নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
আশান মিয়া যাচ্ছে হাটে
কোরবানীর গরু কিনতে
রাস্তায় অনেক বিপদ-আপদ
তাইতে বড় চিন্তে।
“কোথায় যাচ্ছ?” মৌলবী সাব
জিজ্ঞেস করল ডেকে,
“গরু কিনতে যাচ্ছি হাটে”
বলল আশান হেঁকে।
বলল হুজুর, “যাচ্ছ হাটে
‘ইনশআল্লাহ’ বলো,
আল্লাহ তা’লার নামটি নিয়ে
হাটের দিকে চলো”।
“অনেক কাজে ‘ইনশআল্লাহ’
বলতে হয়রে ভাই
নইলে দেখবে রাস্তাঘাটে
অনেক কিছুই নাই”।
“এই কথাটি না বললে পর
কি আর হবে ক্ষতি?
আজকেই সেটা করব প্রমাণ”,
বলল হুজুরের প্রতি।
“ইনশআল্লাহ ছাড়াই মোরা
কিনব গরু হাটে”
দম্ভ ভরে বলল আশান
উজান পুরের মাঠে।
সন্ধাকালে ফিরছে আশান
গরু নাই তার হাতে
ভাগ্যক্রমে আবার দেখা
ওই হুজুরের সাথে।
বলল হুজুর, “আশান মিয়া
কেমন গরু কিনলে?”
বলল আশান চমকে উঠে,
“কেমনে আমায় চিনলে”!
“ইনশআল্লাহ হাটে গিয়েছি
গরু দেখেছি মেলা
অনেক গরুর দাম করেছি,
ভাগ্যের একি খেলা”!
‘দাম ঠিকঠাক ‘ইনশআল্লাহ’
ছিল অনেক টাকা,
‘ইনশআল্লাহ’ হাত দিয়েছি
পকেট পুরোই ফাঁকা’।
“পকেট মারে টাকা নিয়েছে
গরু হয়নি কেনা,
‘ইনশআল্লার’ কেমন মরতবা
এবার হলো চেনা”।
মৌলবী কয়, “ইনশআল্লাহ
বললে অনেক শত,
যাবার সময় এই কথাটি
একবার বললেই হতো”।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। পকেট মার এবং ছিনতাইকারীর কারণে কত লোকের যে কোরবানী করা সম্ভব হয় না। অনেক সময় অনেক গুরুওয়ালাও ছিনতাইকারী ও পকেটমারের কারনে সব কিছু হারিয়ে হায় হায় করতে থাকে।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
অফুরন্ত মন বলেছেন: ছড়া ভাল লেগেছে ভাই।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অফুরন্ত মন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: সত্যি আশান মিয়ার জন্য দুঃখ হচ্ছে, বেচারা !!
ইনসাআল্লাহ সব কথাতে বলতে যেমন নাই
দরকরীতে ইনসাআল্লাহ বলা কিন্তু চাই।
কোন কথাতে ইনশা্আল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ
গুেলেয়ে ফেলে অনেকেই বলে ফিছাবিল্লাহ !!
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন সব কাজে ইনশআল্লাহ বলা যাবে না। ঠিক করে দিয়েছি।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
আমি আবুলের বাপ বলেছেন: ভালো লেগেছে। পুরোনো জিনিস নতুন করে ছড়ায়,মজা পেয়েছি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবুলের বাপ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
জেন রসি বলেছেন: ছড়া সুন্দর হইছে। প্রতি ইদেই এমন অনেক ঘটনা ঘটে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। আপনি ঠিকই বলেছেন প্রত্যেক ঈদে কিছু না কিছু পকেট মারার ধটনা ঘটে। যে কারণে মানুষ নাজেহাল হয়।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
মিথ্যা প্রেমের গল্প বলেছেন:
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিথ্যা প্রেমের গল্প। শুভেচ্ছা রইল।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯
গেম চেঞ্জার বলেছেন: ছড়ায় ছড়ায় ইনশাল্লা
কি যে মজা গো ভাই, ইয়া আল্লা ।
প্রামানিক ভাই ছড়াকার
এই কথা কি বলতে হয় আবার?
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার
সমতুল্য নাইকো আর
মন্তব্যতে অনেক ধার
তাই তো পড়ি বারংবার।
ধন্যবাদ
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জেব ভর্তি কড়কড়ে নোট
যাচ্ছে হাটে আশান,
ফুরফুরে সেন্ট,জেল্লো চুলে
কি বাহারি ফ্যাশান।
জিন্স লুঙ্গি,ফেন্সি জামা
রঙ বেরঙের ভুষন,
দু'পাশে দুই চামিচ তাহার
করছে কতো তোষন।
সিনা টানটান,ঘাড়টা গোজা
মারছে কতো মোশান,
যাচ্ছে হেঁটে তাও মনে হয়
চালাচ্ছে পাজেরো নিশান।
বিধি বাম হায়,বুকে টান খায়
চোরের হৃদয় পাষান,
''ইন শা আল্লাহ'' না বলে এখন
কেঁদেই বুকটা ভাসান।
প্রামানিকদা ছড়ার রাজা
ছন্দে ছন্দে হাসান,
শিক্ষা আছে ছড়াটিতে
মাথাও একটু খাটান।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪
প্রামানিক বলেছেন: কি করি আজ ভেবে না পাই
বলছে ছড়া ভালো
এমন ছড়া পড়লে পরে
মুখ হবে না কালো।
আশান আলী ফ্যাশন করে
দম্ভ করছে ভারি
এইজন্য তো পকেটমারে
নিল তাড়াতাড়ি।
দম্ভ করা ভাল নয় ভাই
সৃষ্টিকর্তার সাথে
সৃষ্টিকর্তা বেজার হলে
ক্ষয়ক্ষতি হয় তাতে।
ছড়া যদিও বাস্তব নয়
উপমা স্বরুপ দিলাম
সবার তরে ছড়িয়ে দিয়ে
মজার মজা নিলাম।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: অনেক গুলা পিলাচ দিলাম।
পিলাচ গুলা নিয়া কুরবানীর জন্য একখানা গরু কিন্না লইয়েন।কেমন?
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
প্রামানিক বলেছেন: পিলাচ দিয়ে যদি গরু কেনা যেত
এ পিলাচ ওয়ালারা কর্ম ছাড়াই মাছ গোশত খেত।
ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
এস কাজী বলেছেন: প্রামানিক ভাই ছড়া সুন্দর হয়েছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এস কাজী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
হামিদ আহসান বলেছেন: হা হা হা ........
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
রোষানল বলেছেন: ইনশাআল্লাহ্ বলেই সব কাজ শুরু করা উচিৎ
ছড়া সুন্দর হয়েছে প্রামানিক ভাই ।
পকেটমার , অজ্ঞান পার্টি , গুরা মরিচ পার্টি আর মলম পার্টি হতে সাবধান !!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
প্রামানিক বলেছেন: ভাই, এইসব আউলা ঝাউলা পার্টির জ্বালায় অনেক সময় নিজেই কুরবানীর রাস্তায় যেতে হয়। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
কাবিল বলেছেন: ছড়াই ছড়াই ইনশাল্লাহর ফযিলত।
সুন্দর উপস্থাপনা।
ভাল লাগলো দাদা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। শুভেচ্ছা রইল।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: মৌলবী কয়, “ইনশআল্লাহ
বললে অনেক শত,
যাবার সময় এই কথাটি
একবার বললেই হতো”।
দারুন লিখেছেন। অনেক ভাল লাগল। চালিয়ে যান মি. প্রামানিক।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বরকতউল্লাহ ভাই। শুভ্চেছা রইল।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
জুন বলেছেন: ইনশাআল্লাহ বেচে থাকলে ব্লগে অনেক দিন প্রামানিক ভাইএর এমন সুন্দর সুন্দর ছড়া পড়তে পারবো ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮
প্রামানিক বলেছেন: দোয়া করেন আল্লাহ যেন সবাইকে দীর্ঘজিবী করে দেন।
১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ইনশাআল্লাহ বেচে থাকলে
ব্লগে অনেক দিন
প্রামানিক ভাইএর সুন্দর ছড়া
পড়তে পারবো অনেকদিন!!
@জুনাপুর কমেন্টস! খানিংকটা সংযোজিত
ঈদ মোবারক
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খালি “ইনশআল্লায় ও কাজ হবেনা , নিজের চেষ্টাটাও থাকতে হবে ।
কোন এক বুজুর্গের কথা ''তোমার উট আগে শক্ত করে বাঁধো , তার পর আল্লাহর হাওলা কর । ''
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
প্রামানিক বলেছেন: ভাই যত শক্ত করেই বাধেন না কেন, আল্লাহ যদি না চায় শক্ত বাধানও ছুটে যাবে। তাই শক্ত করে বাঁধার পরে আল্লাহর হওলা করতে হবে নইলে আল্লাহ নারাজ হলে সব শেষ।
১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: মৌলবী কয়, “ইনশআল্লাহ
বললে অনেক শত,
যাবার সময় এই কথাটি
একবার বললেই হতো”। -------------
ভবিষ্যতে কি হবে একমাত্র আল্লাহ্ ই জানেন!
তাই সেই আল্লাহ্র উপর ভরসা রেখেই ভবিষ্যতের কথা বলতে হয়।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন নাহার আপা। আল্লাহর উপর ভরসা ছাড়া কোন কাজ করলে শুভ নাও হতে পারে।
২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫
হ্যাকার সাহেব বলেছেন: অনেক সন্দুর হয়েছে ভাই!
ইন-শা-আল্লাহ্ সব সময়ে আমি ভালা থাকি !
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ইন-শা-আল্লাহ আপনি ভাল থাকেন এটাই কামনা করি।
২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
হ্যাকার সাহেব বলেছেন: ৮ মাস ধরে এটা বলতেছি এবং সত্যিই আল্লাহ অনেক ভাল রেখেছে!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
প্রামানিক বলেছেন: ইনশআল্লাহ আপনি ভাল থাকুন এটাই কামনা করি। ধন্যবাদ
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮
সৈয়দ আনোয়ারুল হক বলেছেন: প্রামানিক ভাই ছড়াটি পড়ে অনেক মজা পেয়েছি---- ইনশাল্লাহ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আনোয়ারুল ভাই, আপনি মজা পেয়েছেন জেনে আমিও খুশি হয়েছি।
২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: লুকটা ছন্দের যাদুকর, ইচ্ছে করে ওনার মাথাটা চুরি করি
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
প্রামানিক বলেছেন: হে হে হে আমার মাথাটা চুরি করলে ভালই হইতো। মাথা থেকে কিছুটা ভার কমতো। ধন্যবাদ কামাল ভাই।
২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: গল্প শুনেছিলাম। কবিতার চরনে পড়তে আরও বেশি ভাল লাগল। অসংখ ভালবাসা মামা এবং ঈদ মোবারক
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: অাহারে! বেচারা অাশান মিয়া! ইনশাল্লাহর ফযিলত বুঝতে না পারায় এবারের কুরবানিটাই মাটি!