নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভার্চুয়াল থেকে রিয়েল ফ্রেন্ড (ব্লগার সাদা মনের মানুষ)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬


ব্লগার সাদা মনের মানুষ পুরো নাম কামাল উদ্দিন

সারা জীবন অন্যের ছবি, প্রকৃতির ছবি, পাহাড়-পর্বতের ছবি, নদী-নালার ছবি, গ্রামের ছবি, জীব জন্তুর ছবি, দেশ-বিদেশের ছবি তুলে সবসময় ব্লগে প্রকাশ করে ব্লগ মাতিয়ে রাখলেও নিজের ছবি খুব একটা ব্লগে প্রকাশ করেন না।

ভ্রমণে তিনি জলছবি বাতায়ন থেকে পুরুষ্কার পেয়েছেন।

ঘুরে বেড়ানো এবং ছবি তোলা যার ছোট থেকেই নেশা তবে পেশা নয়। এই ছবি তোলা এবং ঘুরে বেড়ানোর পিছনে তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন।

সদালাপি হাস্যরসে সবসময় থাকেন।

ইনিও ব্লগার। নিজের বইয়ের দোকানে বসে দুইজনে আড্ডা দিচ্ছেন।

দুইজনের পিছনেই সাজানা সারি সারি বই।

ট্রেনে উঠার জন্য দাঁড়িয়ে আছেন।

কনচেন দেহি এই স্টেশনটা কোন দেশে?

সাদা মনের মানুষটির ভ্রমণ এবং ছবি তোলা নেশা হলেও সৌখিনও বটে। ডাইনিং টেবিলের নিচে মোটা কালো রংয়ের বস্তুটি ফার্নিচারের অংশ নয় এটি একটি বিড়াল। ফার্নিচারের রংয়ের সাথে রং মিলিয়ে তার সখের কালো বিড়াল। এখন মাথার মধ্যে একটি প্রশ্ন আসে বিড়ালের রং দেখে ফার্নিচার রং করেছে না ফার্নিচারের রংয়ের সাথে ম্যাচ করে বিড়াল পালন করছে?

বিড়ালের এরকম জ্বল জ্বল করে জ্বলে উঠা চোখ দেখলে যে কেউ অন্ধকারে ভয়ে আৎকা চিৎকার দিয়ে উঠে। যে কারণে ভুতের গল্পের সাথে বিড়ালের কাহিনী জড়িত।

সৌখিন লোক। নিজের ড্রয়িং রুমটি কি সুন্দর পরিপাটি করে সাজানো গুছানো।

খালি ঘুরে বেড়ালে তো হবে না কিছু তো করে খেতে হবে। তা না হলে ভ্রমণের এত টাকা আসবে কোথা থেকে। রড সিমেন্টের বিশাল দোকানে স্তুপীকৃত রাখা সিমেন্টের একাংশ।

এই মোবাইলের দোকানটিও তার। রড সিমেন্টের পাশাপাশি অল্প কিছু দিন হলো এ ব্যাবসাটিও শুরু করেছেন।

ভার্চুয়াল থেকে রিয়েল ফ্রেন্ড হওয়ার গল্পটি এবার বলি।
ব্লগে রেজিষ্ট্রেশন করে যার তোলা হাজার হাজার ছবি দেখে মুগ্ধ হতাম তিনি হলেন এই সাদা মনের মানুষ। ছবিতে মন্তব্য করতে করতেই ভুর্চুয়াল বন্ধুত্বে পরিণত। এরপর একদিন মন্তব্য করতে গিয়ে মোবাইল নাম্বার চেয়ে বসলাম। সাথে সাথেই দিয়ে দিলেন। মোবাইল নাম্বার পেয়ে টেলিফোনে আলাপ আলাপে ঘনিষ্ঠতা। এরপর ঢাকার বায়তুল মোকাররমে ক্যামেরা কিনতে এলে দেখা। ঐ দেখাতেই আমীর হোসেনসহ তিনজনে হাঁটতে হাঁটতে বায়তুল মোকাররম থেকে কারওয়ান বাজার প্রথম আলো অফিস। সেখানে গিয়ে আড্ডা। ভার্চুয়াল বন্ধুত্ব থেকে কি ভাবে যে দুই জনের মধ্যে এত ঘনিষ্ঠতা হলো বুঝতেই পেলাম।
গত মাসে জলছবি বাতায়ন থেকে তাকে ভ্রমণের জন্য পুরুস্কৃত করা হয়। ছড়ায় পুরুস্কার আমিও পেয়েছি। আমার পুরুষ্কার গ্রহণ করার সময় জলছবির সম্পাদক নাসির উদ্দিন কাবুল ভাই বললেন প্রমানিক ভাই, আপনার পুরুষ্কার তো দিলাম কিন্তু সাদা মনের মানুষের পুরুষ্কারটা কি ভাবে পৌঁছাই? আমি সাথে সাথে তার কাছে ফোন দিয়ে ইয়ার্কি করে বললাম, কামাল ভাই আপনার পুরুষ্কার ঢাকায় এসে নিবেন না আমরা গিয়ে দিয়ে আসবো। ইয়ার্কি করে দিয়ে আসার কথা বললাম না ফেঁসে গেলাম। সাথে সাথেই উনি বললেন, আমি আর যাবো না আপনারা কবে আসবেন সেই ডেটটা আমাকে দেন। কোনভাবেই তাকে আর ঢাকায় আসতে রাজি করাতে পারলাম না। শেষ পর্যন্ত আমাকে গত আগষ্ট মাসের মাঝামাঝি মঙ্গলবারে তার বাড়িতে যেতে হলো। আমি যাওয়ার আগ পর্যন্ত তিনি প্রতি পাঁচ মিনিট পরপর ফোন করে আমার অবস্থান জেনেছেন আমি কোথায় আছি। আমি বাস স্টেশনে না যাওয়া পর্যন্ত তিনি বাস স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিলেন। আমি তার বাসায় যাওয়ার পর কমাল ভাই, ভাবী এবং তার বাচ্চারা আমাকে কি পরিমাণ আদর আপ্যায়ন করেছে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। খাওয়ার টেবিলে তিনি যে পরিমাণ খাওয়ার আয়োজন করেছিলেন তা একটু একটু করে খাওয়ার পরও সব আইটেম শেষ করা আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি সারা জীবনেও তাদের এই আপ্যায়নের কথা ভুলতে পারবো না।
শুধু আতিথেয়তা করেই ক্ষান্ত হলেন না তিনি আমাকে বিকালে হলিডে ড্রিম পার্কে নিয়ে গেলেন। টিকিট কাটা ঘুরে বেড়ানোর সব খরচই তিনি বহন করলেন। আমাকে পকেটে হাত দিতেই দিলেন না। আমি তার বন্ধুত্বে মুগ্ধ।
পরিশেষে শুধু এটাই বলতে চাই ভার্চুয়াল জগৎ থেকে আমার এবং কামাল ভাইয়ের মধ্যে যে ভাবে রিয়েল বন্ধুত্ব শুরু হয়েছে ভার্চুয়াল জগতের সবার মধ্যেই এমন বন্ধুত্ব শুরু হোক বিধাতার কাছে এই কামনা করি।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একজন ব্লগার, তার ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন লেখা ও ছবি পড়ে তাকে আমারও খুব ভালো একজন মানুষ বলে মনে হয়েছে। আপনাকে ধন্যবাদ তাঁকে নিয়ে লেখার জন্য।

আপনাদের দুইজনের জন্যই শুভেচ্ছা রইল। :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাল্পনিক ভালবাসা। আপনার উৎসাহমূলক মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

সাহসী সন্তান বলেছেন: আপনাদের দু'জনের বন্ধুত্বে আমরন চিরস্থায়ী হোক এই দোয়া করি। প্রামানিক ভাই আপনার পোস্ট আর ছবিগুলো দেখে দারুন খুশি হয়েছি!


শুভকামনা রইলো দুইজনের জন্যই! ভাল থাকবেন, সব সময়!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। ছবিগুলো মোবাইলে তোলা। ছবিগুলো উদ্ধারের পর আমার ‍এসডি কার্ড নষ্ট হয়েছে। তাই পরের ছবিগুলো দেয়া সম্ভব হয় নাই।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: প্রামানিক ভাইয়ে কথা শুনে মুগ্ধ হলাম বন্ধুতে শুরু থেকে যে আপ্যায়নের করেছে যে জীবনে ভুলার না
আসলে যে আমাদের কামাল ভাই সাদা মনের মানুষ উনার কে আমার সালাম গ্রহণ করবেন প্রতিটি কথার ভাষা অসাধারণ তাই তাকে ওআপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে গেলাম

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আয়নাল ভাই। আপনার মূল্যবান কথাগুলো আমাদের বন্ধুত্বের আশীর্বাদ স্বরুপ। শুভেচ্ছা রইল।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: প্রানিক ভাই, আমি ব্লগে নিজের খুব বেশী ছবি দেইনা লজ্জা লাগে, আজ আপনি আমার এতোগুলো ছবি দিয়ে আমার আমার নামে এতো কিছু লিখাতে সত্যিই আমি বিব্রত বোধ করছি। জানিনা ব্লগাররা এটাকে কিভাবে গ্রহণ করবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

প্রামানিক বলেছেন: ভাই আমার মোবাইলের এসডি কার্ড টা নষ্ট হয়েছে। ছবিগুলো কোনরকমে উদ্ধার করে ভাবলাম পোষ্ট দিয়ে সংরক্ষণ করি। তাই দেয়া। ব্লগাররা খারাপভাবে নেয়ার কথা না। দুইচার জন ব্যতিক্রম তো থাকতেই পা্রে।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: প্রানিক ভাই<প্রামানিক ভাই :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগলো । বন্ধুত্ব অটুট থাকুক । এই কামনাই করি ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুপক বিধৌত সাধু। সব ভার্চুয়াল বন্ধু রিয়াল বন্ধুতে পরিণত হোক এই কামনা করি।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই, একা একাই দাওয়াত খেয়ে এলেন!!
কামডা কি খুব ভাল করলেন?!?!?!?!?
খাবারগুলোর একখানা ছবিও তুলে আনেন নাই!!!
দেখেওতো নয়ন দু'টো জুরাতো!!!

সাদা মনের কামাল ভাই -এর ছবি আমার ক্যামেরাতেও আছে!!!! ছবি পোষ্ট করতে পারলাম না কেন বুঝলাম না!!!! :(

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

প্রামানিক বলেছেন: খাওয়ার সময় দুইজনে গল্পে মশগুল ছিলাম তো ক্লিক করার কথা মনে ছিল না । আবার গেলে আপনাকে জানিয়ে যাবো। ধন্যবাদ নাহার আপা।

খাওয়ার কত প্রকারের আইটেম ছিল আমি কিছু বলবো না কামাল ভাইয়ের কালো বিড়ালটাই বলবে।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: সাদা মনের মানুষ ভাইয়ার সকল বৃতান্ত পড়ে অনেক অনেক ভালো লাগলো ভাইয়া। তোমাকে অনেক অনেক থ্যাংকস!

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শায়মা। থ্যাংকস পেয়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

সুমন কর বলেছেন: পরিশেষে শুধু এটাই বলতে চাই ভার্চুয়াল জগৎ থেকে আমার এবং কামাল ভাইয়ের মধ্যে যে ভাবে রিয়েল বন্ধুত্ব শুরু হয়েছে ভার্চুয়াল জগতের সবার মধ্যেই এমন বন্ধুত্ব শুরু হোক বিধাতার কাছে এই কামনা করি।

লেখাটি পড়ে খুব ভালো লাগল।

+।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

মধু নদীর জোলা বলেছেন: ভালোলাগলো বন্ধুত্ব

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মধু নদীর জোলা। শুভ্চেছা রইল।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: কামাল ভাই সব গোপন কথা ফাঁস করে দিয়েছে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ফাঁস করতে চাই নাই, কেমনে জানি ফাঁস হইয়া গেল। ধন্যবাদ ভাই ভ্রমণ বাংলাদেশ।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

গেম চেঞ্জার বলেছেন: আসলেই চমৎকার ব্যপার স্যপার । এমন নজির খুবই কম । আপনাদের দুজনের এই বন্ধুত্ব চিরজীবি হউক ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: কামাল উদ্দিন ভাই ও শহীদুল ইসলাম প্রামানিক ভাই ওনাদের বন্ধুত্বের বন্ধন থাকুক চিরদিন।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.