নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯


শহীদুল ইসলাম প্রামানিক

(উৎসর্গ -০- কি করি আজ ভেবে না পাই এবং আরণ্যক রাখাল)

স্বপ্ন তো ভাই সবাই দেখে
স্বপ্নে সবাই হাসে
স্বপ্নের মাঝেই অনেক লোকে
খুক খুক করে কাশে।

রাজনীতিতে স্বপ্ন দেখে
উল্টা কথা কয়
বিরোধীতা করলে পরে
প্রাণের থাকে ভয়।

উন্নয়নের স্বপ্ন দেখে
কেউবা করে চুরি
স্বপ্নের দোহাই দিয়ে তারা
ভরায় নিজের ভুরি।

আসল স্বপ্ন যে দেখেছে
সে পায় না দাম
রাজনীতিতে তার নামেতে
চলে যে বদনাম।

মজার স্বপ্ন পড়ার পরে
ব্লগার এক ভাই
অনেক স্বপ্নের ভাব লিখেছে
তুলনা তার নাই।

“কি করি আজ ভেবে না পাই”
বড়ই তিনি গুণি
তার স্বপ্নটা কেমন স্বপ্ন
তার মুখেতেই শুনি।

সেগুন বাগিচা
রাত ১১টা ৩৪ মিনিট
১৮-০৯-২০১৫ইং

কি করি আজ ভেবে না পাই-এর লেখা ছড়া পড়তে ক্নিক করুন
প্রামানিকের ''মজার স্বপ্ন!'' এর বাকী অংশ

মজার ছড়া পড়তে ক্নিক করুন
মজার স্বপ্ন!

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

সাহসী সন্তান বলেছেন: ভাই মনে হচ্ছে ছড়ার রাজ্যে হাবুডুবু খাচ্ছি! দারুন লিখেছেন!!


"স্বপ্নের মাঝেই অনেক লোকে
খুক খুক করে কাশে।"

-ভাই যারা স্বপ্নের মধ্যে খুকখুক করে তারা কিন্তু প্রচন্ড ধুমপায়ী। কারন আমাদের এলাকায়ও এমন একজন আছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। খুক খুক করে কাশাটাও একটা স্টাইল।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৫

সুমন কর বলেছেন: পাল্টা-পাল্টি ছড়ার মেলা, ভালো লাগছে।

সুন্দর।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভ্চেছা রইল।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

তামান্না তাবাসসুম বলেছেন: মজার ছড়া :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। শুভ্চেছা রইল।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৯

মিমমা সুলতানা মিতা বলেছেন: ভাল লেগেছে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মিমমা সুলতানা মিতা। অনেক অনেক শুভেচছা রইল।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: সুন্দর মজার ছড়া

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ইমরান কবির রুপম। শুভেচ্ছা রইল।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

শামছুল ইসলাম বলেছেন: আপনার ছড়া সবসময়ই মজার।
যারা পাল্টাপাল্টি ছড়া লিখেছেন, তারাও কম জান না।
অনাবিল আনন্দ দেওয়ার জন্য সকল ছড়াকারকেই শুভেচ্ছা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। মন্তব্যে খুশি হলাম। শুভ্চেছা রইল।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

জেন রসি বলেছেন: চমৎকার হচ্ছে ছড়ার খেলা।

চালিয়ে যান। :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। শুভেচ্ছা রইল।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: চলুক এমন পাল্টাপাল্টি ছড়া, আর আমরা মজা করে পড়তে থাকি

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামাল ভাই। আন্তরিক শুভেচ্ছা রইল।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন:
“কি করি আজ ভেবে না পাই”
বড়ই তিনি গুণি
তার স্বপ্নটা কেমন স্বপ্ন
তার মুখেতেই শুনি।
-------/---

জাতি জানতে চায় ----------- :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ছড়ার লিংক নিচে দেয়া আছে। ধন্যবাদ নাহার আপা।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২

মো: আশিকুজ্জামান বলেছেন: “কি করি আজ ভেবে না পাই”
বড়ই তিনি গুণি
তার স্বপ্নটা কেমন স্বপ্ন
তার মুখেতেই শুনি।"
--------স্বপ্নটা জানার বড়ই ইচ্ছা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান। শুভ্চেছা রইল।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: "আসল স্বপ্ন যে দেখেছে
সে পায় না দাম
রাজনীতিতে তার নামেতে
চলে যে বদনাম"। গভীর তাৎপর্যপূর্ণ কথা!
প্রামাণিকদার ছড়া পড়ে
লেগেছে বেশ,
অামিও একটি লিখবো
মনের খায়েশ!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: ছড়া লিখে খায়েশ মিটান, আরেকজন ছড়াকার বাড়লে আরো মজা হবে। ধন্যবাদ

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

গোল্ডেন গ্লাইডার বলেছেন: চলুক :D

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোল্ডেন গ্লাইডার। শুভ্চেছা রইল।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫

হামিদ আহসান বলেছেন: ছড়ার লড়াই জমুক এবার .........

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। শুভ্চেছা রইল।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এ যেন ছড়া পালা!
ভালো লাগলো, ছড়াকার প্রামানিক ভাই :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, কেমন আছেন?

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



বাহ বেশ তো ছড়াকারের লড়াই ।
চলুক ছড়ায় ছড়ায় .........

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


স্বপ্ন মানুষ থেকেও বড় হয়।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্বপন দেখো দিবানিশি
কতো মজা আহারে,
বলটি এখন তোমার কোর্টে
চাল দাও দাদারে......

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: চলুক স্বপ্ন দিবানিশি, ধন্যবাদ

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিকের পাল্টাপাল্টি “মজার স্বপ্ন” লেজাংশ

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.