নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভ্যাট না দিলে খরচ পাবে কই?

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭


শহীদুল ইসলাম প্রামানিক

ভ্যাটের রাজ্যে করছি বসত
ভ্যাটে কেন ভয়?
ভ্যাট দিয়েই তো এই দেশটার
আয় উন্নতি হয়।

উঠতে, বসতে, শুতে গেলেও
লাগে যেথায় ভ্যাট
সেইখানেতে করছো কেন
মিছাই ক্যাটর ক্যাট?

শিক্ষাংগনে ভ্যাট না দিলে
মন্ত্রী কেমনে চলবে
বিনে পয়সায় এই দেশেতে
হাত দু’টি কি ডলবে?

মন্ত্রীর সন্তান বিদেশ পড়ে
নাই কোনো হইচই
ভ্যাট না দিলে তাদের সন্তান
খরচ পাবে কই?

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

প্লাবন২০০৩ বলেছেন: "মন্ত্রীর সন্তান বিদেশ পড়ে
নাই কোনো হইচই
ভ্যাট না দিলে তাদের সন্তান
খরচ পাবে কই?"

একেবারে জায়গামত দিয়েছেন, শুধু লাগলেই হয়।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: একটা মন্ত্রীর পোলাও দেশে নাই সব বিদেশ পড়ে। আমরা গাধা গরুগুলা দেশে হইচই করে মরি। ধন্যবাদ প্লাবন ভাই।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

কাবিল বলেছেন: আমি কোন মন্তব্য করিনি, যদি প্রামানিকদা কে ভ্যাট দেয়া লাগে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: আপনি কোন মন্তব্য করেন নাই এই কথা লিখতেও পনরো পয়সা ভ্যাট কাটা হয়েছে। ধন্যবাদ কাবিল ভাই।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
শিক্ষাংগনে ভ্যাট না দিলে
মন্ত্রী কেমনে চলবে
বিনে পয়সায় এই দেশেতে
হাত দু’টি কি ডলবে?

হা হা হা.... চমৎকার লিখেছেন প্রামানিক ভাই।ধন্যবাদ

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই। শুভেচ্ছা রইল।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০১

মঞ্জু রানী সরকার বলেছেন: পক্ষে বিপক্ষে অনেক বলা যায় কিন্তু শিক্ষা কি আসলে এদের কাছে শিক্ষা আছে?

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মঞ্জুরানী সরকার। আপনার কথা ঠিক আছে।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮

জুন বলেছেন: শেষের চারটি লাইন বিপদজনক প্রামানিক ভাই ।
তবে কথা সত্য ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০

প্রামানিক বলেছেন: চিন্তায় ফেলে দিলেন আপা। কিন্তু আমার দুঃখ হলো সরকারী দল আর বিরোধী দলের প্রত্যেক নেতার ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া করে। এই সব আন্দোলনের ধারে কাছেও তারা নাই। যারা দেশে লেখাপড়া করছে তাদের বিদেশে যাওয়ার সামর্থ নাই তারাই এই দেশের আন্দোলনের মুখে পড়ে নাস্তানাবুদ হচ্ছে।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যেসব কবি অনর্গল
প্রসব করে কবিতা,
তাদের উপর বসাও ভ্যাট
না করে ভনিতা।

কবির দল সাবধান
আসিতেছে ভ্যাট,
কবিতা লেখা বন্ধ করে
হাতে নাও ক্রিকেট ব্যাট। ;) :`> :-P

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

প্রামানিক বলেছেন: কলম ছেড়ে ব্যাট নিলে
কবিতা কে লিখবে
ব্যাট নিয়ে ম্যাড হয়ে
মারামারি শিখবে।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: ঠিক, একদম ঠিক।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪১

আমি তুমি আমরা বলেছেন:


মন্ত্রীর সন্তান বিদেশ পড়ে
নাই কোনো হইচই
ভ্যাট না দিলে তাদের সন্তান
খরচ পাবে কই?

ভাল লেগেছে :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

প্রামানিক বলেছেন: ভাই কন কি
আমি তো ডরে আছি।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: নাহ্ আপনি লিখতে গেলে কাউকে ছাড় দেন না।। স্বভাব বৈচিত্র!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৩

প্রামানিক বলেছেন: ভাই, লিখতে চাই না তারপরেও মাথার মধ্যে সত্য কথাটা চলে আসে। ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.