নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মজার স্বপ্ন!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫


শহীদুল ইসলাম প্রামানিক

স্বপ্ন তো ভাই সবাই দেখি
স্বপ্ন দেখে নেতা
গরীব মানুষ স্বপ্ন দেখলে
খবর রাখে কে তা?

ধনী লোকে স্বপ্ন দেখলে
ব্রীজ-কালভার্ট করে
গরীব লোকে স্বপ্ন দেখে
চৌকির তলে পড়ে।

বড় নেতায় স্বপ্ন দেখলে
দেশের উন্নতি হয়
মোল্লা-মুন্সী স্বপ্ন দেখলে
মরণরে পায় ভয়।

পীর-ফকিরে স্বপ্ন দেখলে
ভাল কিছু জোটে
কৃষক লোকে স্বপ্ন দেখলে
চিৎকার করে ওঠে।

প্রেমিকেরা স্বপ্ন দেখলে
পরীর রাজ্যে যায়
দুই প্রেমিকে ঝগরা করে
স্বপ্নে থাপ্পর খায়।

নারী প্রেমিক স্বপ্নের ভিতর
পায়রে শুধু ডর
বদ প্রেমিকের পাল্লায় পরে
স্বপ্নে ভাঙে ঘর।

আমজনতা স্বপ্ন দেখলে
নেতার কর্ম সারা
তরুণ তরুণী স্বপ্ন দেখলে
হয়রে আত্মহারা।

স্বপ্ন কেহ খারাপ দেখে
কেহ দেখে ভাল
স্বপ্নেতে কেউ হেসে মরে
স্বপ্নেতে মুখ কালো।

দুঃস্বপ্ন কেউ দেখলে পরে
দুশ্চিতাতে মরে
এমন স্বপ্ন আর কখনো
দেখতে চায় না ডরে।

মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

গেম চেঞ্জার বলেছেন: ঠিক ঠিক চলতে হয় স্বপ্ন দেখেই,
ফুয়েল জোগায় যে আশার বাতিই

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক সুন্দর মন্তব্য।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

প্লাবন২০০৩ বলেছেন: "পীর-ফকিরে স্বপ্ন দেখলে
ভাল কিছু জোটে
কৃষক লোকে স্বপ্ন দেখলে
চিৎকার করে ওঠ।"

খুব ভালো লাগলো। প্রামানিক ভাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্লাবন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

সাহসী সন্তান বলেছেন: ভাই বরাবরের মত দারুন একখান কবিতা। তবে সম্ভাবত এই লাইনটাতে একটু সমস্যা আছে! চৌকির তলে পরে। ঐ পরে টা মনে হয় পড়ে হবে। অবশ্য আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। আপনি হয়তো অন্য কিছু মিন করতে পারেন। তবে ঐ লেখা টুকুর ভিতরে যে ব্যাখ্যাটা আসছে সেটা হলে চৌকির নিচে। তাই পড়ে দিলেই মনে হয় ভাল হবে। ভাই ভুল ধরাটা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিয়েন!!

প্রেমিকেরা স্বপ্ন দেখলে
পরীর রাজ্যে যায়
দুই প্রেমিকে ঝগরা করে
স্বপ্নে থাপ্পর খায়।


-ভাই আর কারো জন্য না হইলেও এইটা আমার জন্য নির্মম সত্য। গত কালই যে থাপ্পর খেয়েছি, তাতে এখনও পর্যন্ত কান গরম হয়ে আছে। :P :P :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

প্রামানিক বলেছেন: আপনার উপদেশ ঠিক আছে। "পরে" অর্থ হলো পরিধান করে "পড়ে" অর্থ হলো কোনো কিছু পতিত হওয়া। আপনার বানান সঠিক। ধন্যবাদ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: ভাল্লাগছে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্য রাখাল। শুভ্চেছা রইল।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

আবদুল হান্নান বিক্রমপুরী বলেছেন: মোল্লা-মুন্সি স্বপ্ন দেখলে মরণরে কেন ভয় পায় ভাই? এতে তো সাহস জাগার কথা !!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

প্রামানিক বলেছেন: এরা সবসময় পরকালের শাস্তি এবং দোজখের স্বপ্ন দেখে। মাঝে মাঝে এজাতীয় কিছু লিফলেট মসজিদে মসজিদে বিতরণও করে। দেশের আয় উন্নতি নিয়ে তারা স্বপ্ন দেখেছে এরকম বর্ননা কোন মোল্লার কাছে শুনি নাই।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

জেন রসি বলেছেন: বরাবরের মতই চমৎকার হইছে ভাই।

মজার কিন্তু অর্থবহ ছড়া।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। শুভেচ্ছা রইল।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

রোষানল বলেছেন: দারুন হয়েছে প্রামানিক ভাই :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রোষানল। শুভেচ্ছা রইল।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো প্রামানিক ভাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। শুভেচছা রইল।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

নাসরীন খান বলেছেন: ভাল লাগল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: এ তো দেখি স্বপ্নের ছড়াছড়ি । অামিও স্বপ্ন দেখতে চাই! ভালো স্বপ্ন! অামার স্বপ্নগুলো কেমন দুঃস্বপ্ন হয়ে যায়!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: স্বপ্নের মাঝে দুঃস্বপ্ন দেখলে স্বপ্ন দেখাই সব ছেড়ে দিবে। ধন্যবাদ ভাই রূপক।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

সুমন কর বলেছেন: আমজনতা স্বপ্ন দেখলে
নেতার কর্ম সারা
তরুণ তরুণী স্বপ্ন দেখলে
হয়রে আত্মহারা।


মজার স্বপ্ন, সবাই দেখুক। !:#P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩

সুফিয়া বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুফিয়া। শুভেচ্ছা রইল।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

কামরুন নাহার বীথি বলেছেন:
বড় নেতায় স্বপ্ন দেখলে
দেশের উন্নতি হয়
মোল্লা-মুন্সী স্বপ্ন দেখলে
মরণরে পায় ভয়।
-----------

স্বপ্নে হলেও আমাদের নেতারা দেশের উন্নতি করুন!!!
আল্লাহ্‌ এদের এমন স্বপ্ন দেখান, এই দোয়া করি ------ আমীন!!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: নাহার আপা কইছে আমীন, আমিও কইলাম আমীন।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১

তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা,,, চমৎকার । এমন মজার ছড়া আরো চাই।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। শুভেচ্ছা রইল।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ছড়া ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। শুভেচ্ছা রইল।

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৮

মিমমা সুলতানা মিতা বলেছেন: ভাল লেগেছে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মিমমা সুলতানা মিতা। শুভ্চেছা রইল।

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। শুভেচ্ছা রইল।

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন প্রামানিক ভাই । গরীবের স্বপ্নের কোন দাম নেই /:)
আপনি সত্যি অনেক মজা করে যে কোন বিষয় নিয়ে ছড়া লিখতে পারেন দেখছি । ভালোলাগা ।
+

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন জুন আপা। গরীবেরা স্বপ্ন দেখলে কেউ শুনতেও চায় না। ধন্যবাদ জুন আপা।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

কাবিল বলেছেন: দুঃস্বপ্ন কেউ দেখলে পরে
দুশ্চিতাতে মরে
এমন স্বপ্ন আর কখনো
দেখতে চায় না ডরে।

ভাল লেগেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। শুভ্চেছা রইল।

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব। শুভ্চেছা রইল।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরেক প্রকার স্বপ্ন আছে কাবিল ভাই ।
ছোটবেলায় দেখতাম কাজটা বাঁশ বাগানে ঘটাইতেছি , পরে দেখি বিছানা ভিজা =p~ =p~ :P :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। এই স্বপ্নটা মনে ছিল না। আপনি যখন মনে করে দিলেন সামনে সুযোগ পেলেই লিখব।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৬

অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগা জানবেন

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অপ্রকাশিত কাব্য। শুভ্চেছা রইল।

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিকের ''মজার স্বপ্ন!'' এর বাকী অংশ
প্রামানিকের ''মজার স্বপ্ন!'' এর বাকী অংশ

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চলুক স্বপ্ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.