ভাই! মজা পাইলাম.।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডাঃ মারজান। শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.