নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
বিয়ের আগে বলেছিলে
খাবে নাকি পান্তা ভাত
এখন দেখি পান্তা দেখলে
তাড়াতাড়ি গুটাও হাত।
বিয়ের আগে বলেছিলে
বাঁধবে ঘর ঐ গাছ তলে
গয়না-গাটি লাগবে নাকো
পড়বে বেলী ওই গলে।
খাট পালঙ্ক লাগবে নাকো
কাটিয়ে দিবে মাটির পর
খড়-বিছালী বিছিয়ে নিয়ে
থাকবে শুয়ে জীবন ভর।
সাথে আমি থাকলে পরে
লাগবে নাকো আর কিছু
এসব বলে হরহামেশা
লেগেই থাকতে মোর পিছু।
তোমার কথায় বিভোর হয়ে
বিয়ের পিঁড়ায় বসলাম যেই
ক’দিন পরেই উল্টে গেলে
সেসব কথা কিছুই নেই?
এখন দেখি তাকিয়ে থাক
আকাশ পানে চোখ তুলে
দালান-কোঠা দেখলে পরে
আগের কথা যাও ভুলে।
আকাশ-কুসুম স্বপ্ন দেখে
বাস্তব করা কঠিন কাজ?
তোমার কথা বিশ্বাস করে
এখন আমি পাচ্ছি লাজ।
মোহ-মায়ায় বিয়ে করে
বাস্তব নিয়ে ভুগছি তাই
প্রেমের সময় যাই বলেছ
এখন তাহার কিছুই নাই।
সেগুন বাগিচা
২১/১২/২০১২
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচছা রইল।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসার সময়ে মানুষ থাকে অন্যের সংসারে ; বিয়ের পর, নিজের সংসার হয়, তখন নতুন কথা ভাবতে হয়; ভালোবাসা যে হারায়ে যায়, তা নয়।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৭
প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন চাঁদগাজী। তবে বিয়ের আগে উভয়ে যা বলে বিয়ের পরে তার কিছুই থাকে না। জীবন সংসারে টানাটানিতেই দিন পার হয়ে যায়।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০
শতদ্রু একটি নদী... বলেছেন: এইটাই মনে হয় ঝামেলা, কাউরে ভাল্লাগলে মায়াও ছাড়া যায়না, আবার পরে মায়াটা হিডেন হইয়া যায়। তবু কিছু থাকে, নাইলে বিয়ে টিকার চেয়ে ডিভোর্সের রেট বেশি হইতো
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯
প্রামানিক বলেছেন: বিয়ের পরে উভয়ের প্রতি ভালবাসা যাও থাকে সংসারের টানাটানিতে সে সব হিডেন হয়ে যায়। ধন্যবাদ ভাই শতদ্রু।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০
লালপরী বলেছেন: হা হা হা ভাইয়া
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লালপরী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: বাস্তব বড়ই কঠিন !!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আসলেই বাস্তব বড় কঠিন।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০
উর্বি বলেছেন: মনে হয় না খেয়াল করেন ভাই
নাহলে পাইতেন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪
প্রামানিক বলেছেন: হতেও পারে। তবে বেখেয়ালে থাকি এমন তো মনে হয় না। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ বোন উর্বি।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: আমার গিন্নীর মত !!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১
প্রামানিক বলেছেন: শুধু আপনার সহজ সরল গিন্নির উপর দোষ দিচ্ছেন কেন, অনেকের গিন্নিই এরকম হতে পারে। ধন্যবাদ
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪০
কামরুন নাহার বীথি বলেছেন:
মোহ-মায়ায় বিয়ে করে
বাস্তব নিয়ে ভুগছি তাই
প্রেমের সময় যাই বলেছ
এখন তাহার কিছুই নাই। ----------
আ হা রে --------------------
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২
প্রামানিক বলেছেন: দারুণ ছবি দিয়েছেন নাহার আপা। ধন্যবাদ
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭
অপ্রকাশিত কাব্য বলেছেন: দারুন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অপ্রকাশিত কাব্য। অনেক অনেক শুভ্চেছা রইল।
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২১
রাবার বলেছেন: দারুন দারুন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাবার। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
জুন বলেছেন: অতিব সত্যকথন প্রামানিক ভাই
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। শুভেচ্ছা রইল।
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
মো: আশিকুজ্জামান বলেছেন: এখন দেখি তাকিয়ে থাক
আকাশ পানে চোখ তুলে
দালান-কোঠা দেখলে পরে
আগের কথা যাও ভুলে।
-----------প্রামানিক ভাই, ঠিকই কইছেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: চ্রমাপ্সুস।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
এস কাজী বলেছেন: প্রামানিক ভাই, কাহিনী কি সত্যি ??
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
প্রামানিক বলেছেন: ভাই আমার বেলায় সত্য না হলেও অনেকের বেলায় সত্য। ধন্যবাদ
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২
গেম চেঞ্জার বলেছেন: প্রামানিক ভাই । ভয় পাইয়ে দিলেন যে ?
ওঃ ভাল কথা আপনার ছড়া এইখানে মিস হচ্ছে কিন্তু ।
স্বপ্নের মহাদেশ (ছড়ায় ছড়ায় ছবি ব্লগ)
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। ভয় পাওয়ার কিছু নাই, সবার ক্ষেত্রেই আমার ছড়াটি প্রযোজ্য, এর ব্যতিক্রম হলে বুঝতে হবে তাদের কপাল।
মিস যাতে না হয় সেই চেষ্টাই করবো। শুভেচ্ছা রইল।
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: পরের বাস্তবতা এখনো বুঝিনি ( বিবাহ করি নাই) ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
প্রামানিক বলেছেন: বিবাহ করিলে ইহা হাড়ে হাড়ে সত্যে পরিণত হইবে। ধন্যবাদ
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: আমি বিবাহ কবিব নাহ!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬
প্রামানিক বলেছেন: ইহা করিলে ভুল হইবে কারণ দুখের পরেই সুখ খুঁজিয়া পাওয়া যায়।
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮
শামছুল ইসলাম বলেছেন: খুম মজা পেলাম।
এখন দেখি তাকিয়ে থাক
আকাশ পানে চোখ তুলে
দালান-কোঠা দেখলে পরে
আগের কথা যাও ভুলে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। শুভ্চেছা রইল।
১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬
আমি মিন্টু বলেছেন: ধূর আগে জানলে বিয়া করতো কুন হালায় ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮
প্রামানিক বলেছেন: বিয়ার জ্বালা যন্ত্রনার মাঝেও আনন্দ আছে। ধন্যবাদ
২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
সাহসী সন্তান বলেছেন: কবিতাটা নিজের জীবনের সাথে বেশ পারফেক্ট মনে হচ্ছে! তবে বিবাহের আগের হইলে মনে হয় আরো ভাল হইতো! সুন্দর সাবলিল সহজ ভাষার কবিতা। ঠিক এমনই কবিতা আমার সব থেকে প্রিয়। পড়ে খুব ভাল লাগলো! ভাই আপনার কবিতাটা কিন্তু বাস্তব জীবনের একটা করুন চিত্রকে ফুটিয়ে তুলেছে?
ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান, এই কবিতাটি শুধু আমার জীবনের কথা নয় সবার জীবনের কথা, অন্তত যারা বিয়ে করেছেন, যারা প্রেম করে বিয়ে করেছেন তাদের জীবনে আরো বেশি প্রযোজ্য।
২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: "নারীর অন্তর বিধাতার অগোচর"! অামরা তো সাধারণ মানুষ । অামাদের কী সাধ্য তাদের মন বোঝার । লেখাটা সুপার হয়েছে । সত্যি বলতে কী, ব্লগে ঢুকেই অাপনার কথা মনে পড়ে যায় । অাপনার ব্লগে ঢুঁ মারি! নিরাশ হইনা কখনো ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুপক বিধৌত সাধু। আপনাদের উৎসাহ আর অনুপ্রেরণা পেয়েই লিখে থাকি, তাই এসব লেখার ব্যাপারে আপনাদের কাছে কৃতজ্ঞ।
২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: নাহহহহহহহহহহহহহ এই রকম পোস্ট দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে কেন?????
.
সত্যি কি আমার কপালে এমনন লেখা আছে :'(
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
প্রামানিক বলেছেন: ভয় পেলে তো চলবে না এর ভিতর দিয়েই সুখ খুঁজতে হবে। ধন্যবাদ
২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৯
সাহসী সন্তান বলেছেন: প্রামানিক ভাই যদি ফ্রি থাকেন তাইলে আমাকে একটু টেকনিক্যাল হেল্প করবেন? এটা কোন সমস্যা না শুধুমাত্র আমি জানি না তাই জিজ্ঞাসা করছি!
আপনারা কোন পোস্ট পর্ব আকারে দিলে দ্বিতীয় পোস্ট প্রকাশের সময় প্রথম পোস্টের নাম সহ লিংক দেন কিভাবে একটু বলবেন? অথ্যাৎ আপনার এই কবিতা দিয়েই উদাহরন দিই। ধরেন আমি একটা পোস্ট করছি 'বিয়ের আগে বলে ছিলে'! এখন এটা হলো প্রথম পর্ব। এবার আমি যখন দ্বিতীয় পর্বটা দেবো তখন প্রথম পর্বের লিংক (শুধু লিংক নয় নাম সহ লিংক) দেবো কিভাবে? যেমন আপনি যখন সেন্ট মর্টিন দ্বীপের শেষ পোস্টটা দিছেন তখন উপরে তার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দিয়ে দিছেন, এইটা কিভাবে দেন যদি একটু বলতেন?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
প্রামানিক বলেছেন: এটা একদম পানির মত সোজা। পোষ্ট দেয়ার সময় উপরে কয়েকটি চিহ্ণ থাকে সেই চিহ্ণগুলোর মধ্যে একটি "সিকল" চিহ্ণ আছে ঐটাতে ক্লিক করলে দুইটা ঘর আসবে একটাতে পোষ্টের শিরোনাম আরেকটাতে ইউআরএল-এ পোষ্টটার লিংক অর্থাৎ সেই পোষ্টের পুরো ওয়েব এ্যাড্রেস দিয়ে ওকে করলেই হবে।
২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
মিন্টুর নগর সংবাদ বলেছেন: ভালো লেখছেন ধন্যবাদ ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টুর নগর সংবাদ। শুভেচ্ছা রইল।
২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
তাসজিদ বলেছেন: Hats off. Boss
এই কারণেই ত মুই বিয়া করি না।
একা আছি। শান্তি আর শান্তি।
পুরাই পাঙ্খা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
প্রামানিক বলেছেন: বিয়া না করা ঠিক হবে না। দুখের মাঝেই সুখ খুঁজতে হবে।
২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
ভিটামিন সি বলেছেন: বিয়ের পর হেতিরা আগের কমিটমেন্ট কেন ভুইল্যা যায়? বুইল্যা থুক্কু ভুইল্যা গেলে ১৫% ভ্যাট দেওন লাগবো পরবর্তী দাবীর উপর।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
প্রামানিক বলেছেন: আপনি যে হেতিদের বিরুদ্ধে কথা কইছেন হের লাইগাও ভ্যাট লাগবো। ধন্যবাদ রসিকতা করার জন্য।
২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
অপু দ্যা গ্রেট বলেছেন: সব ই মোহ মায়া । তবে ভাল লেগেছে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অপু। শুভেচ্ছা রইল।
২৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৭
বিদেশ পাগলা বলেছেন: ও দাদা আফনে কিথা কবিতা লিখরাইরে বা পুড়িরা ইতা কবিতা শুনি সাপের লাহান ফস ফস করি উডি ! তাপ উঠি যাওয়া অবস্থা হইচুইন !
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদেশ পাগলা। অনেক অনেক শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । মজা পেয়েছি ।