নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মোল্লার বুদ্ধি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩


শহীদুল ইসলাম প্রামানিক

ঈমান আলী মোল্লা মশায়
ভীষণ জ্ঞানের লোক
গাঁও গেরামে বসত করলেও
সব দিকে তার চোখ।

জ্ঞান বুদ্ধিতে অনেক জ্ঞানী
মিথ্যা বলেন কম
মুখ খানা তার হাসি হাসি
পান খায় হরদম।

একদিন তো এলো পুলিশ
পানু মিয়াকে ধরতে
ওই খানেতে ছিলেন মোল্লা
কি যেন কাজ করতে।

পানু বলছে, ‘মোল্লা মশাই,
এখন তবে পালাই,
দারগা পুলিশ এসে পরেছে
থাকা যাবে না তাই’।

মোল্লা বলছে, ‘যাবেন কেন?
থাকেন হেথায় বসে,
সত্য কথায় বাঁচিয়ে দেব
ধরবে কোন সে দোষে’?

কাছেই ছিল ধানের আধার
বিশাল বড় ডোল
মাঝ খানে তার ফাঁকা ছিল
যেন মায়ের কোল।

ওই ডোলটা উপুড় করে
ঢাকলো তারে শেষে
একটু পরেই দারগা পুলিশ
জিজ্ঞেস করল এসে,

‘এই খানেতে ছিলেন পানু
এখন দেখি ফাঁকা’
মোল্লা মশাই হাত উল্টে কয়,
‘পানু মিয়া তো ঢাকা’।

একটু আগে ছিল হেথায়
ঢাকা গেল কেমনে?
ডান হাতটা ঘুরিয়ে মোল্লা
দেখিয়ে দিল ‘এমনে’।

মোল্লার কথা না বুঝাতে
পুলিশ গেল চলে
পানু তখন বেরিয়ে এসে
মোল্লা সাবকে বলে,

‘মিথ্যা নয়রে সত্য কথায়
বাঁচিয়ে দিলেন ভাই,
মোল্লারাও যে অনেক জ্ঞানী
দেখতে পেলাম তাই’।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

সত্যের পথে আরিফ বলেছেন: অসাধারণ++++++ মোল্লাদের এমন অনেক ঘটনাবলী ইতিহাসে পাওয়াযায়। বৃিরুধী আন্দোলনের সময় আমাদের াকাবির এ দেওবন্দের মুরুব্বিদের এমন এক ঘটনা শুনেছি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সত্যের পথে আরিফ। শুভ্চেছা রইল।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

সাগর আর্ট বলেছেন: ধারুণ হয়েছে...
ভাল লেগেছে অনেক।।
আপনার নাম সহ কপি করলাম । ফেসবুকে একটি ইসলামিক পেজের জন্যে...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাগর। শুভ্চেছা রইল।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

হাসান মাহবুব বলেছেন: বরাবরের মতোই চমৎকার।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

কামরুন নাহার বীথি বলেছেন:
ওই ডোলটা উপুড় করে
ঢাকলো তারে শেষে
একটু পরেই দারগা পুলিশ
জিজ্ঞেস করল এসে,

‘এই খানেতে ছিলেন পানু
এখন দেখি ফাঁকা’
মোল্লা মশাই হাত উল্টে কয়,
‘পানু মিয়া তো ঢাকা’।
---------

আসলেই মোল্লা সাহেব একটুও মিথ্যে বলেননি।
পানু মিঞা এখন ঢাকা আছে।
মোল্লা সাহেব তাকে ঢেকেই রেখেছেন !!! =p~

সাবাস মোল্লা সাহেব, সাবাস প্রামানিক ভাই!! :D :D :D

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। মোল্লাদের যে মাথায় বুদ্ধি থাকে এটা কেউ বুঝতে চায় না। সেই কারণে ছড়ায় একটু উল্লেখ করলাম।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

কাবিল বলেছেন: চমৎকার +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


শুধু মোল্লা কেন, আমাদের প্রামানিকদাও ভীষণ জ্ঞানের।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: সবাই বুদ্ধিমান কাবিল ভাইও কম না। ধন্যবাদ

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


মোল্লাও বুদ্ধিমান হয়?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

প্রামানিক বলেছেন: জি ভাই মোল্লাদের সবাই হাবাগোবা মনে করে। আসলে মোল্লারা যে বুদ্ধিমান এটা কেউ বুঝতে চায় না।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক বুদ্ধিমানের গল্প, আরেক বুদ্ধিমানের কবিতায় B-)
চমৎকার !!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। ঐ মোল্লার বুদ্ধির কাছে আমি কিছু না। শুভ্চেছা রইল।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এটাকে ঠিক বুদ্ধিমত্তা বলে না! এটা প্রকার কপটতা, মানে ধোঁকা দেওয়া! যাহোক, ছড়া ভালো লেগেছে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: বুদ্ধি ছাড়া কেউ কপটতা করতে পারে? বোকারা কি কখনও ধোঁকা দিতে পারে? ধন্যবাদ ভাই রূপক

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

সাহসী সন্তান বলেছেন: Wow Nice!!


ভাই যতই দিন যাচ্ছে ততই আমি আপনার কবিতার একজন অন্ধ ভক্ত হয়ে যাচ্ছি। আর কবিতার ভক্ত মানে তো কবিরও ভক্ত এইটা কি কওন লাগে নাকি!!?? :P আপনার প্রাণবন্ত কবিতা পড়ে আমি মুগ্ধ বিমোহিত!! অসাধারন কাব্য প্রতিভা আপনার!! থাক আর কিছু কমু না। বেশি কইলে যদি রাগ করেন। :| তাইলে তখন তো আবার কবিতা রচনা বন্ধ হয়ে যেতে পারে.........!!! :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: সাহসী ভাই, আপনাদের দেয়া সাহসেই তো টুকটাক লেখার চেষ্টা করি। কাজেই আপনাদের উপর রাগ করার তো প্রশ্নই আসে না। আপনার রসিকতার মন্তব্য পড়ে খুশি হলাম। ধন্যবাদ

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

জেন রসি বলেছেন: চমৎকার হয়েছে। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। শুভেচ্ছা রইল।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

সুমন কর বলেছেন: হায় হায় !!! আপনি দেখি সত্য বলে দিয়েছেন। ;)

চমৎকার হয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: হায় হায়!! আপনি দেখি দেইখা ফালাইছেন।
ধন্যবাদ ভাই সুমন কর। মন্তব্যে খুশি হলাম।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৫

প্লাবন২০০৩ বলেছেন: অসাধারণ, প্রামানিক ভাই। অবাক হয়ে পড়লাম।
++++++++++

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্লাবন। শু্ভেচ্ছা রইল।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্! জিনিয়াস মোল্লা =D

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.