নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
সারা দিন চলছে
টিপ টিপ বৃষ্টি
পথ ঘাট হলো তল
একি অনাসৃষ্টি!
ডুবে গেছে রাজপথ
সাঁতার কাটে যাত্রী
দল বেঁধে পানি ভেঙে
চলে কত ছাত্রী।
বড় লোকের গাড়িগুলো
পানি ঢুকে বন্ধ
রাস্তায় হাঁটে তারা
যেন কানা অন্ধ।
কাঁদামাখা দেহ নিয়ে
অনেকেই চলছে
পঁচা পানির গন্ধে
কত কি যে বলছে।
তল হলে ঢাকা শহর
চলা কি যে কষ্ট
অনিচ্ছাতে আছাড় খেয়ে
জামা কাপড় নষ্ট।
(ছবি নেট)
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ইমরান ভাই। শুভেচছা রইল।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
জুন বলেছেন:
বড় লোকের গাড়িগুলো
পানি ঢুকে বন্ধ
রাস্তায় নেমে তারা
হাঁটে যেন অন্ধ।
মজা পেলাম কবিতায় প্রামানিক ভাই ।
বড়লোক না লিখে ধনী লিখলে কেমন হয় ? ধনীদের গাড়ীগুলো .।। অবশ্য মাহেন্দ্র সিং ধনি এসে হয়তো চিল্লা পাল্লা করতে পারে
+
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
প্রামানিক বলেছেন: আপা, কি আর কমু, ধনী লিখতে গিয়া ধনির কথা মনে করেই বড় লোক লিখতে হয়েছে।
আপনার রসের মন্তব্য পড়ে খুশি হলাম।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
সুমন কর বলেছেন: ঠিক বলেছেন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভ্চেছা রইল।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
মো: আশিকুজ্জামান বলেছেন: ডুবে গেছে রাজপথ
সাঁতার কাটে যাত্রী
দল বেঁধে পানি ভেঙে
চলে কত ছাত্রী।
-------------ভাললাগল।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান। শুভেচ্ছা রইল।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
বিদ্রোহী সিপাহী বলেছেন: খুবই সুন্দর ছন্দে আমাদের ভোগান্তিগুলো তুলে ধরলেন ভাই।
আপনার জন্য শুভকামনা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী সিপাহী। শুভ্চেছা রইল।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ছন্দের দোলায় খোঁচা- ভাল লেগেছে!!!
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। শুভ্চেছা রইল।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
কামরুন নাহার বীথি বলেছেন:
ডুবে গেছে রাজপথ
সাঁতার কাটে যাত্রী
দল বেঁধে পানি ভেঙে
চলে কত ছাত্রী।[/si- -----------/
এইতো ঢাকার বর্তমান চিত্র! অসাধারণ লিখেছেন প্রামানিক ভাই!
নেট থেকে পাওয়া একটা ছবি দিলাম!!
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
প্রামানিক বলেছেন: আপা, ঢাকারে যমুনা কইয়েন না তাইলে পদ্মা, মেঘনা, ধলেশ্বরীওয়লারা ক্ষেইপা যাইবো। ধন্যবাদ আপা
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২
হাসান মাহবুব বলেছেন: ভালৈসে ছড়া।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
এস কাজী বলেছেন: ছড়া ভাল লাগছে প্রামানিক ভাই
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এসকাজী। শুভেচছা রইল।
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: @কানাবিথী থুরি কামরুন নাহার বিথীর কমেন্টে কুটি প্লাস!!!!!!!!!!!!!!!!!!!
+++++++++++
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
প্রামানিক বলেছেন: ভাই বিদ্রোহী ভৃগু, কামরুণ নাহার আপা আমাদের সম্মানীয়া বড় বোন। তাকে কানা বিথী বলা যাবে না।
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: কে বললো রে কানাবীথি !!!! তার দাদীর খ্যাতায় আগুন দেই!!!!
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২
প্রামানিক বলেছেন: কামরুন্নাহার আপা, বিদ্রোহী ভৃগুর দাদীর খ্যাতায় আগুন দিলে হে আরো খুশিতে নাচবো কারণ দাদীর সাথে হের দাদাও তো জারে কষ্ট পাইবো।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০
শতদ্রু একটি নদী... বলেছেন: আম্মুর আজকে আমার বাসায় আইসা থাকার কথা ছিলো। সকালেও যখন দেখলাম বৃষ্টি হয়, আম্মুরে কল দিয়া কইলাম, গাড়ি পাঠামুনা, গাড়িতে হইবোনা। নৌকা থাকলে আসতে পারতা। কসম লাগে ভাই, সত্যি এইডা কইছি।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫
প্রামানিক বলেছেন: ভাই যদি সত্যি কইয়া থাকেন তাইলে ঠিকই কইছেন। গাড়ি পাঠাইলে আপনার আম্মাও বিপদে পড়তো আপনিও বিপদে পড়তেন। গাড়ি পানিতে পইড়া স্টার্ট বন্ধ হইলে পঁচা পানিতে নাইমা শেষে ঠেলতে হইবো।
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: @কা না বী থি আপু .. থুক্কু.. কামরুন নাহার বিথী আপু.. রাগ কইরেন না...
বড় নাম ছৌট করতে গিয়ে যে এইরাম খাড়াইব ভাবি নাইক্কা!!!!
আর ছোট করুম না ... আপুর নামতো নাই
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১
প্রামানিক বলেছেন: কা না তে কামরুন নাহার এটা সে বুঝতে পারে নাই।
অযাথা কাউরে ক্ষেপাইন না ভাই। সবাই মিলে মিশে ব্লগে থাকার চেষ্টা করি।
১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
কাবিল বলেছেন: ছড়ায় ++++++++++++
আমি ভাবছি জাল নিয়ে আসব কিনা, মাছ পাওয়া যাবে তো?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২১
প্রামানিক বলেছেন: অন্য কোন মাছ না থাকলেও ভারত থেকে কিনে আনা গাপ্পি মাছ হয়তো পাওয়া যাবে। ধন্যবাদ
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৯
সচেতনহ্যাপী বলেছেন: বাবুই পাখীরে ডাকি বলিছে চড়াই
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২২
প্রামানিক বলেছেন: বাবুই পাখীরে ডাকি বলিছে চড়াই
ঢাকা শহর নিয়া আর কত করিব বড়াই।
ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী।
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৪
চাঁদগাজী বলেছেন:
মেয়র বৃস্টি বন্ধ করে দেবেন
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
প্রামানিক বলেছেন: মেয়র বৃস্টি বন্ধ করে দেবেন
আমরাও সেই অপেক্ষায় আছি। ধন্যবাদ
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সারা দিন চলছে
টিপ টিপ বৃষ্টি
পথ ঘাট হলো তল
একি অনাসৃষ্টি!
ডুবে গেছে রাজপথ
সাঁতার কাটে যাত্রী
দল বেঁধে পানি ভেঙে
চলে কত ছাত্রী।
বড় লোকের গাড়িগুলো
পানি ঢুকে বন্ধ
রাস্তায় হাঁটে তারা
যেন কানা অন্ধ।
কাঁদামাখা দেহ নিয়ে
অনেকেই চলছে
পঁচা পানির গন্ধে
কত কি যে বলছে।
তল হলে ঢাকা শহর
চলা কি যে কষ্ট
অনিচ্ছাতে আছাড় খেয়ে
জামা কাপড় নষ্ট।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মশিউর রহমান। শুভেচ্ছা রইল।
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২
গোল্ডেন গ্লাইডার বলেছেন: মজার কবিতা ভাইয়া । +++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোল্ডেন গ্লাইডার। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
© ইমদাদুল আজাদ বলেছেন: অসাধারণ লিখেছেন!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইমদাদুল আজাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মজার ছড়া।+++++++
ঢাকা শহরে না বসবাস করতে হয় না বলে নিজেকে ভাগ্যবান মনে করছি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বঙ্গভূমির রঙ্গমেলায়। সত্যিই আপনি ভাগ্যবান, ঢাকায় থাকলে বুঝতে পারতেন সমস্যা কাহাকে বলে।
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
জেন রসি বলেছেন: তল হলে ঢাকা শহর
চলা কি যে কষ্ট
অনিচ্ছাতে আছাড় খেয়ে
জামা কাপড় নষ্ট।
পাশে দিয়া কোন গাড়ি গেলে চেহারাও নষ্ট!!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪
প্রামানিক বলেছেন: পাশে দিয়া কোন গাড়ি গেলে চেহারাও নষ্ট!!!!
ধন্যবাদ ভাই জেন রসি। চমৎকার মন্তব্য। শুভেচ্ছা রইল।
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: মজার ছড়া
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
সমসাময়িক ছড়া
লিখেছেন খুব কড়া ।
সহ-ব্লগার কামরুন নাহার বীথির নেট থেকে দেয়া ছবিটি দারুন ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জি এস। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: @ বিদ্রোহী ভৃগু বড় নাম ছৌট করতে গিয়ে যে এইরাম খাড়াইব ভাবি নাইক্কা!- --------
তাই, না??? আমার ছোট নামটা সাথে জুরে দেই নাই??
আমি কিন্তু খুব ঝগড়াটে, হুম্ম!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
প্রামানিক বলেছেন: আমিও প্রথমে বুঝতে পারি নাই। আমি তো মনে করেছি ছবি দেখে রাজনৈতিক কারণে হয়তো ওদের মাইন্ডে লেগেছে, পরে বুঝতে পেরেছি।
২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: আমি প্রথমেই বুঝতে পেরেছি, তাইতো জোক করেছি ----------------
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৭
প্রামানিক বলেছেন: যাক তাও ভাল ওর দাদীর খ্যাতা পুড়ছেন। ধন্যবাদ
২৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রামানিক ভাই, ঐদিন আমি কিন্তু বিশাল ধরা খাইছি। প্রায় ৫-৬ ঘণ্টা পানির কারণে জ্যামে আটকে ছিলাম। কবিতা যথারীতি... .. .
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬
প্রামানিক বলেছেন: ভাই হেই দুখের কথা আর কইয়েন্না। চারটার সময় গাবতলী থিকা রওনা দিছি রাতা নয়টার পরে পল্টন মোড়ে নামছি। মনের দুখে কবিতা লিখছি।
২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি মহাখালী থেকে দুপুর দুইটায় রওনা দিয়ে আজিমপুর পৌঁছেছি সন্ধ্যা ছয়টার পরে। মাঝখানে সংসদভবনের মুখে দুই ঘণ্টা শুধু এক মাথা থেকে আরেক মাথা গেছি, আর পানির মাঝে ডুবে থাকা গাড়ির মিছিলের ছবি তুলেছি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
প্রামানিক বলেছেন: তাইলে ভোগান্তি শুধু আমার একার হয় নাই আপনারো হইছে। ছবি পোষ্ট দেন না কেন?
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
আল ইমরান বলেছেন: বৃষ্টির দিনে অফিস এটেন্ড করা খুব কষ্টের। ভালো লাগলো প্রামানিক ভাই।