নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গুলিস্থান না গোরোস্থান

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩


শহীদুল ইসলাম প্রামানিক

ওই বেটা কই যাস
যাবি নাকি রমনা
দশ টাকা ভাড়া দিমু
ভাড়া কিন্তু কম না?

অন্য কোথাও যামু না
সোজা যামু গুলিস্থান
পানিত নাইমা নাক ডুইবা
রিক্সা ধইরা দিছি টান।

ওই বেটা যাবি কেমনে
রিক্সাটাতো হইছে তল
পানির ভিতর নাক ডুবলে
গায় গতরে পাবি বল?

আইছিলাম তো পাকা দিয়া
এখন দেখি নদী নালা
আমি তো ভাই সাঁতার জানি
রিক্সা নিয়া হইছে জ্বালা।

ওই বেটা রিক্সাওয়ালা
কেমনে যাবি গুলিস্থান?
ড্রেনের ভিতর পড়লে পরে
যাবি তো রে গোরোস্থান!

গুলিস্থান না গোরোস্থান?
চিনবার তো ভাই পারছি না
কষ্টের পয়সায় কিনছি বলে
তাই তো রিক্সা ছাড়ছি না।

(ছবি নেট)

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

বিষন্ন পথিক বলেছেন: কোবতে চ্রম হৈসে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিষন্ন পথিক। কোবতে যেমতেই হোক আপনে কইছেন তাইতেই খুশি।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

এম এ কাশেম বলেছেন: গুলিস্থান ও নয়
গোরোস্থান ও নয়
জলস্থান।

শুভেচ্ছা প্রমানিক ভাই

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন কাশেম ভাই। এটা এখন জলস্থান।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১

জুন বলেছেন: দারুন হয়েছে প্রামানিক ভাই । কিন্ত এর থেকে উত্তরনের উপায় কি ?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

প্রামানিক বলেছেন: আন্ডার গ্রাউন্ড ড্রেনগুলো আরো প্রশস্ত করতে হবে। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এরকম মাঝে মঝেই হবে। ধন্যবাদ জুন আপা।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২

কালের সময় বলেছেন: কাব্য ভালো লাগা ভাই ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালের সময়। শুভ্চেছা রইল ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

কাবিল বলেছেন:


আইছিলাম তো পাকা দিয়া
এখন দেখি নদী নালা
আমি তো ভাই সাঁতার জানি
রিক্সা নিয়া হইছে জ্বালা।

চমৎকার হইছে।

চাকার তলে পরছে টাকি মাছটা
রিক্সাওয়ালা করছে তাই ধরার চেস্টা । হা হা হা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

প্রামানিক বলেছেন: চাকার তলে পরছে টাকি মাছটা
রিক্সাওয়ালা করছে তাই ধরার চেস্টা ।

চমৎকার মন্তব্য কাবিল ভাই। শুভেচ্ছা রইল।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

বিদ্রোহী সিপাহী বলেছেন: ছন্দে ছন্দে চলি আনন্দে (পড়তে হবে বিরহে)
আর পারছি না

খুব চমৎকার ভাই...
ভাল লাগা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী সিপাহী। চমৎকার মন্তব্য। শুভেচ্ছা রইল।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো। ছবিটা ভয়াবহ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

ভিটামিন সি বলেছেন: কিচ্ছু কমু না; ভাল্লাগছে যে এইডাও কমু না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

প্রামানিক বলেছেন: কইযেন না ভাই শুধু দেইখা যান, শুইনা যান আর পইড়া যান। ধন্যবাদ ভাই ভিটামিন।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

জেন রসি বলেছেন: অসাধারন হইছে ভাই!

আমি সাতার পারি না!!!

তাই বাসয় বইসা আছি!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

প্রামানিক বলেছেন: আমি সাতার পারি না!!! তাই বাসয় বইসা আছি!!!

কষ্টের কথা। ঘরে কতক্ষণ বসে থাকা যায়। তাড়াতাড়ি পানি সমস্যার সমাধান হোক আপনি তাড়াতাড়ি বাসার বাইরে চলে আসেন এই কামনা করি।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভ্চেছা রইল।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২

গেম চেঞ্জার বলেছেন: চালিয়ে যান । আমরা আছি প্রামানিক ভাই ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভেচছা রইল।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ ! অসাধারণ লিখেছেন ভ্রাতা ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। শুভেচ্ছা রইল।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: গাড়িঘোড়া তুলে দিয়ে নৌকার প্রচলন করলে কেমন হয়? বাস্তবমুখী চরম ছড়া! ভালো লেগেছে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। যা দেখতেছি গাড়ির সাথে বৈঠা রাখতে হবে যেন বৃষ্টি হলে নৌকার মত চালানো যায়। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত লেগেছে কবিতার মর্মকথা। অনেক ধন্যবাদ প্রামানিক ভাই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: সেই নৌকায়ালা বাবুর মতই বাস্তবতায় ঘেষা, কিন্তু রিক্সা ছাড়লে যে আম-বোচকা দু'টোই যাবে।। তার চেয়ে প্রানটাই শস্তা!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৫

প্রামানিক বলেছেন: তাই তো ছবিতে দেখতেছি, গলা পানি তার পরেও রিক্সা ছাড়ে নাই।
ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী।

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৫

আজাদ মোল্লা বলেছেন:
ওই বেটা রিক্সাওয়ালা
কেমনে যাবি গুলিস্থান?
ড্রেনের ভিতর পড়লে পরে
যাবি তো রে গোরোস্থান

অনেক হাসি পায় ,
তবে দুঃখটা অনেক বেশি ,
পেটের দায়ে করছে কাম কষ্টের মাঝে বেশি ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। আসলে ওদের কষ্ট দেখে খারপই লাগে

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০২

রাসেলহাসান বলেছেন: দারুন লিখেছেন ভাই। ভালো লাগলো খুব! :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ রাসেল হাসান। শুভেচ্ছা রইল।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: হঠাৎ ঢাকার এমন চিত্র সত্যিই ভাবা যায়না

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

প্রামানিক বলেছেন: কেউ কল্পনাই করতে পারে নাই যে ঢাকা হঠাৎ করে তলিয়ে যাবে। ধন্যবাদ কামাল ভাই।

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

তাশফিয়া নওরিন বলেছেন: Kobita ar photo duitaee sairam hoice

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাশফিয়া নওরিন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২

অর্ধ চন্দ্র বলেছেন: দারুন লাগলো, ধন্যবাদ ভাই ,

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অর্ধ চন্দ্র। শুভেচ্ছা রইল।

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

রিভানুলো বলেছেন: গুলিস্তান না গোরস্থান হা হা হা ভালোলাগলো

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রিভানুলো। শুভেচ্ছা রইল।

২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




প্রতিবারই প্রমান করছেন - আপনি সার্থক এক ছড়াকার ।
এর পরে কাকে নিয়ে কোন ছড়া হবে আবার ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: এর পরে কাকে নিয়ে কি নিয়ে ছড়া লিখবো এটা বলা মুশকিল। কারণ ছড়ার ছন্দ নির্দিষ্ট কোন সাবজেক্ট-এর উপর ভিত্তি করে আসে না হঠাৎ করেই প্রথম লাইনটা মাথায় আসে এর পরেই বাকীগুলো অটোমেটিকেলি শুরু হয়।
ধন্যবাদ ভাই আহমেদ জী এস। খুব খুশি হলাম আপনার প্রশ্নে।

২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

আমি সৈকত বলছি বলেছেন: লিখার স্টাইলটা চমকপ্রদ।

যদিও এটা আমাদের জন্য ভোগান্তির ও লজ্জাষ্কর তবু কেন জানি আপনার ছন্দ কবিতা পড়ার সময় হাসি সামলাতে পারলাম না..... :D

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সৈকত। আমার অখাদ্য ছড়া পড়ে আপনি হেসেছেন জেনে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সেইরাম কবিতা হইছে ভ্রাতা... +++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: খুশি হইলাম ভাই, ধন্যবাদ

২৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮

উর্বি বলেছেন: কবরস্থান

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

কামরুন নাহার বীথি বলেছেন:

আর বৃষ্টি নয়, এমন সুন্দর রঙধনু চাই! অনেক ভাল লিখেছেন প্রামানিক ভাই!!!!
শুভেচ্ছা আর শুভেচ্ছা!!

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.