নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

প্রতারণার অভিনব কৌশল

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩



আমার এক আত্মীয় ক্লাস নাইনে পড়ে। সম্পর্কে নাতী হয়। হঠাৎ তার কাছে গতকাল বিকালে গ্রামীন ফোন নাম্বার থেকে টেলিফোন আসে। টেলিফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বলে উঠে, আপনি তো সৌভাগ্য বান আপনার এই সিমটি লটারীতে জিতেছে। আপনি সাতাইশ লক্ষ টাকা পেয়েছেন। আপনি তাড়াতাড়ি গ্রামীন ফোনের হেড অফিসে অথবা আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন।
সাতাইশ লক্ষ টাকার কথা শুনে ছেলে তো খুশিতে হার্টফেল হওয়ার অবস্থা। কারণ ঐ ছেলে খুব গরীব। অনেক কষ্টে লেখাপড়া করে। সাতাইশ হাজার টাকা একত্রে চোখে দেখে না, সেখানে সে যদি সাতাইশ লক্ষ টাকা বিনা করণে হঠাৎ করে পেয়ে যায় তাহলে সে কি আর সুস্থ্য থাকতে পারে! তাড়িঘড়ি আমাকে টেলিফোন দিয়েছে, দাদা, আমি নাকি লটারীতে সাতাইশ লক্ষ টাকা পেয়েছি, গ্রামীন ফোনের হেড অফিসে যোগাযোগ করতে বলেছে। দাদা, আপনি তাড়াতাড়ি যোগাযোগ করেন, দেরি করলে টাকা নাকি পাওয়া যাবে না।
কথা শুনে আমারো তিন বার হার্ট ফেল হওয়ার অবস্থা। তাল সামলে পল্টনের গ্রামীন ফোনের অফিসে গিয়ে খোঁজ নিতেই তারা বলল, এসব ভুয়া। আমাদের এধরনের কোন প্রজেক্ট নাই। তাদের সাথে কোন প্রকার লেনদেন করবেন না।
সন্ধ্যার সময় আমার পাশের রুমের এ্যাডভোকেট ভাইকে গিয়ে বললাম। দেলোয়ার ভাই, আমার এক আত্মীয় তো ডিজিটাল প্রতারণায় পড়েছিল।
তিনি বললেন, কি রকম?
ঘটনা খুলে বললে তিনি হা হা করে হেসে বললেন, আরে ভাই কয়দিন আগে তো আমিও এমনই প্রতারণায় পড়েছিলাম। তিনি হেসে হেসে বললেন, আমি তখন মতিঝিলে রিক্সায় বাসায় ফিরতেছি হঠাৎ টেলিফোন করে একজন বলল, ভাই আপনি তো সৌভাগ্যবান। আপনি গ্রামীন ফোনের পক্ষ থেকে আঠারো লক্ষ টাকা লটারী পেয়েছেন। আপনি তাড়াতাড়ি আমাদের সাথে যোগযোগ করেন এবং নাম রেজিষ্ট্রেশনের জন্য আমাদের এই নাম্বারে বিকাশে তের হাজার সাত শত পঁচাত্তর টাকা পাঠান। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সাথেসাথেই রিক্সা ছেড়ে দিয়ে কাছেই গ্রামীন ফোন সেন্টারে গিয়ে যোগাযোগ করলে তারা এটাকে ভুয়া বলে উড়িয়ে দেয়।

এবার বোঝেন ডিজিটাল প্রতারণার অভিনব কৌশল।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

পৃথীবি টাকার গোলাম বলেছেন: এটা ভাইয়া অনেক পুরানো কৌশল। কারন, আমি ২০০৮ সালে এরকম এক প্রতারকের ফোন পাইছিলাম, সৌভাগ্য বশত প্রতারণার শিকার হইছিলাম না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

প্রামানিক বলেছেন: এরা তো দেখি এখন খুব তোরজোর শুরু করে দিয়েছে। সতর্ক না থাকলে তো অনেকেই এদের খপ্পরে পড়ে যাবে।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পুরান কাহিনী।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

প্রামানিক বলেছেন: তাইলে নাম পাল্টায়া দিলাম। ধন্যবাদ

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: এটা নতুন কিছু না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

প্রামানিক বলেছেন: আমি তো এই সমস্যায় নতুন।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: সবাইকে সতর্ক থাকতে হবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: সতর্ক না থাকলে যে কেউ এই প্রতারকদের কবলে পড়তে পারেন। ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

phAnUs বলেছেন: এই নিয়া ২ বার বাইছি এমন কল , লাস্ট এর বার লোকটারে এত লম্বা একটা ভাসন দেওয়ানোর পর " ওয়াও তাই নাকি " বলে মুখের উপর কেটে দিছি :প

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

প্রামানিক বলেছেন: আপনার জানা ছিল বলে ধোলাই দিতে পেরেছিলেন যারা জানে না তারা তো ধরা খেয়ে যায়। ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: এমন কাহিনী লাখ লাখ শুনছি। তবু মানুষ এইসব বিশ্বাস করে। লোভে পরলে মাথায় আর কিছু কাজ করেনা মনে হয়। এইটা চিন্তা করেনা যে এতো সহজে এতো কিছু পাওয়া যায়না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

প্রামানিক বলেছেন: লোভে পড়েই তো ঠকে। ধন্যবাদ

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

নতুন বলেছেন: লোভ...

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নতুন। শুভেচ্ছা রইল।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

সাধারনপ্রজা বলেছেন: সিম লটারীতে জেতা বা সাতাইশ লক্ষ টাকার পুরুস্কার এটা পুরানো ধান্দা এবং চিটারি। আমাদের মধ্যে এখনও এমন বেকুব অনেক আছে যারা এটা সত্যি মনে করে বিকাশ করে।

বেকুবরা বিকাশ করার পর বুঝে আর চালাকরা প্রথমেই গাল দিয়ে নেয় : মাদার.......

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

প্রামানিক বলেছেন: বেকুব হওয়ার পরেই তো সব চালাক হয়। তার আগে অজ্ঞতার কারণে ধরা খায়।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাবধানতার মার নাই ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই সবাই সাবধান হওয়া দরকার।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

ভিটামিন সি বলেছেন: আমার বাপজান ২০০৯ সালে এমন ফোন পাইছিলো। উনাকে বলে ৫০০০ টাকা সংশ্লিস্ট নাম্বারে ফ্লেক্সি করলে তারা একটি টোকেন দিবে সেই টোকেন নাম্বার নিয়ে গ্রামীন ফোনের অফিসে যোগােযোগ করলে তাৎক্ষণিক ১৪ লক্ষ টাকা দিবে।
বাপে তো আমারে ফোন দিল। আমি বাপকে না করলাম টাকা ফ্লেক্সি করতে, কারণ ততদিনে আমার অভিজ্ঞতা হয়ে গেছে জিমেইলে সিয়েরা লিওন থেকে আসা মেইল পেতে পেতে।

আমাদের এলাকার এক ভ্যানচালক তো ২০,০০০. টাকা ফ্লেক্সি করেই দিয়েছিল। পরে কি কান্না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

প্রামানিক বলেছেন: ভাই, আমার নাতি যদি আমারে ফোন না দিত তাহলে জমি বিক্রি করে হলেও তাদের চাহিদা মত টাকা পাঠাতো। ধন্যবাদ ভাই।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: যতই দিন যাচ্ছে প্রতারণার নিত্য নতুন কৌশল বের হচ্ছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

প্রামানিক বলেছেন: এরা চাপাতি দিয়ে ডাকাতি করে না ডিজিটাল পদ্ধতীতে ডাকাতি করে।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

তারছেড়া লিমন বলেছেন: আম্রে কেউ ভুলেও ফুন করে না ..............

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: আপনের কপাল ভাল। ধন্যবাদ

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

অরুদ্ধ সকাল বলেছেন: বড্ড চিন্তার বিষয় :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

প্রামানিক বলেছেন: জি ভাই, সতর্ক থাকতে হবে। সবাইকে সতর্ক করার জন্যই আমার এই পোষ্ট। কারণ এর আগে অর্বচীন পথিকের দেয়া একটি পোষ্ট পড়ার পরে বিকাশ প্রতারণা থেকে বেঁচে গিয়েছিলাম। ধন্যবাদ।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: আমি পাই নাই !!! :P

এবার বোঝেন ডিজিটাল প্রতারণার অভিনব কৌশল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.