নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
চাকরি নিতে গেলেন সিরাজ
কর্মকর্তার ঘরে
ভাব সাব তার ভিতু ভিতু
বললেন কথা ডরে।
পত্রিকাতে খবর পেয়ে
এলাম হেথায় তাই
এই পদবীর যোগ্য আমি
চাকরীটা স্যার চাই।
কর্মকর্তা বলল হেসে,
টাকা এনেছেন কত?
কথা শুনে সিরাজ মিয়া
খেলেন থতমত।
বলল তখন সিরাজ মিয়া
মন্ত্রী সাবের কথা
নামটা শুনেই কর্মকর্তা
নিরব রইলেন তথা।
একটু পরে পিয়ন ডেকে
কফি এক কাপ খেয়ে
অনেকক্ষণ পর চোখটা তুলে
থাকলেন শুধু চেয়ে।
ধমক দিয়ে বললেন তারে,
রাখেন মিনিস্টার
মুচি, মেথর, রিক্সাওয়ালা
মিনিস্টার নাই কার?
টাকা দিবেন চাকরী হবে
টাকা নাই তো নাই
টাকার কাজ কি করতে পারে
মিনিস্টারের দোহাই?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মিন্টু। আপনার উৎসাহমূলক মন্তব্যে খুশি হলাম। শুভেচ্ছা রইল।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০
শতদ্রু একটি নদী... বলেছেন: পনে ভাই ন্যাচারাল ট্যালেন্ট। যেকোনো বিষয় প্রেক্ষাপট নিয়া এইভাবে ক্যামনে লিখেন। এপনার প্রই একরাশ হিংসা নিক্ষেপ করলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। আপনাদের উৎসাহমূলক মন্তব্যই আমার ছড়া লেখার প্রেরণা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
সুমন কর বলেছেন: সত্য বলেছেন...
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০
প্লাবন২০০৩ বলেছেন: টাকার কাজ কি করতে পারে
মিনিস্টারের দোহাই?
পারে না, পারে না, মানি ইজ সেকেন্ড গড।
বাট ইউ আর অনলি ওয়ান প্রামানিক ভাই। কিভাবে পারেন এমন করে লিখতে? আমাকে শেখাবেন?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ প্লাবন ভাই। আমি জানি আপনি মেধাবী, একটু চেষ্টা করলেই পারবেন। শুভেচ্ছা রইল।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: সিরাজ মিয়া মিথ্যে দোহাই দিয়েছে! সত্যি সত্যি যদি মিনিস্টারের তদবির অানতে পারতো, চাকরিটা হতোই ।
টাকার গুণগান সর্বত্রই । টাকা ছাড়া পৃথিবী ফাঁকা । অার এ অামলে টাকা ছাড়া চাকরি, সে তো অাকাশ কুসুম কল্পনা ।
ছড়ার কথা কী বলবো? এক কথায় অসাধারণ! গভীর মুগ্ধতা রেখে গেলাম ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮
প্রামানিক বলেছেন: ভাই বর্তমানে মিনিস্টাররাও টাকা ছাড়া চাকরী দিতে চায় না। টাকা ছাড়া যে সব রিকমান্ড করে সেটাতে চাকরী হয় না। ঐ রিকমান্ডে কি যে একটা সংকেত দেয়া থাকে ওটা দেখলেই কর্মকর্তারা বুঝে যে এটা চাকরী দেয়ার মত রিকমান্ড না বুঝ দেয়ার জন্য রিকমান্ড।
ধন্যবাদ রুপক ভাই। শুভেচ্ছা রইল।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
এস কাজী বলেছেন: হাহাহাহাহা। আমি ভাবসিলাম মিনিস্টারের নাম শুনে চাকরী দিয়ে দিবে!! লল। বেচারা টাকা ছাড়া কিছুই হবে না ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৯
প্রামানিক বলেছেন: না ভাই এখন আর আগের মত রিকমান্ড দেখলেই চাকরী দেয়া হয় না। ধন্যবাদ আপনাকে
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
সাহসী সন্তান বলেছেন: ভাই আপনার থাইক্কা একটু ট্যালেন্ট ধার দিবার পারেন? ক্যামনে লেখেন এই গুলা?
ভাই একটা সত্যি কথা কই! আপনার লেখা পড়ে আমি যতটা মজা পাই, এইটা অন্য করো লেখাতে পাই না! সুতরাং আপনার কাছ থেকে আমি আরো আরো সুন্দর সুন্দর লেখা চাই!! ফেল মারলে কিন্তু খবর আছে, হু!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০
প্রামানিক বলেছেন: ভাই সাহসী সন্তান, আপনি আমার থেকেও টেলেন্ট, আপনি চেষ্টা করলে আমার চেয়েও ভাল কিছু লিখতে পারেন। শুভ্চেছা রইল।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
সাহসী সন্তান বলেছেন: ভাই আপনার থাইক্কা একটু ট্যালেন্ট ধার দিবার পারেন? ক্যামনে লেখেন এই গুলা?
ভাই একটা সত্যি কথা কই! আপনার লেখা পড়ে আমি যতটা মজা পাই, এইটা অন্য করো লেখাতে পাই না! সুতরাং আপনার কাছ থেকে আমি আরো আরো সুন্দর সুন্দর লেখা চাই!! ফেল মারলে কিন্তু খবর আছে, হু!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১১
প্রামানিক বলেছেন: আপনাদের উৎসাহের কারণে ফেল যাতে না মারি সেই চেষ্টা করে যাই।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
সচেতনহ্যাপী বলেছেন: বুঝেই তো লিখেছেন।। মন্ত্রীদের যথাথত স্থান কোথায় যেয়ে দাড়িয়েছে!! আরো নামবে কি??
প্রশংসা না করে শুধু বাস্তবতার দিকেই আঙ্গুল তুললাম।। ভুল হলো কি??
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৩
প্রামানিক বলেছেন: না ভাই, আপনি বুঝে শুনেই মন্তব্য করেন, আপনার মন্তব্যে অর্থের গভীরতা আছে। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভ্চেছা।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালো লাগার কাব্য-সতত শুভাশিশ প্রিয়কবির জন্য ...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা শুনে সিরাজ মিয়া
করলো কাকে ফোন,
এগিয়ে দিয়ে সেট টি বলে
একটু কথা ক'ন।
অফিসার বললো রেগে
কিসের কথা শালা,
চিনিস আমায়,আমি হলুম
প্রামানিকের চ্যালা।
গুরু আমায় দীক্ষা দেছে
তিন বেলা খা ঘুষ;
উজীর নাজীর মন্ত্রীরা সব
টেকা পেলেই খোশ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৪
প্রামানিক বলেছেন: গুরু আমায় দীক্ষা দেছে
তিন বেলা খা ঘুষ;
উজীর নাজীর মন্ত্রীরা সব
টেকা পেলেই খোশ।
একদম হাছা কথা। ধন্যবাদ ভাই, চমৎকার ছন্দ মন্তব্য।
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
চাকুরী কোথায় সস্তা, দেশে, নাকি আরবে?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
প্রামানিক বলেছেন: আরবে সস্তা হতে পারে দেশে না।
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
মো: আশিকুজ্জামান বলেছেন: টাকার কাজ কি করতে পারে
মিনিস্টারের দোহাই?
-------টাকার কাজ শুধু টাকায় করতে পরে। টাকার অনেক ক্ষমতা। কর্মকর্তাকে কিনে পকেটে রাখা যায়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন আশিক ভাই। শুভ্চেছা রইল।
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। অনেক অনেক শুভেচ্ছা ।
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭
আরণ্যক রাখাল বলেছেন: আপনার ছড়ার ভক্ত হয়ে যাচ্ছি যেন আস্তে আস্তে| এভাবে চালাতে থাকলে হয়ত লৎফর রহমান রিটনকেও ছাড়িয়ে যাবেন
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্য রাখাল। আপনার মূল্যবান মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২
আরণ্যক রাখাল বলেছেন: কি করি আজ ভেবে না পাই এর ছড়াটাও সুন্দর
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @আরণ্যক রাখাল,
প্রামানিকদার ছড়া পড়ে
হাউস জাগিলো মনে,
আমিও হবো ছড়াকার
ছন্দ গুণে গুণে;
লিখতে বসে পেলাম গো টের
এ নহে মোর কাম,
পাঠক হেসেই কুটি কুটি
থামরে গাধা থাম;
কে বলেরে এই দুনিয়ায়
ভালা মানুষ নাই,
আরণ্যক রাখাল দাদা
যেনো আপনা ভাই;
দোষ ত্রুটি সব ক্ষমা করে
দিলেন আমায় তালি,
হায় লাজে মরি আমি
গাল হলো মোর লালি..........
১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
প্রামানিক বলেছেন: কে বলে ভাই ছড়া লেখায়
মাথা মগজ নাই
ছন্দ ছড়া ভালই লাগল
খুশি হলাম তাই।
আরণ্যক রাখাল দাদা
ধন্য জানাই তাদের
ছড়ার প্রতি ঝোক আগ্রহ
আছে যাদের যাদের।
১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাথা মগজ দুটোই আছে
সমস্যাটি অন্য,
প্রামানিকদা বটবৃক্ষ
আমি অতি নগণ্য।
ছড়ায় ছড়ায় লড়াই করি
সাহস কতো মোর!!!
প্রামানিকের এটম বোমা
আর আমার হাতে ক্ষুর???
ডরাই নাকি হাতি ঘোড়া
রকেট মিসাইল ট্যান্ক?
ছড়ার প্রতি ভালোবাসা
এইতো পুঁজি ব্যাংক।
এই নিয়েই সাহস করে
করবো লড়াই মাঠে,
ঘাটের ন্যাড়া পণ করেছি
রইবোনা আর ঘাটে।
ধুরুম ধারুম ঢিসুম ঢিসুম
প্রামানিকের মার,
যতই মারো পালাবোনা
আমি কি কম গোঁয়ার?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
প্রামানিক বলেছেন: পুঁজির চেয়েও বড় যদি
গোঁয়ারতুমি থাকে
যুদ্ধ করে পরাজিত
যায় না করা তাকে।
বড়ই বৃক্ষের উপর যদি
পর গাছা গজায়
পর গাছাটা ছোট্ট হলেও
বৃক্ষ অক্কা পায়।
তেমনি ভাইরে ছোট্ট হলেও
তুচ্ছ নয় তো কেউ
দুর্বা ঘাসও ভেসে থাকে
হোক না বড় ঢেউ।
যে যেখানে আছে ভাইরে
সেইখানে সে বড়
পিঁপড়ার কামড়ে অনেক সময়
হাতী জড়সড়।
মেধা মগজ আছে বলেই
লিখতে পারেন ছড়া
আপনার লেখায় মেতে উঠুক
সাহিত্যালোকের ধরা।
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেধা মগজ আছে দুটোই
কিন্তু জেনো ভাই,
মানুষ হয়েও চিকেন ব্রেনে
বড়ই শরম পাই।
তুমি দাদা বটবৃক্ষ
আমি দুর্বাঘাস,
আমার দৌড় ঐ কমেন্ট বক্স
আর তোমার ছড়ার চাষ।
তেঁতুল পাতায় ভাবছি চড়ে
টাইটানিকের নাবিক,
গর্তের ঢেউ উথাল পাথাল
অথৈ আটলান্টিক।
সুড়সুড়ি যেই লাগলো নাকে
দিলে ইয়া হাঁচি,
টাইফুন আর সুনামি শুরু
দাদা ছেড়ে দে কেঁদে বাঁচি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৪
প্রামানিক বলেছেন: অনেক প্রানী তেঁতুল পাতায়
সমুদ্র পাড়ি দেয়
তাড়াও তো ভাই এই দুনিয়ায়
সুখ শান্তিটা নেয়।
ছোট্ট প্রানী টাইফুন হলেও
পানির উপরে থাকে
উথাল পাথাল ঢেউয়ের মাঝেও
ছোঁয় না কিছুই তাকে।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
আমি মিন্টু বলেছেন: বাহ আরো একটি অসাধারন কবিতা উপহার দিয়েছেন প্রামানিক ভাই ।